কর্মরত সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আপনারও যদি একটি PF অ্যাকাউন্ট থাকে, তাহলে আজই UAN কে আধারের সঙ্গে লিঙ্ক (EPFO Alert |UAN-AADHAAR Link) করে নিন। কারণ আজ ৩১ ডিসেম্বর ২০২১ শেষ তারিখ। EPFO বিনিয়োগকারীদের জন্য আধার লিঙ্ক করা বাধ্যতামূলক হয়ে উঠেছে। এটা না করলে আগামী দিনে সমস্যা হতে পারে এবং PF অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। প্রতীকী ছবি।
সামাজিক নিরাপত্তা কোডের ১৪২ ধারার অধীনে আধারের সঙ্গে পিএফ অ্যাকাউন্ট (EPFO Alert |UAN-AADHAAR Link) লিঙ্ক করা বাধ্যতামূলক। যদি আপনার আধার আপনার UAN এর সঙ্গে লিঙ্ক না থাকে, তাহলে আপনার নিয়োগকর্তা আপনার EPF অ্যাকাউন্টে মাসিক PF অবদান জমা করতে পারবেন না। এছাড়াও, লিঙ্ক করা না হওয়া পর্যন্ত, আপনি আপনার ইপিএফ কর্পাস থেকে ঋণ নিতে বা তুলতে পারবেন না। প্রতীকী ছবি।
EPFO-র ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)-এর সঙ্গে আধার (Aadhar)নম্বর যদি লিঙ্ক না করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে কোম্পানি থেকে আসা বরাদ্দ বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, EPFO থেকে আপনার অর্থ তুলতে গিয়েও সমস্যার সৃষ্টি হবে। যদি EPF অ্যাকাউন্টধারীর (EPFO Alert |UAN-AADHAAR Link) অ্যাকাউন্ট আধার নম্বরের সাথে লিঙ্ক করা না থাকে, তাহলে EPFO-এর সব পরিষেবা থেকে বঞ্চিত হবেন আপনি। প্রতীকী ছবি।