7th Pay Commission: Modi সরকারের কর্মীদের জন্য বিশাল খবর! বুধবার মন্ত্রিসভার বৈঠকে DA Hike নিয়ে বড় সিদ্ধান্তের সম্ভাবনা

Last Updated:
7th Pay Commission Latest News: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অত্যন্ত বড় খবর, কেননা ডিএ বৃদ্ধি নিয়েই আগামিকাল মন্ত্রিসভায় বিরাট সিদ্ধান্ত হতে পারে
1/19
নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন বিরাট (Big News For Central Government Employees) খবর নিয়ে আসছে কেননা ৷ ৩০ মার্চ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত হতে পারে মন্ত্রিসভায় ৷ প্রতীকী ছবি ৷
নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন বিরাট (Big News For Central Government Employees) খবর নিয়ে আসছে কেননা ৷ ৩০ মার্চ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত হতে পারে মন্ত্রিসভায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/19
ডিসেম্বর ২০২১ (December 2021) এর শেষ শেষেই বেশ কিছু বিভাগে কর্মীদের পদোন্নতি হবে ৷ এছাড়াও বাজেট ২০২২-এর (Budget 2022) আগে কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে বড় সিদ্ধান্ত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
ডিসেম্বর ২০২১ (December 2021) এর শেষ শেষেই বেশ কিছু বিভাগে কর্মীদের পদোন্নতি হবে ৷ এছাড়াও বাজেট ২০২২-এর (Budget 2022) আগে কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে বড় সিদ্ধান্ত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/19
এরফলেই কেন্দ্রীয় সরকারি (Narendra Modi Government's Employees) কর্মীদের বেতন ফের বাড়বে (7th pay Commission) ৷ AICPI সূচক অনুযায়ী বলা যেতে পারে যে ৩ শতাংশ ডিএ (DA Hike) বাড়বে ৷ অন্তত এমনটাই আশা করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
এরফলেই কেন্দ্রীয় সরকারি (Narendra Modi Government's Employees) কর্মীদের বেতন ফের বাড়বে (7th pay Commission) ৷ AICPI সূচক অনুযায়ী বলা যেতে পারে যে ৩ শতাংশ ডিএ (DA Hike) বাড়বে ৷ অন্তত এমনটাই আশা করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/19
এমন হলে বেসিক স্যালারি (Minimum basic salary) বাড়বে বলেই আশা করা হচ্ছে ৷ তবে এই মুহূর্তে দেখে নেওয়া যাক ডিএ নিয়ে কেন্দ্রের কী ভাবনা চিন্তা রয়েছে? প্রতীকী ছবি ৷
এমন হলে বেসিক স্যালারি (Minimum basic salary) বাড়বে বলেই আশা করা হচ্ছে ৷ তবে এই মুহূর্তে দেখে নেওয়া যাক ডিএ নিয়ে কেন্দ্রের কী ভাবনা চিন্তা রয়েছে? প্রতীকী ছবি ৷
advertisement
5/19
বিশেষজ্ঞরা মনে করেন জানুয়ারি ২০২২ থেকে মহার্ঘ ভাতা বা ডিএ বাড়তে পারে ৷ অন্তত ৩ শতাংশ ডিএ বৃদ্ধি (DA Hike) পাবে এমনটাই মনে করা হচ্ছে ৷ AICPI-এর সূচক অনুযায়ী মহার্ঘ ভাতা (Dearness allowance) ৩৩ শতাংশ হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
