প্যান নম্বরের আসল অর্থ জানেন? ওখানেই লুকিয়ে আছে আপনার সম্পূর্ণ পরিচিতির বিবরণ
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
নম্বরটি আদতে প্যান কার্ডধারী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত একটি কোড ছাড়া আর কিছুই নয়।
advertisement
advertisement
advertisement
প্রথম ৫টি অক্ষর সর্বদা বর্ণমালা, তারপরে ৪টি সংখ্যাসূচক সংখ্যা এবং আবার একটি বর্ণমালা দিয়ে শেষ হয়। যদি কারও PAN-এ অক্ষর 'O' বা সংখ্যাসূচক '০' (শূন্য) থাকে, তাহলে উভয়ের মধ্যে বিভ্রান্ত হওয়া স্বাভাবিক। সংখ্যা ও অঙ্কের বিন্যাস জানা থাকলে সেই বিভ্রান্তি দূর হবে। এক নজরে দেখে নেওয়া যাক এর আসল অর্থ।
advertisement
advertisement
- P-এর অর্থ ব্যক্তি - C-এর অর্থ কোম্পানি - H মানে হিন্দু অবিভক্ত পরিবার (HUF) - A হল অ্যাসোসিয়েশন অফ পার্সন (AOP) - B মানে বডি অফ ইন্ডিভিজুয়ালস (BOI) - G মানে সরকারি সংস্থা - J মানে আর্টিফিসিয়াল জুরিডিকাল ব্যক্তি - L মানে লোকাল অথরিটি - F মানে ফার্ম/ লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ - T মানে ট্রাস্ট
advertisement
advertisement