Gold Jewellery: 14K, 18K এবং 22K সোনার চেনের মধ্যে কোনটা বেশি মজবুত? কেনার আগে আপনাকে যা জানতেই হবে
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Gold Jewellery: এক নজরে দেখে নেওয়া যাক ১৪কে, ১৮কে এবং ২২কে সোনার চেনের মধ্যে কোনটা বেশি মজবুত।
সোনার দাম তেজ গতিতে বেড়ে চলেছে। এর মধ্যেই সকলকে বুঝেশুনে সোনার গয়না নির্বাচন করতে হবে। কিছু দিন বন্ধ থাকার পর আবার নতুন করে শুরু হয়ে গিয়েছে বিবাহের মরশুম। এই মরশুমে নববধূকে সাজানোর জন্য পরিবারের তরফ থেকেই হোক বা উপহার দেওয়ার জন্য, সোনার চেনের চাহিদা তুঙ্গে। কেন না, অনেকটা দাম দিয়ে পুরো সোনার হার কেনা সকলের পক্ষে সম্ভব নয়। এছাড়াও বছরভর নিজের ব্যবহারের জন্যও সোনার চেনের চাহিদা ভালই থাকে। বাজারে তিন ধরনের সোনার চেন পাওয়া যায় হলুদ ধাতুর গুণমানের ভিত্তিতে, সেগুলো হল ১৪কে, ১৮কে এবং ২২কে। কে অর্থে ক্যারাট, যা সোনার মান নির্ধারণ করে। তাই এক নজরে দেখে নেওয়া যাক ১৪কে, ১৮কে এবং ২২কে সোনার চেনের মধ্যে কোনটা বেশি মজবুত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement








