চেকে 'লাখ' টাকা কীভাবে লিখবেন..? Lakh নাকি Lac..! সবাই এই 'ভুলটাই' করে, আপনি জানেন সঠিক নিয়ম?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Cheque: চেক লেখার সময় করা ছোট্ট একটা ভুলের জন্যেও ব্যাঙ্ক আপনার চেক বাতিল করে দিতে পারে। চেক লেখার সময় অনেকেই যে সাধারণ ভুলটি করে থাকেন তা হল লক্ষ বা লাখের মধ্যে ইংরেজি বানানের ক্ষেত্রে বিভ্রান্ত হওয়া। অনেকেই জানেন না কোন বানানটি সঠিক। আসুন আজ এই বিষয়ে যাবতীয় বিভ্রান্তি দূর করে সঠিক নিয়মটি কী তা স্পষ্ট করে জেনে নেওয়া যাক।
আমাদের দৈনন্দিন জীবনে ব্যাঙ্কগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাঙ্কিং সেক্টর কার্যত অর্থনীতির মেরুদণ্ড হয়ে উঠেছে দেশে। আজকাল, ব্যাঙ্ক থেকে টাকা তুলে কাউকে দেওয়ার অনেক উপায় রয়েছে। সেক্ষেত্রে নতুন ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ইউপিআই পরিষেবা বেশ সহজলভ্য।
advertisement
কিন্তু দীর্ঘদিন ধরেই আমরা যে কোনও বড় টাকার লেনদেনের জন্য চেক ব্যবহার করে থাকি। তবে, এক্ষেত্রে চেক লেখার আগে প্রত্যেককে অনেক সতর্কতা অবলম্বন করা উচিত বলেই বলা হয়ে থাকে। অন্যথায়, চেকটি বৈধ হবে না। তা ক্যানসেল হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। ফলে আপনাকে অপ্রয়োজনীয় সমস্যার সম্মুখীন হতে হতে পারে।
advertisement
চেক লেখার সময় করা ছোট্ট একটা ভুলের জন্যেও ব্যাঙ্ক আপনার চেক বাতিল করে দিতে পারে। চেক লেখার সময় অনেকেই যে সাধারণ ভুলটি করে থাকেন তা হল লক্ষ বা লাখের মধ্যে ইংরেজি বানানের ক্ষেত্রে বিভ্রান্ত হওয়া। অনেকেই জানেন না কোন বানানটি সঠিক। আসুন আজ এই বিষয়ে যাবতীয় বিভ্রান্তি দূর করে সঠিক নিয়মটি কী তা স্পষ্ট করে জেনে নেওয়া যাক।
advertisement
ব্যবসায়ী এবং শিল্পপতিরা চেক প্রচুর ব্যবহার করেন। তবে যাদের সঠিক ধারণা নেই তাঁরা কিন্তু এই ক্ষেত্রে কিছু ভুল করে থাকেন। উদাহরণস্বরূপ, ১০ লক্ষ টাকা বা ১৪ লক্ষ টাকার মতো পরিমাণ সহজেই সংখ্যায় লেখা যায়। এতে কোনও সমস্যা নেই। তবে, যখন পরিমাণটি শব্দে লিখতে হয়, তখন বিভ্রান্তি দেখা দেয়। কেউ কেউ 'Lakh' লেখেন আবার কেউ কেউ 'Lac' লেখেন।
advertisement
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) -র নির্দেশিকা অনুসারে, চেকে লক্ষ টাকা লেখার সময়, সঠিক ইংরেজি শব্দ হল 'Lakh'। এই শব্দটির সংখ্যাসূচক অর্থ ১,০০,০০০। এটি ব্যাঙ্কিং পরিভাষায় স্বীকৃত। রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটেও এটি নিশ্চিত করা হয়েছে।
advertisement
তবে, এখনও অনেকে চেক লেখার সময় 'Lac' লেখেন। এইভাবে লেখার অর্থ এই নয় যে চেকটি প্রত্যাখ্যাত হবে, তবে এটি প্রত্যাখ্যাত হতেও পারে তাই এই নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। আসলে, এমন কোনও নিয়ম নেই যে এই কারণে কোনও চেককে অবৈধ বলে বিবেচনা করা উচিত।
advertisement
স্কুল জীবন থেকেই আমাদের ইংরেজিতে লক্ষ (১০০,০০০)-কে lakh বলতে শেখানো হয়। Lac বলতে বার্নিশ, সিলিং মোম এবং রঙে ব্যবহৃত একটি রজনীয় পদার্থ বোঝায়। তাই, বিশেষজ্ঞরা চেকে এক লক্ষ টাকার পরিমাণ বোঝাতে একেবারেই Lac না লেখার পরামর্শ দেন।
advertisement
চেকের অন্যান্য নিয়ম: যদি আপনার কাছে একটি বেয়ারার চেক থাকে, তাহলে পিছনে স্বাক্ষর করা সবসময়ই ভাল। আসলে, যার কাছে বেয়ারার চেক আছে সে টাকা তুলতে পারে, এমনকি যদি তা তার নামে নাও লেখা থাকে তবুও।
advertisement