Home » Photo » business » 7th Pay Commission: মোদি সরকারের কর্মীদের জন্য বিরাট বড় উপহার! DA-র পরে আরও একটি ভাতা বাড়ছে? বড় অঙ্কের বেতন বৃদ্ধির বিশাল সম্ভাবনা
7th Pay Commission: মোদি সরকারের কর্মীদের জন্য বিরাট বড় উপহার! DA-র পরে আরও একটি ভাতা বাড়ছে? বড় অঙ্কের বেতন বৃদ্ধির বিশাল সম্ভাবনা
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাম্পার বেতন বৃদ্ধি হতে পারে
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অত্যন্ত বড় খবর ৷ মোদি সরকারের কর্মীদের ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি ভাতা বৃদ্ধির বিষয়ে বিচার বিবেচনা চলছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 11
এমন হলে কর্মীজদের বেতন একবার ফের বাড়তে শুরু করে ৷ সূত্রের খবর ডিএ বৃদ্ধির সঙ্গে HRA বৃদ্ধিরও ঘোষণা হতে পারে ৷ আসলে ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এইচআরএ সংশোধন হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
3/ 11
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ও অবসরপ্রাপ্ত কর্মীদের জুলাইয়ে ডিএ বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন ৷ AICPI-এর সূচক সূত্রে জানতে পারা যাচ্ছে মোদি সরকার কর্মীদের ডিএ (Dearness allowance) ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
4/ 11
এই বৃদ্ধিপ্রাপ্ত বেতন অগাস্ট মাস থেকে বৃদ্ধিপ্রাপ্ত টাকা পাওয়া যাবে বলেই মনে করা হয়েছে ৷ এর সঙ্গে সঙ্গে মনে করা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত টাকার বিষয়টির ঘোষণা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
5/ 11
মোদি সরকারের কর্মীদের ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এইচআরএ সংশোধনও হতে পারে ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের এইচআরএ নির্ধারিত হয় বেশ কয়েকটি বিষয়ের উপরে ৷ প্রতীকী ছবি ৷
6/ 11
মূলত যে শহরে ৫০ লক্ষেরও বেশি জনসংখ্যা আছে সেই সমস্ত জায়গাকে X ক্যাটাগরি যে সমস্ত স্থানে ৫ লক্ষেরও বেশি জনসংখ্যা আছে সেই সমস্ত জায়গাকে Y ক্যাটাগরিতে চিহ্নিত করা হয়েছে এবং যে সমস্ত এলাকায় বা শহরে ৫ লক্ষেরও কম জনসংখ্যা সেই সমস্ত এলাকাকে Z ক্যাটাগরিতে রাখা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
7/ 11
এই তিন ক্যাটাগরির জন্য ৫,৪০০, ৩,৬০০ ও ১,৮০০ টাকা হতে পারে ৷ এই হিসাবেই কর্মীদের এইচআরএ দেওয়া হয় ৷ প্রতীকী ছবি ৷
8/ 11
X ক্যাটাগরি এলাকায় যাঁরা বসবাস করেন তাঁদের ডিএ-র মত হাউজ রেন্ট অ্যালাউন্সও ৪ থেকে ৫ শতাংশ বাড়তে পারে ৷ প্রতীকী ছবি ৷
9/ 11
বর্তমানে এই শহরের বসবাসকারী মানুষেরা ২৭ শতাংশ করে এইচআরএ পাচ্ছেন ৷ Y ক্যাটাগরির শহরে যাঁরা বসবাস করেন তাঁদের এইচআরএ ২ শতাংশ বৃদ্ধি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
10/ 11
Y ক্যাটাগরির শহরে যাঁরা বসবাস করেন তাঁরা ১৮ থেকে ২০ শতাংশ হারে এইচআরএ পান ৷ Z ক্যাটাগরির শহরে যাঁরা বসবাস করেন তাঁদের ডিএ ১ শতাংশ হারে বাড়তে পারে ৷ প্রতীকী ছবি ৷
11/ 11
বর্তমানে এই ক্যাটাগরির কর্মীরা ৯ থেকে ১০ শতাংশ হারে এইচআরএ পান ৷ প্রতীকী ছবি ৷