পাহাড় তাঁর প্রাণ, সেই পাহাড়াই কাড়ল প্রাণ ! শেষ হল একমাত্র 'বিকিনি ক্লাইম্বারের' যাত্রা...

Last Updated:
1/6
তাইওয়ানের মহিলা পর্বতারোহী ৷ অন্যান্যদের মতো তিনিও পাহাড় আরোহণই করেন ৷ কিন্তু একটু অন্যভাবে ৷ তিনি বিকিনি পরে চড়েন পাহাড়ে ৷ এটাই ছিল তাঁর শখ ৷ Photo Courtesy:Facebook
তাইওয়ানের মহিলা পর্বতারোহী ৷ অন্যান্যদের মতো তিনিও পাহাড় আরোহণই করেন ৷ কিন্তু একটু অন্যভাবে ৷ তিনি বিকিনি পরে চড়েন পাহাড়ে ৷ এটাই ছিল তাঁর শখ ৷ Photo Courtesy:Facebook
advertisement
2/6
কিন্তু সেই শখই তাঁর ঠেলে দিল মৃত্যু মুখে ৷ পর্বতারোহণ করতে গিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ৩৬ বছরের গিগি উ ৷ Photo Courtesy:Facebook
কিন্তু সেই শখই তাঁর ঠেলে দিল মৃত্যু মুখে ৷ পর্বতারোহণ করতে গিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ৩৬ বছরের গিগি উ ৷ Photo Courtesy:Facebook
advertisement
3/6
মূলতঃ একা একাই তিনি ভ্রমণে যেতেন ৷ এবারও তেমনই গিয়েছিলেন মধ্য তাইওয়ানের ইউশান পর্বতে ৷ ২৫দিনের ছিল এই যাত্রা ৷ সেখানই দুর্ঘটনায় পড়েন তিনি ৷ পা ভেঙে যায় তাঁর ৷ Photo Courtesy: Facebook
মূলতঃ একা একাই তিনি ভ্রমণে যেতেন ৷ এবারও তেমনই গিয়েছিলেন মধ্য তাইওয়ানের ইউশান পর্বতে ৷ ২৫দিনের ছিল এই যাত্রা ৷ সেখানই দুর্ঘটনায় পড়েন তিনি ৷ পা ভেঙে যায় তাঁর ৷ Photo Courtesy: Facebook
advertisement
4/6
সেখান থেকে স্যাটালাইট ফোনের মাধ্যমে এক বন্ধুর কাছে সাহায্য চান তিনি ৷ কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাঁর কাছে পৌঁছানো অসম্ভব ছিল ৷ Photo Courtesy: Facebook
সেখান থেকে স্যাটালাইট ফোনের মাধ্যমে এক বন্ধুর কাছে সাহায্য চান তিনি ৷ কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাঁর কাছে পৌঁছানো অসম্ভব ছিল ৷ Photo Courtesy: Facebook
advertisement
5/6
সারা রাত সেভাবেই কাটাতে হয় পাহাড়ে ৷ ১৬৭০ মিটারের ওপর সারা রাত ঠান্ডায় প্রচন্ড কষ্ট পান তিনি ৷ প্রায় জমে গিয়েছিল তাঁর দেহ ৷ এমনই জানিয়েছিল উদ্ধারকারী দল ৷ Photo Courtesy: Facebook
সারা রাত সেভাবেই কাটাতে হয় পাহাড়ে ৷ ১৬৭০ মিটারের ওপর সারা রাত ঠান্ডায় প্রচন্ড কষ্ট পান তিনি ৷ প্রায় জমে গিয়েছিল তাঁর দেহ ৷ এমনই জানিয়েছিল উদ্ধারকারী দল ৷ Photo Courtesy: Facebook
advertisement
6/6
তাইওয়ানের সোশ্যাল স্টার হিসেবে পরিচিত গিগি উ ৷ বিকিনি পরে শৃঙ্গে ওঠার জন্য তিনি জনপ্রিয় ছিলেন ৷ কিন্তু তাঁর এই শখই কাল হল ৷ পাহাড়ে উঠতে গিয়ে ভাঙাল পা আর স্বল্প পোশাকের ফলে অতিরিক্ত ঠান্ডায় জমে মৃত্যু হল একমাত্র বিকিনি ক্লাইম্বারের ৷ Photo Courtesy: Facebook
তাইওয়ানের সোশ্যাল স্টার হিসেবে পরিচিত গিগি উ ৷ বিকিনি পরে শৃঙ্গে ওঠার জন্য তিনি জনপ্রিয় ছিলেন ৷ কিন্তু তাঁর এই শখই কাল হল ৷ পাহাড়ে উঠতে গিয়ে ভাঙাল পা আর স্বল্প পোশাকের ফলে অতিরিক্ত ঠান্ডায় জমে মৃত্যু হল একমাত্র বিকিনি ক্লাইম্বারের ৷ Photo Courtesy: Facebook
advertisement
advertisement
advertisement