Aadhaar Card-র ছবি নিয়ে অসন্তুষ্ট? কীভাবে সহজেই নিজেদের ছবি আপডেট করবেন অনলাইনে ? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Aadhaar Card Update: আধার কার্ডের ছবি যদি খারাপ হয় চিন্তা করার কোনও কারণ নেই। বাড়িতে বসেই সেই খারাপ ছবি আপডেট করার একটি সহজ সমাধান রয়েছে।
আজকের ডিজিটাল যুগে, আধার কার্ড শুধুমাত্র একটি সনাক্তকরণ নথির চেয়ে বেশি কাজ করে। ভারতে বিভিন্ন পরিষেবার অ্যাক্সেস এবং টাকার লেনদেন করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আধার কার্ডের ছবি যদি খারাপ হয় চিন্তা করার কোনও কারণ নেই। বাড়িতে বসেই সেই খারাপ ছবি আপডেট করার জন্য আমাদের কাছে একটি সহজ সমাধান রয়েছে।
advertisement
advertisement
-স্টেপ ৪ - এরপর নিজেদের নিকটতম আধার তালিকাভুক্তি কেন্দ্র বা আধার সেবা কেন্দ্রে যেতে হবে এবং মনোনীত কর্মকর্তাদের কাছে পূরণ করা আবেদনপত্র জমা দিতে হবে।-স্টেপ ৫ - এরপর নিজেদের বায়োমেট্রিক তথ্য এন্টার করতে হবে।
-স্টেপ ৬ - কর্মকর্তারা লাইভ ছবি তুলবেন। এরপর একটি আপডেট অনুরোধ নম্বর (URN) সম্বলিত একটি স্বীকৃতি স্লিপ দেওয়া হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement