*রাতে হাড় কাঁপানো ঠান্ডা আবার একটু বেলা বাড়লেই চিড়বিড় করে অনুভূত হচ্ছে গরম। হ্যাঁ, ঠিক এমনটাই সাম্প্রতিক আবহাওয়া বাঁকুড়া জেলায়। প্রতিবেদনঃ নীলাঞ্জন ব্যানার্জী। সংগৃহীত ছবি।
2/ 9
*মকর সংক্রান্তির পর থেকে বাড়তে থাকে তাপমাত্রা। কিন্তু গতকাল রাত থেকেই বেশ শীতের অনুভূত হচ্ছে সকলের। প্রতীকী ছবি।
3/ 9
*আজ ৩ ফেব্রুয়ারি। ভোর বেলা থেকেই ঠান্ডার প্রকোপ বেশ স্পষ্ট। আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। ৬ঃ২০ মিনিটে সূর্যোদয় হলেও আকাশের মুখ গোমড়া। দুপুর ১'টার পর পরিস্কার হবে আকাশ, এমনটাই পূর্বাভাস। প্রতীকী ছবি।
4/ 9
*রাতের দিকে শীত অনুভূত হলেও দিনেরবেলায় স্পষ্ট বোঝা যাচ্ছে আগাম গ্রীষ্মের তীব্রতা। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। ২৮ ডিগ্রি শুনতে কম মনে হলেও অনুভূত হচ্ছে বেশ গরম। প্রতীকী ছবি।
5/ 9
*এমন আবহাওয়ার সঙ্গী শরীর খারাপ। সর্দি আর তার সঙ্গে জ্বর এখন নিত্য সঙ্গী। আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে বেড়ে যাবে সর্বোচ্চ তাপমাত্রা। প্রতীকী ছবি।
6/ 9
*বাঁকুড়া শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স দিন দিন অবনতির পথে গিয়েছিল আগের মাসে। সকাল ৭'টার সময় আজ তা অনেকটাই কমে গিয়ে ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে বেলার দিকে রুদ্রমূর্তি ধারণ করবে। এই মান সাধারণের চেয়ে আপাতত কম হলেও শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর বাঁকুড়ার বায়ু। প্রতীকী ছবি।
7/ 9
*সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত অতিবেগুনি রশ্মির পরিমাণ আজ তুলনামূলকভাবে আবারও কম থাকবে। সারাদিন দক্ষিণ পূর্ব দিকে মাত্র ৯ কিমি বেগে হাওয়া বইবে। তবে আর্দ্রতার পরিমাণ ৭৩%। বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। প্রতীকী ছবি।
8/ 9
*আবহাওয়ার কারণেই হোক বা সিজন চেঞ্জের জ্বরের কারণে, ঘুম ভাঙতে চাইছে না বাঁকুড়াবাসীর। চায়ের দোকানগুলি গমগম করছে সকাল থেকেই। আর রাতের দিকে শীতের দাদাগিরি থেকে বাঁচতে আগুনের আশ্রয় নিয়েছেন অনেকে। প্রতীকী ছবি।
9/ 9
*এই দ্বৈত আবহাওয়া থাকবে বেশ কয়েকদিন। সকালে ও রাত্রে শীতের আমেজ এবং বেলার দিকে গরম। এখনও শীতের কিছু বাকেট লিস্ট বাকি? তাহলে দেরি না করে এই কয়েকদিন এ পূরণ করে নিন সেই সব শীতের না পাওয়া গুলি। কারণ আর মাত্র কয়েকদিন থাকবে শীতের আমেজ। প্রতীকী ছবি।
*আজ ৩ ফেব্রুয়ারি। ভোর বেলা থেকেই ঠান্ডার প্রকোপ বেশ স্পষ্ট। আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। ৬ঃ২০ মিনিটে সূর্যোদয় হলেও আকাশের মুখ গোমড়া। দুপুর ১'টার পর পরিস্কার হবে আকাশ, এমনটাই পূর্বাভাস। প্রতীকী ছবি।
*রাতের দিকে শীত অনুভূত হলেও দিনেরবেলায় স্পষ্ট বোঝা যাচ্ছে আগাম গ্রীষ্মের তীব্রতা। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। ২৮ ডিগ্রি শুনতে কম মনে হলেও অনুভূত হচ্ছে বেশ গরম। প্রতীকী ছবি।
*এমন আবহাওয়ার সঙ্গী শরীর খারাপ। সর্দি আর তার সঙ্গে জ্বর এখন নিত্য সঙ্গী। আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে বেড়ে যাবে সর্বোচ্চ তাপমাত্রা। প্রতীকী ছবি।
*বাঁকুড়া শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স দিন দিন অবনতির পথে গিয়েছিল আগের মাসে। সকাল ৭'টার সময় আজ তা অনেকটাই কমে গিয়ে ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে বেলার দিকে রুদ্রমূর্তি ধারণ করবে। এই মান সাধারণের চেয়ে আপাতত কম হলেও শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর বাঁকুড়ার বায়ু। প্রতীকী ছবি।
*সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত অতিবেগুনি রশ্মির পরিমাণ আজ তুলনামূলকভাবে আবারও কম থাকবে। সারাদিন দক্ষিণ পূর্ব দিকে মাত্র ৯ কিমি বেগে হাওয়া বইবে। তবে আর্দ্রতার পরিমাণ ৭৩%। বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। প্রতীকী ছবি।
*এই দ্বৈত আবহাওয়া থাকবে বেশ কয়েকদিন। সকালে ও রাত্রে শীতের আমেজ এবং বেলার দিকে গরম। এখনও শীতের কিছু বাকেট লিস্ট বাকি? তাহলে দেরি না করে এই কয়েকদিন এ পূরণ করে নিন সেই সব শীতের না পাওয়া গুলি। কারণ আর মাত্র কয়েকদিন থাকবে শীতের আমেজ। প্রতীকী ছবি।