EPFO Rules: EPF অ্যাকাউন্ট থেকে টাকা তুললে কি ট্যাক্স দিতে হবে? কী নিয়ম রয়েছে দেখুন

Last Updated:
EPFO Rule: কেউ যদি EPF অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন, তাহলে তাঁকে কি কর দিতে হবে?
1/7
এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড হল রিটায়ারমেন্ট বেনিফিট স্কিম। ভারতের সমস্ত বেতনভোগী কর্মচারীদের জন্য এই স্কিম তৈরি করা হয়েছে। এখানে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়েই প্রতি মাসে কর্মীর মূল বেতন এবং মহার্ঘ্য ভাতার একটা নির্দিষ্ট অংশ জমা করতে হয়। এখন কেউ যদি ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন, তাহলে তাঁকে কি কর দিতে হবে? এটা নির্ভর করে প্রত্যাহারের কারণ এবং সময়ের উপর।
এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড হল রিটায়ারমেন্ট বেনিফিট স্কিম। ভারতের সমস্ত বেতনভোগী কর্মচারীদের জন্য এই স্কিম তৈরি করা হয়েছে। এখানে কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়েই প্রতি মাসে কর্মীর মূল বেতন এবং মহার্ঘ্য ভাতার একটা নির্দিষ্ট অংশ জমা করতে হয়। এখন কেউ যদি ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন, তাহলে তাঁকে কি কর দিতে হবে? এটা নির্ভর করে প্রত্যাহারের কারণ এবং সময়ের উপর।
advertisement
2/7
পাঁচ বছরের আগে: পাঁচ বছরের আগে ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুললে কর দিতে হবে। এক্ষেত্রে আয়কর স্ল্যাব অনুযায়ী ট্যাক্স দেওয়াই নিয়ম।
পাঁচ বছরের আগে: পাঁচ বছরের আগে ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুললে কর দিতে হবে। এক্ষেত্রে আয়কর স্ল্যাব অনুযায়ী ট্যাক্স দেওয়াই নিয়ম।
advertisement
3/7
পাঁচ বছর পর: একটানা পাঁচ বছর ইপিএফ অ্যাকাউন্ট চালিয়ে যাওয়ার পর টাকা প্রত্যাহার করলে কোনও রকম ট্যাক্স দিতে হবে না।
পাঁচ বছর পর: একটানা পাঁচ বছর ইপিএফ অ্যাকাউন্ট চালিয়ে যাওয়ার পর টাকা প্রত্যাহার করলে কোনও রকম ট্যাক্স দিতে হবে না।
advertisement
4/7
টিডিএস: যদি প্যান কার্ড জমা দেওয়া হয় এবং টাকা তোলার পরিমাণ ৫০ হাজারের বেশি হয়, তাহলে ১০ শতাংশ হারে টিডিএস কাটা হয়। তবে ফর্ম ১৫জি বা ১৫এইচ জমা দিয়ে টিডিএস এড়ানো যেতে পারে।
টিডিএস: যদি প্যান কার্ড জমা দেওয়া হয় এবং টাকা তোলার পরিমাণ ৫০ হাজারের বেশি হয়, তাহলে ১০ শতাংশ হারে টিডিএস কাটা হয়। তবে ফর্ম ১৫জি বা ১৫এইচ জমা দিয়ে টিডিএস এড়ানো যেতে পারে।
advertisement
5/7
ব্যতিক্রমী পরিস্থিতি: অসুস্থতা, ব্যবসা বন্ধ বা কর্মচারীর নিয়ন্ত্রণের বাইরে এমন কোনও কারণে পাঁচ বছরের আগে প্রত্যাহার করে নিলে কর দিতে হয় না। কখন ইপিএফ প্রত্যাহারে কর দিতে হয়, সেটা বোঝাও গুরুত্বপূর্ণ।
ব্যতিক্রমী পরিস্থিতি: অসুস্থতা, ব্যবসা বন্ধ বা কর্মচারীর নিয়ন্ত্রণের বাইরে এমন কোনও কারণে পাঁচ বছরের আগে প্রত্যাহার করে নিলে কর দিতে হয় না। কখন ইপিএফ প্রত্যাহারে কর দিতে হয়, সেটা বোঝাও গুরুত্বপূর্ণ।
advertisement
6/7
অনুমোদিত নয় এমন অ্যাকাউন্ট: আয়কর কমিশনার দ্বারা অনুমোদিত নয়, এমন এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুললে কর দিতে হবে। স্বীকৃত থেকে অস্বীকৃত তহবিলে স্থানান্তর; যদি কোনও কর্মী তাঁর ইপিএফ অ্যাকাউন্ট স্বীকৃত তহবিল থেকে অস্বীকৃত তহবিলে স্থানান্তর করেন তাহলে স্থানান্তরের পরিমাণ করযোগ্য হয়ে যায়।
অনুমোদিত নয় এমন অ্যাকাউন্ট: আয়কর কমিশনার দ্বারা অনুমোদিত নয়, এমন এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুললে কর দিতে হবে। স্বীকৃত থেকে অস্বীকৃত তহবিলে স্থানান্তর; যদি কোনও কর্মী তাঁর ইপিএফ অ্যাকাউন্ট স্বীকৃত তহবিল থেকে অস্বীকৃত তহবিলে স্থানান্তর করেন তাহলে স্থানান্তরের পরিমাণ করযোগ্য হয়ে যায়।
advertisement
7/7
কর্মীর ৫৮ বছর বয়স হলে বা অবসর নেওয়ার পর ইপিএফ থেকে টাকা তুললে, সেই পরিমাণ সম্পূর্ণ করমুক্ত। পাশাপাশি নির্দিষ্ট উদ্দেশ্যে আংশিক প্রত্যাহারেও কর দিতে হয় না। যেমন কর্মী যদি চিকিৎসা, বিবাহ, শিক্ষা, বা হোম লোন পরিশোধের মতো কিছু কারণে ইপিএফ থেকে আংশিক প্রত্যাহার করেন, তাহলে ছাড় পাওয়া যায়। অর্থাৎ এ সব ক্ষেত্রে আংশিক উত্তোলন শর্তসাপেক্ষে করমুক্ত।
কর্মীর ৫৮ বছর বয়স হলে বা অবসর নেওয়ার পর ইপিএফ থেকে টাকা তুললে, সেই পরিমাণ সম্পূর্ণ করমুক্ত। পাশাপাশি নির্দিষ্ট উদ্দেশ্যে আংশিক প্রত্যাহারেও কর দিতে হয় না। যেমন কর্মী যদি চিকিৎসা, বিবাহ, শিক্ষা, বা হোম লোন পরিশোধের মতো কিছু কারণে ইপিএফ থেকে আংশিক প্রত্যাহার করেন, তাহলে ছাড় পাওয়া যায়। অর্থাৎ এ সব ক্ষেত্রে আংশিক উত্তোলন শর্তসাপেক্ষে করমুক্ত।
advertisement
advertisement
advertisement