Cooking Oil Price: সর্ষে-সূর্যমুখী-সহ রান্নার তেলের দামে বাম্পার পতন! লিটার প্রতি লেটেস্ট রেট কত? দেখে নিন তালিকা...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
মধ্যবিত্তের পকেটে স্বস্তি দিয়ে বড় সুখবর। ফের সর্ষের তেল-সহ একাধিক ভোজ্যতেলের দামে বড় পতন। এখান থেকে আপনি প্রতি লিটার ১৫২ টাকা পর্যন্ত কম দামে কিনতে পারবেন সর্ষের তেল।
মধ্যবিত্তের পকেটে স্বস্তি দিয়ে বড় সুখবর। ফের সর্ষের তেল-সহ একাধিক ভোজ্যতেলের দামে বড় পতন। এখান থেকে আপনি প্রতি লিটার ১৫২ টাকা পর্যন্ত কম দামে কিনতে পারবেন সর্ষের তেল। মধ্যপ্রদেশের বুলন্দশহর জেলায়ও সর্ষের তেল বিক্রি হচ্ছে খুবই কম দামে। এখানে আপনি এটি প্রতি লিটার ১৫৮ টাকায় সর্ষের তেল কিনে বাড়ি নিয়ে যেতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শুধু সর্ষে নয়। অন্যান্য ভোজ্যতেলের দামেও বড় ধরনের পতন হয়েছে। আজ সূর্যমুখী তেলের দামেও বড় ধরনের পতন হয়েছে। দিল্লির তেল-তৈলবীজের বাজারে দেশীয় তেল-তৈলবীজের চাপের কারণে তুলাবীজ তেলের দাম কমেছে। যার ফলে রান্নার তেলের দাম অনেকটাই পড়েছে এই বাজারে। যদিও দেশীয় সয়াবিন ও চীনাবাদাম তেলের দাম আগের মতোই রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজ ১ লিটার তেলের দাম কত হল।
advertisement
সূর্যমুখী তেলের দাম কমে হয়েছে ৮১ টাকা: প্রায় ১০ মাস আগে, সূর্যমুখী তেলের দাম সয়াবিন তেলের চেয়ে $ ৩৫০ বেশি ছিল, কিন্তু বর্তমানে এর দাম সয়াবিনের চেয়ে ১০০ ডলার কমেছে। অর্থাৎ সূর্যমুখী তেলের দাম আগের ২০০ টাকার পরিবর্তে লিটার প্রতি ৮০-৮১ টাকায় নেমে এসেছে, যার কারণে বাজারে দেশি তেল ও তৈলবীজের ব্যবহার কমেছে।
advertisement
advertisement
advertisement
>> চিনাবাদাম পরিশোধিত তেল প্রতি টিন ২,৫৪০-২,৮০৫ টাকা >> সর্ষের তেল দাদরি - প্রতি কুইন্টাল ১০,৯০০ টাকা >> সর্ষে পাক্কি ঘানি - প্রতি টিন ১,৭০৫-১,৭৭৫ টাকা >> সর্ষে কাঁচা ঘানি - প্রতি টিন ১,৭০৫-১,৮২৫ টাকা >> তিল তেল মিল ডেলিভারি - প্রতি কুইন্টাল ১৮,৯০০-২১,০০০ টাকা >> সয়াবিন তেল মিল ডেলিভারি দিল্লি – প্রতি কুইন্টাল ১১,২৭০ টাকা