Bank Holidays: জানুয়ারিতে ১৫ দিন ছুটি! ব্যাঙ্কে যাওয়ার আগে দেখে নিন সম্পূর্ণ তালিকা!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
আরবিআই-এর তালিকা অনুযায়ী নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতে সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক ১৫ দিন বন্ধ থাকবে।
advertisement
এই ছুটির মধ্যে জাতীয় ছুটি রয়েছে। সেদিন গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। আর রয়েছে রাজ্যের দেওয়া ছুটি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছুটিগুলিকে তাই তিন ভাগে ভাগ করেছে - হলিডে আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট; নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে ছুটি এবং রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে।
advertisement
২০২৩ সালের প্রথম মাসে, জাতীয় ছুটির সঙ্গে (প্রজাতন্ত্র দিবস) অন্যান্য গুরুত্বপূর্ণ উৎসব এবং বার্ষিকী উদযাপন করা হবে। এর মধ্যে রয়েছে নববর্ষ, গুরু গোবিন্দ সিং জয়ন্তী, মিশনারি ডে, স্বামী বিবেকানন্দ জয়ন্তী, মকর সংক্রান্তি, পোঙ্গল, প্রজাতন্ত্র দিবস ইত্যাদি। আরবিআই হলিডে ক্যালেন্ডার অনুসারে, এই দিনগুলিতে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে না। ব্যাঙ্কিং জোন অনুযায়ী এই ছুটি হবে।
advertisement
advertisement
advertisement
১ জানুয়ারি ২০২৩: রবিবার (নববর্ষের দিন ১ জানুয়ারিতে ব্যাঙ্ক বন্ধ থাকে)। ২ জানুয়ারি ২০২৩: নববর্ষ উদযাপন (আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে)। ৩ জানুয়ারি ২০২৩: ইমোইনু ইরাতপা (ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে)। ৪ জানুয়ারি ২০২৩: গান-নগাই (ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে)। ৮ জানুয়ারি ২০২৩: রবিবার। ১২ জানুয়ারি ২০২৩: স্বামী বিবেকানন্দের জন্মদিন (কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে)। ১৩ জানুয়ারি ২০২৩: দ্বিতীয় শনিবার। ১৫ জানুয়ারি ২০২৩: রবিবার। ১৬ জানুয়ারি ২০২৩: তিরুভাল্লুভার দিবস (চেন্নাইতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)। ১৭ জানুয়ারি ২০২৩: উঝাভার থিরুনাল (চেন্নাইতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)। ২২ জানুয়ারি ২০২৩: রবিবার। ২৩ জানুয়ারি ২০২৩: নেতাজির জন্মদিন (কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে)। ২৬ জানুয়ারি ২০২৩: প্রজাতন্ত্র দিবস (সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে)। ২৮ জানুয়ারি ২০২৩: চতুর্থ শনিবার। ২৯ জানুয়ারি ২০২৩: রবিবার।