EPFO Rules: EPF অ্যাকাউন্ট থেকে টাকা তুললে কি ট্যাক্স দিতে হবে? কী নিয়ম রয়েছে দেখুন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
EPFO Rule: কেউ যদি EPF অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন, তাহলে তাঁকে কি কর দিতে হবে?
এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড হল রিটায়ারমেন্ট বেনিফিট স্কিম। ভারতের সমস্ত বেতনভোগী কর্মচারীদের জন্য এই স্কিম তৈরি করা হয়েছে। এখানে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়েই প্রতি মাসে কর্মীর মূল বেতন এবং মহার্ঘ্য ভাতার একটা নির্দিষ্ট অংশ জমা করতে হয়। এখন কেউ যদি ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন, তাহলে তাঁকে কি কর দিতে হবে? এটা নির্ভর করে প্রত্যাহারের কারণ এবং সময়ের উপর।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কর্মীর ৫৮ বছর বয়স হলে বা অবসর নেওয়ার পর ইপিএফ থেকে টাকা তুললে, সেই পরিমাণ সম্পূর্ণ করমুক্ত। পাশাপাশি নির্দিষ্ট উদ্দেশ্যে আংশিক প্রত্যাহারেও কর দিতে হয় না। যেমন কর্মী যদি চিকিৎসা, বিবাহ, শিক্ষা, বা হোম লোন পরিশোধের মতো কিছু কারণে ইপিএফ থেকে আংশিক প্রত্যাহার করেন, তাহলে ছাড় পাওয়া যায়। অর্থাৎ এ সব ক্ষেত্রে আংশিক উত্তোলন শর্তসাপেক্ষে করমুক্ত।









