Gold-Silver Price Today : সোনার দামে বিরাট পরিবর্তন, দেখে নিন আজ ১০ গ্রামের দাম কত হল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সোনা কিনতে যাচ্ছেন ? অবশ্যই চেক করে নিন লেটেস্ট দাম-
advertisement
শুক্রবার ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম সকাল ৯:০৫ মিনিটে ৪১ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫০,৭৭৮ টাকা হয়েছিল ৷ সোনার দাম এদিন বাজার খোলার সময় ৫০,৭৬৫ টাকা ছিল ৷ এরপর দাম কিছুটা বেড়ে ৫০,৭৯২ টাকা হয়ে যায়, পরে অবশ্য তা কমে আবার ৫০,৭৭৮ টাকা হয়েছে ৷ এমসিএক্সে রুপোর দাম ১৬৫ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৮,৪৪৩ টাকা হয়েছে ৷ বাজার খোলার সময় রুপোর দাম ছিল ৫৮,৩৮৯ টাকা ছিল ৷ পরে অবশ্য রুপো ৫৮,৪৪৩ টাকায় ট্রেড করছিল ৷
advertisement
advertisement