আপনি কি জানেন ATM- এ দিনে কত টাকা জমা করা যায়? জানুন নিজেদের ব্যাঙ্কের ডিপোজিট লিমিট
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
ATM Cash Deposit: অটোমেটেড ডিপোজিট কাম উইথড্রয়াল মেশিন (ADWM) হল এক ধরনের এটিএম মেশিনের মতো, যার মাধ্যমে গ্রাহকরা সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখায় না গিয়ে তাঁদের অ্যাকাউন্টে টাকা জমা করতে পারেন।
দেশে প্রযুক্তির ক্ষেত্রে প্রতিদিনই নিত্যনতুন উদ্ভাবন ঘটছে, যার প্রভাব অনেকটাই বেড়েছে সাধারণ মানুষের জীবনে। সেপ্টেম্বরের শুরুতে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক একটি নতুন সুবিধা ঘোষণা করেছে, যার মাধ্যমে এটিএম-এ নগদ জমা করার সুবিধা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের (ইউপিআই) মাধ্যমে পাওয়া যাবে। এই নতুন সুবিধা UPI ইন্টারঅপারেবল ক্যাশ ডিপোজিট (UPI-ICD) কেন্দ্রীয় ব্যাঙ্কের ডেপুটি গভর্নর টি রবি শঙ্কর লঞ্চ করেছিলেন। ইতিমধ্যেই কিছু নির্দিষ্ট ব্যাঙ্ক এটিএম-এ নগদ জমা করার সীমা পরিবর্তন করেছে।
advertisement
advertisement
PNB গ্রাহকদের জন্য সীমা -পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকরা অটোমেটেড ডিপোজিট কাম উইথড্রয়াল মেশিনের (ADWM) মাধ্যমে দিনে সর্বোচ্চ ১ লাখ টাকা বা মোট ২০০টি নোট জমা করতে পারে। যদি অ্যাকাউন্টধারীর অ্যাকাউন্ট PAN-এর সঙ্গে লিঙ্ক করা থাকে, তাহলে ১ লাখ টাকা জমা করা যেতে পারে, যেখানে PAN লিঙ্ক ছাড়া অ্যাকাউন্টধারীরা মাত্র ৪৯,৯০০ টাকা জমা করতে পারেন।
advertisement
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নগদ জমার সীমা -ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা ADWM মেশিনের মাধ্যমে দিনে সর্বাধিক ২০০টি নোট জমা করতে পারেন। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে নগদে ৪৯,৯৯৯ টাকা জমা করতে পারেন, যেখানে প্যান কার্ড লিঙ্ক করা থাকলে অতিরিক্ত ১ লাখ টাকা জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়।
advertisement
এসবিআইতে নগদ জমার সীমা -স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা কার্ডবিহীন সুবিধার মাধ্যমে এটিএম মেশিনের মাধ্যমে দিনে ৪৯,৯০০ টাকা জমা করতে পারেন এবং ডেবিট কার্ডের মাধ্যমে ২ লাখ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে। এছাড়াও, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), RD এবং লোন অ্যাকাউন্টেও নগদ জমা করা যেতে পারে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিদিন ২০০টি নোট জমা করার অনুমতি দেয়।
advertisement






