Bank Holidays: জেনে নিন আপনার শহরে ব্যাঙ্ক কবে খোলা, আর কবে কবে বন্ধ থাকবে ?

Last Updated:
Bank Holiday List: ব্যাঙ্কে যদি যেতেই হয়, প্রথমেই দেখে নেওয়া দরকার নিজেদের শহরে ব্যাঙ্ক খোলা আছে কি না।
1/7
আজকাল বেশিরভাগ ব্যাঙ্কের কাজই অনলাইনে করা যায় ৷ বাড়িতে বসে সহজেই কয়েক মিনিটে ব্যাঙ্ক পরিষেবার সুবিধা পাওয়া যায় ৷  যদি কাউকে ব্যাঙ্কে যেতেই হয়, প্রথমেই দেখে নেওয়া দরকার নিজেদের শহরে ব্যাঙ্ক খোলা আছে কি না।
আজকাল বেশিরভাগ ব্যাঙ্কের কাজই অনলাইনে করা যায় ৷ বাড়িতে বসে সহজেই কয়েক মিনিটে ব্যাঙ্ক পরিষেবার সুবিধা পাওয়া যায় ৷  যদি কাউকে ব্যাঙ্কে যেতেই হয়, প্রথমেই দেখে নেওয়া দরকার নিজেদের শহরে ব্যাঙ্ক খোলা আছে কি না।
advertisement
2/7
RBI ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে ব্যাঙ্ক ছুটির তালিকা দেখতে পাওয়া যাবে। এখানে আমরা ব্যাঙ্ক ছুটির সঙ্গে সম্পর্কিত সাম্প্রতিক তথ্য দিতে যাচ্ছি।
RBI ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে ব্যাঙ্ক ছুটির তালিকা দেখতে পাওয়া যাবে। এখানে আমরা ব্যাঙ্ক ছুটির সঙ্গে সম্পর্কিত সাম্প্রতিক তথ্য দিতে যাচ্ছি।
advertisement
3/7
চলতি সপ্তাহেও  বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কিছু রাজ্যে, ৮ ও ৯ জুলাই (সোম ও মঙ্গলবার) ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এছাড়া সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে ১৩ ও ১৪ জুলাই (শনিবার ও রবিবার) ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে। এই সাত দিনের মধ্যে চারদিন ব্যাঙ্কে কোনও কাজ করা যাবে না।
চলতি সপ্তাহেও  বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কিছু রাজ্যে, ৮ ও ৯ জুলাই (সোম ও মঙ্গলবার) ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। এছাড়া সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে ১৩ ও ১৪ জুলাই (শনিবার ও রবিবার) ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে। এই সাত দিনের মধ্যে চারদিন ব্যাঙ্কে কোনও কাজ করা যাবে না।
advertisement
4/7
এক নজরে দেখে নেওয়া যাক, জুলাই মাসে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে -
এক নজরে দেখে নেওয়া যাক, জুলাই মাসে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে -
advertisement
5/7
-৮ জুলাই ২০২৪ - রথযাত্রা উপলক্ষে ইম্ফলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।-৯ জুলাই ২০২৪ - দ্রুকপা সে-জি (Drukpa Tshe-zi) উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

-১৩ জুলাই ২০২৪ - মাসের দ্বিতীয় শনিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলির ছুটি থাকবে।
-৮ জুলাই ২০২৪ - রথযাত্রা উপলক্ষে ইম্ফলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।-৯ জুলাই ২০২৪ - দ্রুকপা সে-জি (Drukpa Tshe-zi) উপলক্ষে গ্যাংটকে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। -১৩ জুলাই ২০২৪ - মাসের দ্বিতীয় শনিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলির ছুটি থাকবে।
advertisement
6/7
-১৪ জুলাই ২০২৪ - রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।-১৬ জুলাই ২০২৪ - হরেলা উপলক্ষে দেহরাদুনে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

-১৭ জুলাই ২০২৪ - মহরম উপলক্ষে দেশের অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-১৪ জুলাই ২০২৪ - রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।-১৬ জুলাই ২০২৪ - হরেলা উপলক্ষে দেহরাদুনে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। -১৭ জুলাই ২০২৪ - মহরম উপলক্ষে দেশের অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
7/7
-২১ জুলাই ২০২৪ - রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।-২৭ জুলাই ২০২৪ - মাসের চতুর্থ শনিবারের কারণে, সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

-২৮ জুলাই ২০২৪ - রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
-২১ জুলাই ২০২৪ - রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।-২৭ জুলাই ২০২৪ - মাসের চতুর্থ শনিবারের কারণে, সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে। -২৮ জুলাই ২০২৪ - রবিবারের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
advertisement
advertisement
advertisement