বিশেষজ্ঞরা মনে করেন জানুয়ারি ২০২২ থেকে মহার্ঘ ভাতা বা ডিএ বাড়তে পারে ৷ অন্তত ৩ শতাংশ ডিএ বৃদ্ধি (DA Hike) পাবে এমনটাই মনে করা হচ্ছে ৷ AICPI-এর সূচক অনুযায়ী মহার্ঘ ভাতা (Dearness allowance) ৩৩ শতাংশ হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/19
৩১ শতাংশ থেকে ৩৪ শতাংশ হবে ডিএ (Dearness Allowance)! সেপ্টেম্বর ২০২১-এর হিসাবে ডিএ (৩৮.৩১) ৷ জুন ২০২১ এর তথ্য নির্ভর করে বললে বলতে পারা যায় জুলাই ২০২১ থেকে মহার্ঘ ভাতা বাড়িয়ে ৩১ শতাংশ করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
৩১ শতাংশ থেকে ৩৪ শতাংশ হবে ডিএ (Dearness Allowance)! সেপ্টেম্বর ২০২১-এর হিসাবে ডিএ (৩৮.৩১) ৷ জুন ২০২১ এর তথ্য নির্ভর করে বললে বলতে পারা যায় জুলাই ২০২১ থেকে মহার্ঘ ভাতা বাড়িয়ে ৩১ শতাংশ করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/19
অর্থাৎ বলা যেতে পারে যে মহার্ঘ ভাতার সূচক ও গণনায় পার্থক্য আসবে ৷ জুলাই থেকে ডিএ গণনা (DA Calculator from July 2021), জুলাই ২০২১, ৩৫৩, ৩১.৮১ শতাংশ, অগাস্ট ২০২১-এ ৩৫৪, ৩২.৩৩ শতাংশ, সেপ্টেম্বর ৩৫৫ অঙ্ক ৩২.৮১ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
অর্থাৎ বলা যেতে পারে যে মহার্ঘ ভাতার সূচক ও গণনায় পার্থক্য আসবে ৷ জুলাই থেকে ডিএ গণনা (DA Calculator from July 2021), জুলাই ২০২১, ৩৫৩, ৩১.৮১ শতাংশ, অগাস্ট ২০২১-এ ৩৫৪, ৩২.৩৩ শতাংশ, সেপ্টেম্বর ৩৫৫ অঙ্ক ৩২.৮১ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/19
এবার দেখার বিষয় অক্টোবর ২০২১, নভেম্বর ২০২১ ও ডিসেম্বর ২০২১ চিত্রটি কেমন দাঁড়ায় ৷ জুলাই ২০২১-এ ডিএ এর গণনা, 122.8X 2.88 = 353.664, অগাস্ট ২০২১, 123X 2.88 = 354.24, সেপ্টেম্বর ২০২১, 123.3X 2.88 = 355.104 এমন হবে (7th pay Commission) ৷ প্রতীকী ছবি ৷
এবার দেখার বিষয় অক্টোবর ২০২১, নভেম্বর ২০২১ ও ডিসেম্বর ২০২১ চিত্রটি কেমন দাঁড়ায় ৷ জুলাই ২০২১-এ ডিএ এর গণনা, 122.8X 2.88 = 353.664, অগাস্ট ২০২১, 123X 2.88 = 354.24, সেপ্টেম্বর ২০২১, 123.3X 2.88 = 355.104 এমন হবে (7th pay Commission) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/19
এই সূত্রেই বলতে পারা যায় যে নতুন বছরে কেন্দ্রীয সরকারি কর্মীদের জন বিরাট খবর নিয়ে আসছে কেননা ৷ জানুয়ারি ২০২২-এ ফের বাড়বে ডিএ ৷ প্রতীকী ছবি ৷
এই সূত্রেই বলতে পারা যায় যে নতুন বছরে কেন্দ্রীয সরকারি কর্মীদের জন বিরাট খবর নিয়ে আসছে কেননা ৷ জানুয়ারি ২০২২-এ ফের বাড়বে ডিএ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/19
এরফলেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ফের বাড়বে (7th pay Commission) ৷ AICPI সূচক ডিসেম্বর ২০২১ এর শেষ শেষেই বেশ কিছু বিভাগে কর্মীদের পদোন্নতি হবে ৷ এছাড়াও বাজেট ২০২২-এর আগে কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে বড় সিদ্ধান্ত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
এরফলেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ফের বাড়বে (7th pay Commission) ৷ AICPI সূচক ডিসেম্বর ২০২১ এর শেষ শেষেই বেশ কিছু বিভাগে কর্মীদের পদোন্নতি হবে ৷ এছাড়াও বাজেট ২০২২-এর আগে কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে বড় সিদ্ধান্ত হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/19
এমন হলে বেসিক স্যালারি (Minimum basic salary) বাড়বে বলেই আশা করা হচ্ছে ৷ তবে এই মুহূর্তে দেখে নেওয়া যাক ডিএ নিয়ে কেন্দ্রের কী ভাবনা চিন্তা রয়েছে? প্রতীকী ছবি ৷
এমন হলে বেসিক স্যালারি (Minimum basic salary) বাড়বে বলেই আশা করা হচ্ছে ৷ তবে এই মুহূর্তে দেখে নেওয়া যাক ডিএ নিয়ে কেন্দ্রের কী ভাবনা চিন্তা রয়েছে? প্রতীকী ছবি ৷
advertisement
12/19
৩১ শতাংশ থেকে ৩৪ শতাংশ হবে ডিএ! সেপ্টেম্বর ২০২১-এর হিসাবে ডিএ (৩৮.৩১) ৷ জুন ২০২১ এর তথ্য নির্ভর করে বললে বলতে পারা যায় জুলাই ২০২১ থেকে মহার্ঘ ভাতা বাড়িয়ে ৩১ শতাংশ করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
৩১ শতাংশ থেকে ৩৪ শতাংশ হবে ডিএ! সেপ্টেম্বর ২০২১-এর হিসাবে ডিএ (৩৮.৩১) ৷ জুন ২০২১ এর তথ্য নির্ভর করে বললে বলতে পারা যায় জুলাই ২০২১ থেকে মহার্ঘ ভাতা বাড়িয়ে ৩১ শতাংশ করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/19
AICPI-এর সূচক অনুযায়ী ২০২১-এ মহার্ঘ ভাতা (Dearness allowance) ৩৩ শতাংশ হয়েছে ৷ অর্থাৎ এই হিসাব ২ শতাংশ মহার্ঘ ভাতা বেড়েছে ৷ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের তথ্য সামনে আসেনি ৷ প্রতীকী ছবি ৷
AICPI-এর সূচক অনুযায়ী ২০২১-এ মহার্ঘ ভাতা (Dearness allowance) ৩৩ শতাংশ হয়েছে ৷ অর্থাৎ এই হিসাব ২ শতাংশ মহার্ঘ ভাতা বেড়েছে ৷ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের তথ্য সামনে আসেনি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/19
আশা করাই যেতে পারে ১ শতাংশ ডিএ এই তিনমাসে বৃদ্ধি হবে (7th pay Commission) ৷ যদি ডিসেম্বর ২০২১ পর্যন্ত CPI (IW)-এর তথ্য ১২৫ পর্যন্ত পৌঁছয় সেক্ষেত্রে ৩ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
আশা করাই যেতে পারে ১ শতাংশ ডিএ এই তিনমাসে বৃদ্ধি হবে (7th pay Commission) ৷ যদি ডিসেম্বর ২০২১ পর্যন্ত CPI (IW)-এর তথ্য ১২৫ পর্যন্ত পৌঁছয় সেক্ষেত্রে ৩ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/19
তবেই ডিএ ৩৪ শতাংশ হয়ে যাবে জানুয়ারিতে ৷ ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বেশি বেতন পাবেন নতুন বছরে ৷ যাঁদের বেসিক স্যালারি ১৮,০০০ টাকা তাঁরা বছরে ৭৩,৪৪০ টাকার মোট ভাতা পেয়ে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
তবেই ডিএ ৩৪ শতাংশ হয়ে যাবে জানুয়ারিতে ৷ ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বেশি বেতন পাবেন নতুন বছরে ৷ যাঁদের বেসিক স্যালারি ১৮,০০০ টাকা তাঁরা বছরে ৭৩,৪৪০ টাকার মোট ভাতা পেয়ে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement