Saraswati Puja Photoshoot: সরস্বতী পুজোয় DDLJ-র পোজে ছবি! নীল আকাশের নিচে হলুদের ছটাই গলে যাবে সঙ্গীর মন, কোথায় পাবেন এমন জায়গা, জানুন ঝটপট
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Howrah Saraswati Puja Photoshoot: হলুদ সৌন্দর্য উপভোগ করতে মানুষের ঢল এখানে! বিঘার পর বিঘা চাষের জমি জুড়ে হলুদ ফুল ফুটে রয়েছে, এ এক অনন্য দৃশ্য। এই দৃশ্য উপভোগ করতেই দূর-দূরান্ত থেকে হাজির হচ্ছে মানুষ।
advertisement
advertisement
advertisement
এ যেন যত্নে সাজানো এক স্থান, যদিও কোনও সাজানো বাগিচা নয়। এই দৃশ্য হাওড়া জগৎবল্লভপুর ফিঙেগাছি বাঁধের অদূরের চাষের জমি। থেকে সরু রাস্তা ধরে কয়েক মিনিট এগোলেই এই স্থান। ফাঁকা মাঠের মাঝ দিয়ে কালো পিচের রাস্তা। দু'পাশে হলুদ সর্ষের ক্ষেত। কোথাও আবার রাস্তার দুই ধার থেকে মাথা নত করেছে বড় গাছ। প্রকৃতির এই সৌন্দর্য এই মুগ্ধ করছে মানুষকে।
advertisement
এখানে শীতের সময় বিভিন্ন প্রান্ত মানুষ এসে হাজির হয়। সৌন্দর্য উপভোগ করতে, বিশেষ করে ছবি তুলতে মানুষ ভিড় জমায় প্রতিবছর। ছুটির দিন এবং সরস্বতী পুজোর সময় ছেলে মেয়েদের বেশি ভিড় লক্ষ্য করা যায়। সবাই যেন দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমার মতো ছবি তুলতে হাজির হন এখানে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)









