বড় সুখবর! AC চেয়ার কার, বন্দে ভারত-সহ সমস্ত ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া কমল ২৫ শতাংশ!

Last Updated:
তবে হ্যাঁ পুজো বা উৎসবের মরশুমে ছাড়ের সুবিধা পাওয়া যাবে না। যাত্রীদের ট্রেন যাত্রায় উৎসাহ দিতেই রেলের এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।
1/7
রেলযাত্রীদের জন্য বড়সড় সুখবর! এক ধাক্কায় অনেকটাই কমতে চলেছে টিকিটের দাম। অনুভূতি এবং ভিস্তাডোম কোচ-সহ ট্রেনের এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাসে ডিসকাউন্ট স্কিম শুরু করছে রেল মন্ত্রক। বেস ফেয়ারে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। তবে অন্যান্য চার্জ প্রযোজ্য থাকবে। সেগুলি আলাদা করে নেওয়া হবে।
রেলযাত্রীদের জন্য বড়সড় সুখবর! এক ধাক্কায় অনেকটাই কমতে চলেছে টিকিটের দাম। অনুভূতি এবং ভিস্তাডোম কোচ-সহ ট্রেনের এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাসে ডিসকাউন্ট স্কিম শুরু করছে রেল মন্ত্রক। বেস ফেয়ারে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। তবে অন্যান্য চার্জ প্রযোজ্য থাকবে। সেগুলি আলাদা করে নেওয়া হবে।
advertisement
2/7
২৫ শতাংশের এই ছাড় বেসিক ভাড়ার উপর পাওয়া যাবে। একই সময়ে অন্যান্য প্রয়োজনীয় চার্জ যেমন - জিএসটি, সুপার ফাস্ট সারচার্জ, রিজার্ভেশন চার্জ আলাদা ভাবে ধার্য করা হবে। যে সমস্ত ট্রেন গত এক মাস ধরে ৫০ শতাংশের বেশি খালি আসনে যাত্রা করছে, সেই সব ট্রেনের যাত্রীরা এই ছাড়ের সুবিধা পাবেন।
২৫ শতাংশের এই ছাড় বেসিক ভাড়ার উপর পাওয়া যাবে। একই সময়ে অন্যান্য প্রয়োজনীয় চার্জ যেমন - জিএসটি, সুপার ফাস্ট সারচার্জ, রিজার্ভেশন চার্জ আলাদা ভাবে ধার্য করা হবে। যে সমস্ত ট্রেন গত এক মাস ধরে ৫০ শতাংশের বেশি খালি আসনে যাত্রা করছে, সেই সব ট্রেনের যাত্রীরা এই ছাড়ের সুবিধা পাবেন।
advertisement
3/7
তবে হ্যাঁ পুজো বা উৎসবের মরশুমে ছাড়ের সুবিধা পাওয়া যাবে না। যাত্রীদের ট্রেন যাত্রায় উৎসাহ দিতেই রেলের এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। রেল মন্ত্রকের এই ডিসকাউন্ট স্কিম এসি চেয়ার কার, অনুভূতি এবং ভিস্তাডোম কোচের এক্সিকিউটিভ ক্লাসে তো বটেই, বন্দে ভারত এক্সপ্রেসেও প্রযোজ্য হবে। তবে যাত্রার সময় যে কোনও স্ট্রেচে তৎকাল অপশন নিলে এই সুবিধা পাওয়া যাবে না।
তবে হ্যাঁ পুজো বা উৎসবের মরশুমে ছাড়ের সুবিধা পাওয়া যাবে না। যাত্রীদের ট্রেন যাত্রায় উৎসাহ দিতেই রেলের এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। রেল মন্ত্রকের এই ডিসকাউন্ট স্কিম এসি চেয়ার কার, অনুভূতি এবং ভিস্তাডোম কোচের এক্সিকিউটিভ ক্লাসে তো বটেই, বন্দে ভারত এক্সপ্রেসেও প্রযোজ্য হবে। তবে যাত্রার সময় যে কোনও স্ট্রেচে তৎকাল অপশন নিলে এই সুবিধা পাওয়া যাবে না।
