চেকে 'লাখ' টাকা কীভাবে লিখবেন..? Lakh নাকি Lac..! সবাই এই 'ভুলটাই' করে, আপনি জানেন সঠিক নিয়ম?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Cheque: চেক লেখার সময় করা ছোট্ট একটা ভুলের জন্যেও ব্যাঙ্ক আপনার চেক বাতিল করে দিতে পারে। চেক লেখার সময় অনেকেই যে সাধারণ ভুলটি করে থাকেন তা হল লক্ষ বা লাখের মধ্যে ইংরেজি বানানের ক্ষেত্রে বিভ্রান্ত হওয়া। অনেকেই জানেন না কোন বানানটি সঠিক। আসুন আজ এই বিষয়ে যাবতীয় বিভ্রান্তি দূর করে সঠিক নিয়মটি কী তা স্পষ্ট করে জেনে নেওয়া যাক।
advertisement
advertisement
চেক লেখার সময় করা ছোট্ট একটা ভুলের জন্যেও ব্যাঙ্ক আপনার চেক বাতিল করে দিতে পারে। চেক লেখার সময় অনেকেই যে সাধারণ ভুলটি করে থাকেন তা হল লক্ষ বা লাখের মধ্যে ইংরেজি বানানের ক্ষেত্রে বিভ্রান্ত হওয়া। অনেকেই জানেন না কোন বানানটি সঠিক। আসুন আজ এই বিষয়ে যাবতীয় বিভ্রান্তি দূর করে সঠিক নিয়মটি কী তা স্পষ্ট করে জেনে নেওয়া যাক।
advertisement
ব্যবসায়ী এবং শিল্পপতিরা চেক প্রচুর ব্যবহার করেন। তবে যাদের সঠিক ধারণা নেই তাঁরা কিন্তু এই ক্ষেত্রে কিছু ভুল করে থাকেন। উদাহরণস্বরূপ, ১০ লক্ষ টাকা বা ১৪ লক্ষ টাকার মতো পরিমাণ সহজেই সংখ্যায় লেখা যায়। এতে কোনও সমস্যা নেই। তবে, যখন পরিমাণটি শব্দে লিখতে হয়, তখন বিভ্রান্তি দেখা দেয়। কেউ কেউ 'Lakh' লেখেন আবার কেউ কেউ 'Lac' লেখেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
