এবার সোনাতে ইনভেস্ট করলে মিলবে বিপুল রিটার্ন, প্রতি মাসে আয় করুন মোটা টাকা

Last Updated:
মিউচ্যুয়াল ফান্ড ম্যানেজারের মতে সোনায় ইনভেস্ট করা একটি দারুণ বিকল্প ৷
1/6
নতুন বছরের শুরুতেই সোনার দাম বাড়তে শুরু করেছে ৷ ২০২০ এর আগেই ৪২ হাজার টাকার বেশি হয়ে গিয়েছিল ১০ গ্রাম সোনার দাম ৷ এরপর থেকে লাগাতার দাম বেড়ে চলেছে সোনার ৷ গত এক বছরে সোনার দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে ৷ এরকম পরিস্থিতিতে সোনায় ইনভেস্ট করা বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷
নতুন বছরের শুরুতেই সোনার দাম বাড়তে শুরু করেছে ৷ ২০২০ এর আগেই ৪২ হাজার টাকার বেশি হয়ে গিয়েছিল ১০ গ্রাম সোনার দাম ৷ এরপর থেকে লাগাতার দাম বেড়ে চলেছে সোনার ৷ গত এক বছরে সোনার দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে ৷ এরকম পরিস্থিতিতে সোনায় ইনভেস্ট করা বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷
advertisement
2/6
মিউচ্যুয়াল ফান্ড ম্যানেজারের মতে সোনায় ইনভেস্ট করা একটি দারুণ বিকল্প ৷ মনে করা হচ্ছে মার্কেটের যা অবস্থা তা সোনায় ইনভেস্ট করা এখন সবচেয়ে লাভবান প্রমাণিত হতে পারে ৷ দেখা গিয়েছে যে সময় গ্লোবাল ক্রিসিস দেখা দেয় সেই সময় অন্য কোনও ইনভেস্টমেন্ট ভাল রিটার্ন দেয় না ৷ কিন্তু সেই সময় গোল্ড ভাল রিটার্ন দিয়ে থাকে ৷
মিউচ্যুয়াল ফান্ড ম্যানেজারের মতে সোনায় ইনভেস্ট করা একটি দারুণ বিকল্প ৷ মনে করা হচ্ছে মার্কেটের যা অবস্থা তা সোনায় ইনভেস্ট করা এখন সবচেয়ে লাভবান প্রমাণিত হতে পারে ৷ দেখা গিয়েছে যে সময় গ্লোবাল ক্রিসিস দেখা দেয় সেই সময় অন্য কোনও ইনভেস্টমেন্ট ভাল রিটার্ন দেয় না ৷ কিন্তু সেই সময় গোল্ড ভাল রিটার্ন দিয়ে থাকে ৷
advertisement
3/6
বর্তমানে চিনে করোনা ভাইরাসের জেরে ইকোনমি স্লোডাউন চলছে ৷ এরকম চলতে থাকলে ইক্যুইটি মার্কেটে অস্থিরতা দেখা দিতে পারে ৷ এবং সোনার দাম আরও বাড়তে পারে ৷
বর্তমানে চিনে করোনা ভাইরাসের জেরে ইকোনমি স্লোডাউন চলছে ৷ এরকম চলতে থাকলে ইক্যুইটি মার্কেটে অস্থিরতা দেখা দিতে পারে ৷ এবং সোনার দাম আরও বাড়তে পারে ৷
advertisement
4/6
ফেস্টিভ বা বিয়ের মরশুমে সাধারণত সোনার ডিমান্ড বেশি থাকে ৷ ২০১৩ সালের পর থেকে পেপার গোল্ডে টাকা ইনভেস্ট করার প্রবণতা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে ৷পেটিএম গোল্ড, গোল্ড বন্ড, গোল্ড ইটিএফ এর মতো বিকল্পে ইনভেস্ট করার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ ৷
ফেস্টিভ বা বিয়ের মরশুমে সাধারণত সোনার ডিমান্ড বেশি থাকে ৷ ২০১৩ সালের পর থেকে পেপার গোল্ডে টাকা ইনভেস্ট করার প্রবণতা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে ৷পেটিএম গোল্ড, গোল্ড বন্ড, গোল্ড ইটিএফ এর মতো বিকল্পে ইনভেস্ট করার সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ ৷
advertisement
5/6
MCX গ্রাহকদের ন্যূনতম ১ গ্রাম সোনা কেনারও অপশন দিচ্ছে ৷ এর বিশেষ দিক হল ন্যূনতম ১ গ্রাম সোনা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে রাখা যেতে পারে ৷ দরকার পড়লে এর ডেলিভারিও নেওয়া যেতে পারে ৷
MCX গ্রাহকদের ন্যূনতম ১ গ্রাম সোনা কেনারও অপশন দিচ্ছে ৷ এর বিশেষ দিক হল ন্যূনতম ১ গ্রাম সোনা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে রাখা যেতে পারে ৷ দরকার পড়লে এর ডেলিভারিও নেওয়া যেতে পারে ৷
advertisement
6/6
গোল্ড থেকে মোটা আয়ের কথা ভাবছেন তাহলে এই বছর আপনার কাছে রয়েছে একাধিক আর্কষণীয় সুযোগ ৷ পেপার গোল্ড থেকে ভাল আয়ের সম্ভাবনা রয়েছে ৷ গত বছরের রিটার্ন দেখলে বুঝতে পারা যাবে যে গোল্ড মিউচ্যুয়াল ফান্ডের পারফরম্যান্স বেশ ভাল ৷ তবে খেয়াল রাখতে হবে যে নিজের পোর্টফোলিওতে দরকারের চেয়ে বেশি সোনা রাখা উচিৎ নয় ৷
গোল্ড থেকে মোটা আয়ের কথা ভাবছেন তাহলে এই বছর আপনার কাছে রয়েছে একাধিক আর্কষণীয় সুযোগ ৷ পেপার গোল্ড থেকে ভাল আয়ের সম্ভাবনা রয়েছে ৷ গত বছরের রিটার্ন দেখলে বুঝতে পারা যাবে যে গোল্ড মিউচ্যুয়াল ফান্ডের পারফরম্যান্স বেশ ভাল ৷ তবে খেয়াল রাখতে হবে যে নিজের পোর্টফোলিওতে দরকারের চেয়ে বেশি সোনা রাখা উচিৎ নয় ৷
advertisement
advertisement
advertisement