advertisement
4/7
যেগুলি মাথায় রাখতে হবে: রেল মন্ত্রক জানিয়েছে, বেসিক ভাড়ায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। অন্যান্য চার্জ যেমন - রিজার্ভেশন চার্জ, সুপার ফাস্ট সারচার্জ, জিএসটি, আলাদা ভাবে ধার্য করা হবে। ছাড়ের পরিমাণ নির্ধারণ করার সময় প্রতিযোগিতামূলক পরিবহণের ভাড়া মানদণ্ড হতে হবে।
যেগুলি মাথায় রাখতে হবে: রেল মন্ত্রক জানিয়েছে, বেসিক ভাড়ায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। অন্যান্য চার্জ যেমন - রিজার্ভেশন চার্জ, সুপার ফাস্ট সারচার্জ, জিএসটি, আলাদা ভাবে ধার্য করা হবে। ছাড়ের পরিমাণ নির্ধারণ করার সময় প্রতিযোগিতামূলক পরিবহণের ভাড়া মানদণ্ড হতে হবে।
advertisement
5/7
এই ধরনের ছাড় প্রাথমিক ভাবে ট্রেনের মূল স্টেশনের সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলের প্রধান চিফ কমার্শিয়াল ম্যানেজারদের দ্বারা নির্ধারিত সময়ের জন্য কার্যকর করা হবে। চাহিদার প্যাটার্নের উপর ভিত্তি করে পুরো সময়কাল বা আংশিক সময়কাল বা মাসভিত্তিক বা মরশুমে বা সপ্তাহের দিন/সপ্তাহান্তের জন্য ছাড় দেওয়া যেতে পারে।
এই ধরনের ছাড় প্রাথমিক ভাবে ট্রেনের মূল স্টেশনের সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলের প্রধান চিফ কমার্শিয়াল ম্যানেজারদের দ্বারা নির্ধারিত সময়ের জন্য কার্যকর করা হবে। চাহিদার প্যাটার্নের উপর ভিত্তি করে পুরো সময়কাল বা আংশিক সময়কাল বা মাসভিত্তিক বা মরশুমে বা সপ্তাহের দিন/সপ্তাহান্তের জন্য ছাড় দেওয়া যেতে পারে।
advertisement
6/7
ইতিমধ্যে যাঁরা টিকিট বুক করে ফেলেছেন তাঁরা ভাড়া ফেরত পাবেন না। ছুটি বা উৎসবের মরশুমে চালু করা স্পেশাল ট্রেনের ক্ষেত্রে এই স্কিম প্রযোজ্য নয়। এই স্কিমের মেয়াদ আপাতত এক বছর।
ইতিমধ্যে যাঁরা টিকিট বুক করে ফেলেছেন তাঁরা ভাড়া ফেরত পাবেন না। ছুটি বা উৎসবের মরশুমে চালু করা স্পেশাল ট্রেনের ক্ষেত্রে এই স্কিম প্রযোজ্য নয়। এই স্কিমের মেয়াদ আপাতত এক বছর।
advertisement
7/7
সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, ইন্দোর-ভোপাল, জবলপুর-ভোপাল এবং মাদগাঁও-মুম্বইয়ের মতো নতুন রুটে সাম্প্রতিক কালে চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীসংখ্যা নগণ্য। তার পরেই ট্রেনের ভাড়া কমানোর কথা ভাবনাচিন্তা করে রেল মন্ত্রক।
সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, ইন্দোর-ভোপাল, জবলপুর-ভোপাল এবং মাদগাঁও-মুম্বইয়ের মতো নতুন রুটে সাম্প্রতিক কালে চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীসংখ্যা নগণ্য। তার পরেই ট্রেনের ভাড়া কমানোর কথা ভাবনাচিন্তা করে রেল মন্ত্রক।
advertisement
advertisement
advertisement