

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্যাবিনেট বৈঠকে ১০টি সরকারি ব্যাঙ্কের সংযুক্তিকরণের অনুমোদন দেওয়া হয়েছে ৷ সূত্রের খবর অনুযায়ী, এই বিষয়ে বুধবার দুপুর ৩টে নাগাদ সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হতে পারে ৷ ৩০ অগাস্ট ২০১৯ এ ১০ সরকারি ব্যাঙ্কের মার্জারের বিষয়ে ঘোষণা করা হয়েছিল ৷ চলতি সপ্তাহে এই বিষয়ে নোটিফিকেশন জারি করতে পারে সরকার ৷ এই মার্জারের পর দেশে চারিট বড় ব্যাঙ্ক তৈরি হতে চলেছে ৷ ১ এপ্রিল ২০২০ থেকে নতুন ব্যাঙ্ক কার্যকর হতে চলেছে ৷


মিডিয়া রিপোর্টস অনুযায়ী, মার্জারের পর নামও বদলতে যেতে পারে ব্যাঙ্কগুলির ৷ তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কিছু জানানো হয়নি ৷ নির্মলা সীতারমন জানিয়েছিলেন মার্জারের পর দেশের মধ্যে সরকারি ব্যাঙ্কের সংখ্যা ১২ হয়ে যাবে ৷ ২০১৭ সালে দেশে সরকারি ব্যাঙ্কের সংখ্যা ২৭ ছিল ৷ এর আগে দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে মার্জার হয়েছিল ৷


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্কের মার্জার হবে ৷ এই মার্জারের পর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক হতে চলেছে ৷ নতুন ব্যাঙ্কে কাছে প্রায় ১৭ লক্ষ কোটি টাকার কারবার হবে ৷ কানাড়া ব্যাঙ্কের সঙ্গে মার্জার হতে চলেছে সিন্ডিকেট ব্যাঙ্কের ৷ সংযুক্তিকরণের পর এটা দেশের চতুর্থ সবচেয়ে বড় ব্যাঙ্ক হতে চলেছে ৷ এই ব্যাঙ্কের কাছে ১৫.২০ লক্ষ কোটি টাকার কারোবার হবে ৷ ইউনিয়ন ব্যাঙ্ক ও আন্ধ্রা ব্যাঙ্কের সংযুক্তিকরণ হবে কর্পোরেশন ব্যাঙ্কের সঙ্গে ৷ এটা দেশের পঞ্চম সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক হতে চলেছে ৷


এর জেরে গ্রাহকদের নতুন অ্যাকাউন্ট নম্বর ও কাস্টোমার আইডি দেওয়া হতে পারে ৷ যে গ্রাহকদের নতুন অ্যাকাউন্ট নম্বর বা IFSC কোড দেওয়া হবে তাদের নতুন তথ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জমা দিতে হবে ৷ ইনস্যুরেন্স সংস্থা, মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল পেনশন স্কিমেও আপডেট করাতে হতে পারে ৷ SIP ও EMI এর জন্য গ্রাহকদের নতুন ফর্ম জমা দিতে হবে ৷