ATM Fraud Alert: ATM থেকে টাকা তুলতে গিয়ে সাবধান! বালুরঘাটের ঘটনা জানলে চমকে যাবেন
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
ATM Fraud Alert: এটিএম থেকে টাকা তোলার সময় সাবধান না থাকলে খোয়াতে পারেন সমস্ত টাকা ৷
এটিএমে গিয়ে পিন নম্বর দিয়ে টাকার জন্য অপেক্ষা করছেন! কিন্তু টাকা বের হল না। কিছুক্ষণ অপেক্ষা করে টাকা রিফান্ড হবে বলে এটিএম ছাড়লেন। সেই সুযোগেই প্রতারকরা এটিএমে ঢুকে আপনার টাকা নিয়ে উধাও হয়ে যাবে। এইরকম জালিয়াতির ঘটনা ঘটেছে বালুরঘাট শহরে। এটিএমের সামনের অংশ খুলে সেলোটেপ লাগিয়ে দেওয়া হচ্ছে। সেই টাকা সেখানেই আটকে যাচ্ছে। পরে আপনার টাকা নিয়ে পালাচ্ছে প্রতারকরা। তাই এটিএমে টাকা তুলতে গেলেই আপনাকে থাকতে হবে একটু সতর্ক ও সাবধান।
advertisement
সূত্রের খবর, বালুরঘাট থানার অদূরে উত্তর চকভবানী এলাকায় একটি এটিএমের টাকা বেরোনোর জায়গার ঢাকনা খুলে সেখানে সেলোটেপ আটকে দেয় ধৃত। এদিন এক যুবক ওই এটিএমে টাকা তুলতে যান। কার্ড ঢুকিয়ে নির্দিষ্ট পিন নম্বর দেওয়ার পর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও টাকা বের হয়নি। এরপর তিনি ওই ব্যাঙ্কেরই কলেজ মোড় এলাকায় আরেকটি এটিএমে গিয়ে সিকিউরিটি গার্ডকে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে ওই রক্ষী এটিএম দেখভাল সংস্থায় ফোন করেন। সেখান থেকে দু’জন চলে আসেন। তাঁদের সঙ্গে নিয়ে যুবক ওই এটিএমে গেলে পর্দাফাঁস হয় ধৃত ব্যক্তির। উত্তেজিত জনতা ধৃত ওই ব্যক্তিকে কিছু চড়-থাপ্পড় দেয় এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। অভিযুক্তকে ধরে বালুরঘাট থানার হাতে তুলে দেওয়া হয়।
advertisement
এই ঘটনার জেরে এলাকায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্থানীয়দের দাবি, এটিএম বুথে নির্দিষ্ট নিরাপত্তারক্ষী না থাকায় এই ধরনের ঘটনা ঘটছে। এটিএম-এর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের তৎপরতায় একটি বড় প্রতারণা রোধ করা সম্ভব হয়েছে বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা।
advertisement
এটিএম সংস্থার ট্রায়াল একজিকিউটিভ শুভজিৎ নন্দী ও এটিএম কর্মী বিমান হালদার বলেন, "এটিএম এসে দেখি ঢাকনার ভেতর দিকে কালো সেলোটেপ আটকে রয়েছে। এরপর চুপচাপ বাইরে অপেক্ষা করতে থাকি। এরপরেই এক যুবক এটিএমে ঢুকে ঢাকনা খুলতেই তাঁর পর্দাফাঁস হয়। এরপর তাঁকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিই।"
advertisement