আমজনতার জন্য বড় সুখবর, শীঘ্রই দেশের বাজারে কমতে পারে ময়দা ও সুজির দাম

Last Updated:
নিয়মে কড়কড়ির জেরে এর প্রভাব পড়তে চলেছে রফতানিতে ৷
1/4
গম ও আটার পর এবার ময়দা, সুজি ও ভুষিযুক্ত আটার রফতানির নিয়ম কড়া করেছে সরকার। নিয়মে কড়কড়ির জেরে এর প্রভাব পড়তে চলেছে রফতানিতে ৷ এর জেরে দেশের বাজারে ময়দা, সুজি ও হোলমিল আটার দাম কমার সম্ভাবনা রয়েছে ৷ ভুষিযুক্ত আটা সাধারণ আটার থেকে বেশি পুষ্টিকর হয়ে থাকে ৷
গম ও আটার পর এবার ময়দা, সুজি ও ভুষিযুক্ত আটার রফতানির নিয়ম কড়া করেছে সরকার। নিয়মে কড়কড়ির জেরে এর প্রভাব পড়তে চলেছে রফতানিতে ৷ এর জেরে দেশের বাজারে ময়দা, সুজি ও হোলমিল আটার দাম কমার সম্ভাবনা রয়েছে ৷ ভুষিযুক্ত আটা সাধারণ আটার থেকে বেশি পুষ্টিকর হয়ে থাকে ৷
advertisement
2/4
মানিকন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, সরকার এই সংক্রান্ত নোটিফিকেশন জারি করে দিয়েছে ৷ এই বিজ্ঞপ্তি ১৪ অগাস্ট থেকে লাগু করা হবে ৷ ৮ থেকে ১৪ অগাস্টের মধ্যে ময়দা ও সুজির কনসাইনমেন্ট পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে ৷
মানিকন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, সরকার এই সংক্রান্ত নোটিফিকেশন জারি করে দিয়েছে ৷ এই বিজ্ঞপ্তি ১৪ অগাস্ট থেকে লাগু করা হবে ৷ ৮ থেকে ১৪ অগাস্টের মধ্যে ময়দা ও সুজির কনসাইনমেন্ট পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে ৷
advertisement
3/4
তবে একটি শর্ত রয়েছে ৷ নোটিফিকেশন আসার আগে জাহাজে পণ্যে তোলা হয়ে যেতে হবে বা শূল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হয়ে গিয়ে থাকে এবং সিস্টেমে সেটি রেজিস্টার হতে হবে ৷ এক মাত্র সে ক্ষেত্রেই নিষেধাজ্ঞার তালিকা থেকে রফতানির জন্য ছাড় পাওয়া যেতে পারে ৷
তবে একটি শর্ত রয়েছে ৷ নোটিফিকেশন আসার আগে জাহাজে পণ্যে তোলা হয়ে যেতে হবে বা শূল্ক বিভাগের কাছে হস্তান্তর করা হয়ে গিয়ে থাকে এবং সিস্টেমে সেটি রেজিস্টার হতে হবে ৷ এক মাত্র সে ক্ষেত্রেই নিষেধাজ্ঞার তালিকা থেকে রফতানির জন্য ছাড় পাওয়া যেতে পারে ৷
advertisement
4/4
বর্তমানে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখার জন্যে আন্তর্জাতিক বাজারে গম ও আটা রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে কেন্দ্র সরকারের। এবার গমের আটা, ময়দা ও সুজি রফতানিকারকদের রফতানি পরিদর্শন পরিষদ থেকে গুণমানের প্রমাণপত্র নিতে হবে।
বর্তমানে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখার জন্যে আন্তর্জাতিক বাজারে গম ও আটা রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে কেন্দ্র সরকারের। এবার গমের আটা, ময়দা ও সুজি রফতানিকারকদের রফতানি পরিদর্শন পরিষদ থেকে গুণমানের প্রমাণপত্র নিতে হবে।
advertisement
advertisement
advertisement