GST on Petrol- Diesel: চালু হয়েছে নয়া GST, সস্তা হবে পেট্রল-ডিজেল? জানা গেল বড় খবর!

Last Updated:
বহু পণ্যের দাম কমেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পেট্রোল, ডিজেলের উপরে জিএসটির হার কত হল?
1/6
 সোমবার ২২ সেপ্টেম্বর থেকে দেশে চালু হয়েছে জিএসটির নতুন হার। চার ধাপে জিএসটি নেওয়া থেকে বেরিয়ে এসে সরকার এবার নেবে ২ ধাপে জিএসটি। ফলে এক ঝটকায় দাম কমেছে বহু পণ্যের দাম।
সোমবার ২২ সেপ্টেম্বর থেকে দেশে চালু হয়েছে জিএসটির নতুন হার। চার ধাপে জিএসটি নেওয়া থেকে বেরিয়ে এসে সরকার এবার নেবে ২ ধাপে জিএসটি। ফলে এক ঝটকায় দাম কমেছে বহু পণ্যের দাম।
advertisement
2/6
বর্তমানে GST-র আওতায় চারটি কর কাঠামো বা ট্যাক্স স্ল্যাব রয়েছে: ১) ৫% GST হারের স্ল্যাব, ২) ১২% GST হারের স্ল্যাব, ৩) ১৮% GST হারের স্ল্যাব এবং ৪) ২৮% GST হারের স্ল্যাব। আজ, সোমবার থেকেই এই নতুন হারে জিএসটি চালু হয়েছে।
দেশে মোট ৩৭৫টি পণ্যের উপর থেকে কমানো হয়েছে জিএসটি। ওইসব পণ্যের উপরে জিএসটি নেওয়া হবে ৫ শতাংশ ও ১৮ শতাংশ হারে।
advertisement
3/6
সোমবার, অর্থাৎ আজ থেকে দেশে বিক্রি হওয়া বিভিন্ন পণ্য এবং পরিষেবার খরচ কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশে উপকার হয়েছে বিমা সংক্রান্ত পরিষেবা জুলাই ২০১৭ সালে GST প্রবর্তনের পর থেকে, স্বাস্থ্য এবং জীবনবীমা প্রিমিয়াম উভয়ই ১৮% করের আওতায় ছিল। এই পরিবর্তনগুলি ২২ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে।
সরকারের নতুন জিএসটি হার আরোপ করার ফলে যেসব পণ্যের উপরে ১২ শতাংশ জিএসচি ছিল তাদের ৯৯ শাতংশের উপরে জিএসটি হবে ৫ শতাংশ। পাশাপাশি যেসব পণ্যের উপরে ২৮ শতাংশ জিএসটি ছিল সেইসব পণ্যের উপরে জিএসটির হার হবে ১৮ শতাংশ।
advertisement
4/6
 বহু পণ্যের দাম কমেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পেট্রোল, ডিজেলের উপরে জিএসটির হার কত হল?
বহু পণ্যের দাম কমেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পেট্রোল, ডিজেলের উপরে জিএসটির হার কত হল?
advertisement
5/6
প্রধান চ্যালেঞ্জ - ইভি পরিবর্তনের আশঙ্কা: আগামী ১০-১৫ বছরে পেট্রোলের চাহিদা প্রভাবিত হতে পারে। সম্মতি: অগ্নি নিরাপত্তা, ওজন এবং পরিমাপ, পিডিএস অডিট ইত্যাদিতে কঠোরতা। কর্মী এবং নিরাপত্তা: জালিয়াতি থেকে শুরু করে রাতের শিফটের চাপ। সরবরাহের চাপ: সরকারি তেল কোম্পানিগুলি থেকে সরবরাহে বিলম্ব হলে তারল্য সঙ্কট দেখা দিতে পারে।
নবরাত্রির প্রথম দিন থেকে জিএসটির নয়া জমানা শুরু হলেও পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতার বাইরেই রাখা হয়েছে। তাই জিএসটির নয়া জমানায় কোনও প্রভাবই পড়েনি। ফলে জিএসটির হার বদলের কোনও প্রভাব পেট্রোল-ডিজেলের উপরে পড়বে না।
advertisement
6/6
প্রথমত, একটি উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে। এই স্থানটিতে অনেক যানবাহনের যাতায়াত থাকা উচিত এবং তা সহজেই অ্যাক্সেসযোগ্য হওয়া উচিত। এর পর পেট্রোলিয়াম কোম্পানির কাছ থেকে লাইসেন্স নিতে হবে। কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আবেদনের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদন করা যেতে পারে। লাইসেন্স পাওয়ার পর পেট্রোল পাম্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করতে হবে। এর মধ্যে ট্যাঙ্ক, ডিসপেন্সিং ইউনিট এবং অন্যান্য সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।
কেন্দ্র ও রাজ্যের আয়ের অনেকটাই আসে এই পেট্রোল-ডিজেল থেকে। এর জন্য রয়েছে জ্বালানীর উপরে রয়েছে একসাইজ ডিউটি ও ভ্যাট। ফলে জ্বালানীর উপরে জিএসটি বসায়নি সরকার।
advertisement
advertisement
advertisement