বড় সুখবর! AC চেয়ার কার, বন্দে ভারত-সহ সমস্ত ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া কমল ২৫ শতাংশ!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
তবে হ্যাঁ পুজো বা উৎসবের মরশুমে ছাড়ের সুবিধা পাওয়া যাবে না। যাত্রীদের ট্রেন যাত্রায় উৎসাহ দিতেই রেলের এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।
রেলযাত্রীদের জন্য বড়সড় সুখবর! এক ধাক্কায় অনেকটাই কমতে চলেছে টিকিটের দাম। অনুভূতি এবং ভিস্তাডোম কোচ-সহ ট্রেনের এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাসে ডিসকাউন্ট স্কিম শুরু করছে রেল মন্ত্রক। বেস ফেয়ারে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। তবে অন্যান্য চার্জ প্রযোজ্য থাকবে। সেগুলি আলাদা করে নেওয়া হবে।
advertisement
advertisement
তবে হ্যাঁ পুজো বা উৎসবের মরশুমে ছাড়ের সুবিধা পাওয়া যাবে না। যাত্রীদের ট্রেন যাত্রায় উৎসাহ দিতেই রেলের এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। রেল মন্ত্রকের এই ডিসকাউন্ট স্কিম এসি চেয়ার কার, অনুভূতি এবং ভিস্তাডোম কোচের এক্সিকিউটিভ ক্লাসে তো বটেই, বন্দে ভারত এক্সপ্রেসেও প্রযোজ্য হবে। তবে যাত্রার সময় যে কোনও স্ট্রেচে তৎকাল অপশন নিলে এই সুবিধা পাওয়া যাবে না।
advertisement
advertisement
এই ধরনের ছাড় প্রাথমিক ভাবে ট্রেনের মূল স্টেশনের সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলের প্রধান চিফ কমার্শিয়াল ম্যানেজারদের দ্বারা নির্ধারিত সময়ের জন্য কার্যকর করা হবে। চাহিদার প্যাটার্নের উপর ভিত্তি করে পুরো সময়কাল বা আংশিক সময়কাল বা মাসভিত্তিক বা মরশুমে বা সপ্তাহের দিন/সপ্তাহান্তের জন্য ছাড় দেওয়া যেতে পারে।
advertisement
advertisement







