ATM Withdrawal Charges: এটিএম উইথড্রয়াল চার্জ নিয়ে চালু হল নয়া নিয়ম, টাকা তোলার ‘Free’ লিমিট পার করলেই গ্রাহককে এবার গুনতে হবে অতিরিক্ত টাকা ! জেনে নিন বিশদে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
ATM Withdrawal Charges Hiked: বৃহস্পতিবার (১ মে, ২০২৫) থেকে বেড়ে গেল এটিএম ব্যবহার করার খরচ। নিয়ম অনুযায়ী, এটিএমে নির্দিষ্ট সংখ্যক লেনদেন বা কাজ গ্রাহক নিখরচায় করতে পারেন। তার বেশি করতে গেলে প্রতিটির জন্য গুনতে হয় টাকা। রিজার্ভ ব্যাঙ্ক সায় দেওয়ায়, সেই খরচই ২ টাকা করে এবার বাড়ল। এত দিন লাগত ২১ টাকা। বেড়ে হল ২৩ টাকা।
যাঁরা ঘন ঘন এটিএম ব্যবহার করেন, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ খবর। আসলে গত ১ মে ২০২৫ তারিখ থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র সংশোধিত ফি কার্যকর করা হয়েছে। যার ফলে ঘন ঘন এটিএম ব্যবহারকারীদের লেনদেনের উপর বেশি পরিমাণে ট্র্যানজ্যাকশন চার্জ দিতে হবে। ফ্রি লিমিটের পরে প্রত্যেক ট্র্যানজ্যাকশনের ক্ষেত্রে ব্যবহারকারীদের অতিরিক্ত ২ টাকা করে দিতে হবে। এই সংশোধিত ফি-এর মধ্যে রয়েছে এটিএমের মালিকানা ও রক্ষণাবেক্ষণের খরচ এবং সেই সঙ্গে অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকদের পরিষেবা প্রদানের খরচ। (Representative Image)
advertisement
সংশোধিত এটিএম ফি কী?- ১ মে ২০২৫ তারিখ থেকে কার্যকর হওয়া নতুন নিয়মের অধীনে ফ্রি উইথড্রয়াল লিমিট পেরিয়ে গেলে গ্রাহকদের প্রতি ট্র্যানজ্যাকশনে অতিরিক্ত ২ টাকা করে চার্জ দিতে হবে। এর ফলে ফ্রি মাসিক লিমিট অতিক্রম করে গেলে গ্রাহকদের এটিএম-এ প্রতি ট্র্যানজ্যাকশনে ২১ টাকার বদলে এবার থেকে দিতে হবে ২৩ টাকা। (Representative Image)
advertisement
advertisement
ফ্রি ট্র্যানজ্যাকশন লিমিটে কোনও পরিবর্তন আসেনি: ফ্রি ট্র্যানজ্যাকশন লিমিট অপরিবর্তিত রয়েছে এবং ভারতের সমস্ত ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টধারীদের জন্যই তা প্রযোজ্য। আগে ফ্রি লিমিট ব্যবহার করে ফেলার পর প্রতি ক্যাশ উইথড্রয়ালে ২১ টাকা করে চার্জ হিসেবে দিতে হত গ্রাহকদের। এই চার্জ কার্যকর করা হয়েছিল ২০২২ সালে। (Representative Image)
advertisement
ছোট ব্যাঙ্কের উপর প্রভাব: গ্রাহকরা নিজেদের ফ্রি ট্র্যানজ্যাকশন লিমিট পার করে গেলেই এই সংশোধিত ফি কার্যকর হবে। নিয়ম অনুযায়ী, বর্তমানে মেট্রো সিটির অন্য এটিএম ব্যাঙ্কে ৩টি ফ্রি ট্র্যানজ্যাকশন করা যাবে এবং নন-মেট্রো সিটির অন্য ব্যাঙ্কের এটিএম-এ ৫টি ফ্রি ট্র্যানজ্যাকশন করা যাবে। (Representative Image)
advertisement
advertisement
ট্র্যানজ্যাকশন ফি বৃদ্ধি হওয়ায় তা ছোট ব্যাঙ্কগুলির উপর উল্লেখযোগ্য ভাবে প্রভাব ফেলবে। কারণ ছোট ব্যাঙ্কগুলির হাতেগোনা কিছু এটিএম রয়েছে। আর টাকা তোলার জন্য গ্রাহকদের তাই বড় ব্যাঙ্কগুলির উপরেই নির্ভর করতে হয়। এই পরিবর্তনের ফলে গ্রাহকরা নিজস্ব ব্যাঙ্কের নেটওয়ার্কের বাইরের কোনও এটিএম ব্যবহার করে টাকা তুললে এবং ব্যালেন্স চেক করলে তার খরচ সরাসরি বৃদ্ধি পাবে। (Representative Image)