East Medinipur News: রাস্তায় মাটির হাঁড়ি হাতে ঘুরছে একদল যুবক, গাছে গাছে গোপন মিশন! রহস্য ফাঁস হতেই খুশিতে ডগমগ এলাকাবাসী

Last Updated:

East Medinipur News: গাছে গাছে মাটির হাঁড়ি, পাখিদের নতুন ঠিকানা বানাচ্ছে কাঁথির‌ একদল যুবক। নীরবে প্রকৃত বাঁচানোর লড়াই।

+
যুবক

যুবক দল

কাঁথি, মদন মাইতি: আজকের ব্যস্ত সময়ে যখন অধিকাংশ যুবক অফিসের কাজ আর স্মার্টফোনে ডুবে থাকে, ঠিক তখনই এক ভিন্ন ছবি ধরা পড়ল কাঁথি শহরের রাস্তায়। হাতে মাটির হাঁড়ি নিয়ে ব্যস্ত কয়েকজন যুবক। তাদের উদ্দেশ্য একটাই, শহরের পাখিদের জন্য কৃত্রিম পাখিরালয় তৈরি করা। চারদিকে দ্রুত গড়ে উঠছে বহুতল। একের পর এক গাছ কাটা পড়ছে। সংকুচিত হচ্ছে পাখিদের আবাসস্থল। শহরে আগের মত পাখির বাসা চোখে পড়ে না। বাসা বাঁধতে বাধাপ্রাপ্ত পক্ষীকুল। সেই কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে কাঁথির একদল প্রকৃতিপ্রেমী যুবক। তারা বিশ্বাস করে, মানুষ একটু সচেতন হলেই প্রকৃতিকে বাঁচানো সম্ভব।
এই যুবকরা নিজেরাই মাটির হাঁড়ি সংগ্রহ করেছে। সেই হাঁড়ির ভিতরে পাখিদের বাসা তৈরির উপযোগী প্রাকৃতিক সামগ্রী রাখা হয়েছে। শুকনো ঘাস, খড়, ছোট ডালপালা দিয়ে ভরা হয়েছে কলসির ভিতর। এরপর শহরের বিভিন্ন এলাকায় গাছের ডালে ডালে সেই মাটির হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রতিটি হাঁড়ির পাশে রাখা হয়েছে পাখিদের খাবার ও পানীয় জল। যাতে খাদ্যের অভাবে কোনও পাখিকে সমস্যায় পড়তে না হয়। ব্যস্ত কাজের ফাঁকে তারা দেখিয়ে দিচ্ছে পরিবেশ রক্ষার আসল মানে।
advertisement
আরও পড়ুন: সরস্বতী পুজোয় DDLJ-র পোজে ছবি! নীল আকাশের নিচে হলুদের ছটাই গলে যাবে সঙ্গীর মন, কোথায় পাবেন এমন জায়গা, জানুন ঝটপট
এই পরিবেশবান্ধব উদ্যোগকে আরও সংগঠিত রূপ দিতে তারা একটি সংগঠন গড়ে তুলেছে। সংগঠনের নাম রাখা হয়েছে ‘কাঁথি লিও ক্লাব’। এই কাজে তাদের পাশে দাঁড়িয়েছে কাঁথি শহরের অন্যতম রাজদূত ব্যায়ামাগার। যৌথভাবে তারা এই কর্মসূচি চালাচ্ছে। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, এটি কোনও একদিনের কর্মসূচি নয়। নিয়মিতভাবে তারা শহরের বিভিন্ন গাছে মাটির হাঁড়ি বেঁধে দেবে। পাশাপাশি হাঁড়িগুলির দেখভাল করা হবে। কোনও হাঁড়ি ভেঙে গেলে বা নষ্ট হলে তা বদলে দেওয়া হবে। পাখিদের খাবার ও জল নিয়মিত দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই উদ্যোগের মাধ্যমে কাঁথি শহরের যুব সমাজকে এক নতুন বার্তা দিচ্ছে তারা। উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রকৃতিকে বাঁচিয়ে রাখাও যে জরুরি, সেটাই বোঝাতে চাইছে এই যুবক দল। তাদের দাবি, শহরের প্রতিটি গাছে যদি এমন একটি করে পাখির বাসা তৈরি করা যায়, তাহলে আবার ফিরবে পাখির কলরব। শহর হবে আরও প্রাণবন্ত। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কাজ করার স্বপ্ন দেখছে কাঁথি লিও ক্লাব। তাদের এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে শহরবাসীর মধ্যে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: রাস্তায় মাটির হাঁড়ি হাতে ঘুরছে একদল যুবক, গাছে গাছে গোপন মিশন! রহস্য ফাঁস হতেই খুশিতে ডগমগ এলাকাবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: জাঁকিয়ে শীতের দোসর ঘন কুয়াশা, তবে চলতি সপ্তাহেই শীতের আমেজ শেষ, রাজ্যে ঠান্ডা কমবে কবে? জেনে নিন
জাঁকিয়ে শীতের দোসর ঘন কুয়াশা, তবে চলতি সপ্তাহেই শীতের আমেজ শেষ, রাজ্যে ঠান্ডা কমবে কবে?
  • জাঁকিয়ে শীতের দোসর ঘন কুয়াশা

  • তবে চলতি সপ্তাহেই শীতের আমেজ শেষ

  • আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে, সঙ্গে রয়েছে কুয়াশার সতর্কতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement