NPS থেকে ১০০ শতাংশ টাকা তোলা যায়? টাকা রাখার আগে অবশ্যই জেনে নিন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
NPS থেকে ১০০ শতাংশ অর্থাৎ পুরো টাকা কি তোলা যায়?
advertisement
advertisement
এখন প্রশ্ন হল, এনপিএস থেকে ১০০ শতাংশ অর্থাৎ পুরো টাকা কি তোলা যায়? এর উত্তর হল- না। এনপিএস থেকে একসঙ্গে ১০০ শতাংশ টাকা তোলা যায় না। আসলে এনপিএস অবসরকেন্দ্রিক বিনিয়োগ পণ্য। অবসর গ্রহণের পর নিয়মিত আয়ের জন্যই এই স্কিমে বিনিয়োগ করা হয়। তবে বিশেষ পরিস্থিতিতে বিনিয়োগকারী জমা টাকার একটা অংশ তুলে নিতে পারেন।
advertisement
advertisement
advertisement
ম্যাচিউরিটির আগে স্কিম থেকে বেড়িয়ে গেলে: বিনিয়োগকারী যদি ৬০ বছর বয়সের আগে এনপিএস থেকে বেড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে তিনি জমা কর্পাসের ২০ শতাংশ তুলতে পারবেন। বাকি ৮০ শতাংশ টাকা দিয়ে অ্যানুইটি স্কিম কিনতে হবে। এনপিএস থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় নথি: পরিচয়ের বৈধ প্রমাণপত্র (আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ইত্যাদি)।
advertisement
ঠিকানার বৈধ প্রমাণপত্র (বিদ্যুৎ বিল, রেশন কার্ড, ইত্যাদি)। আসল প্যান কার্ড। ব্যাঙ্ক-সম্পর্কিত নথি (লেটারহেড, পাসবুক, বাতিল চেক, অ্যাকাউন্ট হোল্ডারের বিবরণ সহ ব্যাঙ্ক শংসাপত্র)। সম্পূর্ণ প্রত্যাহারের জন্য আন্ডারটেকিং এবং অনুরোধ ফর্ম। সংশ্লিষ্ট এনপিএস গ্রাহকের রেভেনিউ স্ট্যাম্প সহ অ্যাডভান্সড স্ট্যাম্প রসিদ।








