১. গ্যাস সিলিন্ডারের বুকিংয়ের জন্য দিতে হবে OTP- ১ নভেম্বর অর্থাৎ থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের ডেলিভারির পুরো পদ্ধতি বদলাতে চলেছে৷ গ্যাস বুকিংয়ের পর এবার গ্রাহকদের মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে ৷ সিলিন্ডার ডেলিভারির জন্য এলে গ্রাহকদের ওটিপি ডেলিভারি বয়কে দিতে হবে ৷ সিস্টেম কোড মিললে তবেই গ্রাহকদের সিলিন্ডার দেওয়া হবে ৷
২. ১ নভেম্বরের আগে আপডেট করে নিন নিজের মোবাইল নম্বর- নতুন পদ্ধতিতে গ্যাস সিলিন্ডার ডেলিভারিতে সেই সমস্ত গ্রাহকদের মুশকিল হয়ে যাবে যাদের মোবাইল নম্বর ও ঠিকানা ভুল দেওয়া রয়েছে ৷ এই ক্ষেত্রে ভুল মোবাইল নম্বর ও ঠিকানার জেরে ডেলিভারি আটকে দেওয়া হবে ৷ তাই অয়েল সংস্থার তরফে সমস্ত গ্রাহকদের নিজেদের নাম, ফোন নম্বর ও ঠিকানা আপডেট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ কর্মাশিয়াল এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে এই নিয়ম লাগু করা হবে না ৷
৩. Indane গ্যাস বদলাল বুকিং নম্বর- আপনি ইন্ডেন গ্রাহক হলে আজ থেকে পুরনো নম্বরে গ্যাস বুকিং হবে না ৷ ইন্ডেন তাদের এলপিজি গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে গ্যাস বুকিং করার জন্য নতুন নম্বর পাঠানো হয়েছে ৷ নতুন নম্বরে গ্যাস রিফিলের জন্য সিলিন্ডার বুকিং করতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে আগে আলাদা আলাদা আলাদা সার্কেলের জন্য আলাদা নম্বর ছিল গ্যাস বুকিংয়ের জন্য ৷ এবার দেশের সবচেয়ে বড় পেট্রোলিয়াম সংস্থা গোটা দেশের সমস্ত সার্কেলের জন্য একটি নম্বর জারি করা হয়েছে ৷ অর্থাৎ এবার দেশের সমস্ত ইন্ডেন গ্রাহকরা গ্যাস বুকিংয়ের জন্য 7718955555 নম্বরে কল বা এসএমএস পাঠাতে ৷