একাধিক শহরে কমল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন কলকাতায় কত হল
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম এক নজরে দেখে নিন এখানে ৷
গত ২৪ ঘণ্টায় অশোধিত তেলের দাম সামান্য বাড়লেও প্রতি ব্যারেলে দাম ৮০ ডলারের নীচেই রয়েছে ৷ এর মধ্যে দেশের সরকারি তেল সংস্থাগুলির তরফে জারি পেট্রোল ও ডিজেলের দামেও পতন দেখা গিয়েছে ৷ উত্তরপ্রদেশ থেকে বিহারের একাধিক শহরে পেট্রোল ও ডিজেলের দাম কমে গিয়েছে ৷ তবে, দিল্লি-মু্ম্বই-সহ চার মহানগরে তেলের দাম বদল করা হয়নি ৷
advertisement
এদিন সকালে গৌতম বুদ্ধনগর জেলায় (নয়ডা-গ্রেটার নয়ডা) পেট্রোল ২৭ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৬৫ টাকা হয়েছে ৷ ডিজেলের দাম ২৬ পয়সা কমে প্রতি লিটারে ৮৯.৮২ টাকা হয়েছে ৷ তবে লখনউতে পেট্রোলের দাম ১৪ পয়সা বেড়ে ৯৬.৫৭ টাকা হয়েছে, ডিজেলের দাম ১৩ পয়সা বেড়ে হয়েছে প্রতি লিটারে ৮৯.৭৬ টাকা ৷ এছাড়া বিহারের রাজধানী পটনায় পেট্রোল ১৭ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ১০৭.৯৫ টাকা হয়েছে ৷ ডিজেল ১৬ পয়সা কমে প্রতি লিটারে ৯৪.৭০ টাকা হয়েছে ৷
advertisement
advertisement
advertisement