উৎসবের মাস, নভেম্বরে কোন কোন দিনগুলিতে বন্ধ থাকছে ব্যাঙ্ক ? জেনে নিন

Last Updated:
নভেম্বরে চারটি রবিবার এবং দুটি শনিবারের পাশাপাশি ব্যাঙ্ক বন্ধ থাকবে দীপাবলি এবং গুরুনানক জয়ন্তীর দিনগুলিতে ৷
1/5
অক্টোবর-নভেম্বর মানেই উৎসবের মাস ৷ দুর্গা পুজো শেষ হয়েছে ৷ আসছে লক্ষ্মীপুজো, দীপাবলি, ভাইফোঁটার মতো আরও অনেক পর্ব ৷ অক্টোবরের মতো নভেম্বরেও বেশ কয়েকটা দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ সেগুলো কোন কোন দিন, অবশ্যই জেনে নিন ৷ File Photo
অক্টোবর-নভেম্বর মানেই উৎসবের মাস ৷ দুর্গা পুজো শেষ হয়েছে ৷ আসছে লক্ষ্মীপুজো, দীপাবলি, ভাইফোঁটার মতো আরও অনেক পর্ব ৷ অক্টোবরের মতো নভেম্বরেও বেশ কয়েকটা দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ সেগুলো কোন কোন দিন, অবশ্যই জেনে নিন ৷ File Photo
advertisement
2/5
নভেম্বরে চারটি রবিবার এবং দুটি শনিবারের পাশাপাশি ব্যাঙ্ক বন্ধ থাকবে দীপাবলি এবং গুরুনানক জয়ন্তীর দিনগুলিতে ৷ এবছর দীপাবলি পড়েছে মাসের দ্বিতীয় শনিবার ৷ তাই ব্যাঙ্ক কর্মীরা একটা দিন কম ছুটিই পাচ্ছেন ৷ দীপাবলী শনি-রবিবার ছাড়া সপ্তাহের অন্য কোনওদিন পড়লে ব্যাঙ্ককর্মীরা অবশ্যই এই মাসে একটি অতিরিক্ত দিন ছুটি পেতেন ৷ File Photo
নভেম্বরে চারটি রবিবার এবং দুটি শনিবারের পাশাপাশি ব্যাঙ্ক বন্ধ থাকবে দীপাবলি এবং গুরুনানক জয়ন্তীর দিনগুলিতে ৷ এবছর দীপাবলি পড়েছে মাসের দ্বিতীয় শনিবার ৷ তাই ব্যাঙ্ক কর্মীরা একটা দিন কম ছুটিই পাচ্ছেন ৷ দীপাবলী শনি-রবিবার ছাড়া সপ্তাহের অন্য কোনওদিন পড়লে ব্যাঙ্ককর্মীরা অবশ্যই এই মাসে একটি অতিরিক্ত দিন ছুটি পেতেন ৷ File Photo
advertisement
3/5
নভেম্বরে ১, ৮, ১৫, ২২ এবং ২৯ তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ কারণ ওইদিনগুলি হল রবিবার ৷ পাশাপাশি ১৪ নভেম্বর দীপাবলি এবং ৩০ নভেম্বর গুরুনানক জয়ন্তীর জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ File Photo
নভেম্বরে ১, ৮, ১৫, ২২ এবং ২৯ তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ কারণ ওইদিনগুলি হল রবিবার ৷ পাশাপাশি ১৪ নভেম্বর দীপাবলি এবং ৩০ নভেম্বর গুরুনানক জয়ন্তীর জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ File Photo
advertisement
4/5
এই দিনগুলি বাদে ২৮ নভেম্বর, চতুর্থ শনিবার দিনটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ১৬ নভেম্বর দেশের অনেক রাজ্যেই ভাইফোঁটার উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ মণিপুরে যেমন ১৭ নভেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে নিঙ্গোল চাকুবার দন্য ৷ অন্যদিকে বিহার ও ঝাড়খণ্ডে ছট পুজোর দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ File Photo
এই দিনগুলি বাদে ২৮ নভেম্বর, চতুর্থ শনিবার দিনটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ১৬ নভেম্বর দেশের অনেক রাজ্যেই ভাইফোঁটার উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ মণিপুরে যেমন ১৭ নভেম্বর ব্যাঙ্ক বন্ধ থাকবে নিঙ্গোল চাকুবার দন্য ৷ অন্যদিকে বিহার ও ঝাড়খণ্ডে ছট পুজোর দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ File Photo
advertisement
5/5
জম্মু-কাশ্মীরে ৩০ নভেম্বর ইদ-ই-মিলাদ-উন নবির পাশাপাশি হরিয়ানা দিবস, কন্নড় রাজোৎসব, পদুচেরি লিবারেশন ডে, কুট, গোবর্ধন পুজো, কালি পুজো এবং বিক্রম সম্বত নববর্ষের জন্য নভেম্বরে বিভিন্ন দিনে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ৩১ অক্টোবর মহর্ষী বাল্মীকি ও সর্দার প্যাটেল জয়ন্তী উপলক্ষে বেশ কয়েকটি রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ File Photo
জম্মু-কাশ্মীরে ৩০ নভেম্বর ইদ-ই-মিলাদ-উন নবির পাশাপাশি হরিয়ানা দিবস, কন্নড় রাজোৎসব, পদুচেরি লিবারেশন ডে, কুট, গোবর্ধন পুজো, কালি পুজো এবং বিক্রম সম্বত নববর্ষের জন্য নভেম্বরে বিভিন্ন দিনে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷ ৩১ অক্টোবর মহর্ষী বাল্মীকি ও সর্দার প্যাটেল জয়ন্তী উপলক্ষে বেশ কয়েকটি রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ File Photo
advertisement
advertisement
advertisement