আয়না আমাদের নিত্যদিনের সঙ্গী৷ প্রাচীন কাল থেকে সাহিত্যে পেলব ভাবে ব্যবহার করা হয়েছে আয়নাকে৷ কোথাও সে দর্পণ, কোথাও আবার মুকুর৷ এ বার জেনে নিন আয়না নিয়ে জড়িয়ে আছে কী কী বাস্তু টিপস৷
2/ 9
বাড়িতে আয়না সব সময় রাখুন বাড়ির পূর্ব বা উত্তর দিকের দেওয়ালে৷ কখনওই দক্ষিণ বা পশ্চিমের দেওয়ালে আয়না রাখবেন না৷
3/ 9
শোওয়ার ঘর, বাথরুম ছাড়াও আয়না রাখুন খাওয়ার ঘরে৷ যাতে ডাইনিং টেবলে সপরিবারে সকলে যখন খেতে বসবেন, সেই আয়নায় প্রতিফলিত হয়৷ এতে সংসারে সুখ ও সমৃদ্ধি প্রবাহিত হয়৷
4/ 9
বাস্তুশাস্ত্র মতে আয়না হতে হবে চৌকো বা আয়তাকার৷ গোল বা ডিম্বাকৃতি আয়না বাড়িতে রাখা উচিত নয়৷
5/ 9
আলমারির লকারে রাখুন আয়না৷ তবে দেখবেন যাতে সেখানে লকারের বিকৃত ছবি প্রতিফলিত না হয়৷ লকারে আয়না রাখলে সম্পদ বৃদ্ধি পায় সংসারে ও পরিবারে৷
6/ 9
বাড়ির সব আয়না ঝকঝকে তকতকে রাখবেন৷ আয়নায় কোনওরকম দাগছোপ বা স্টিকারের আঠার দাগ কিন্তু থাকা বাঞ্ছনীয় নয়৷
7/ 9
আয়নাকে বলা হয় ওয়াটার এলিমেন্ট৷ বাস্তুশাস্ত্র মতে আয়না শোওয়ার ঘরে রাখা উচিত নয়৷
8/ 9
ভাঙা বা চির ধরা আয়না কখনওই বাড়িতে রাখবেন না৷ কারণ বলা হয় ভাঙা আয়নায় মুখ দেখা অশুভ৷
9/ 9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
আয়না আমাদের নিত্যদিনের সঙ্গী৷ প্রাচীন কাল থেকে সাহিত্যে পেলব ভাবে ব্যবহার করা হয়েছে আয়নাকে৷ কোথাও সে দর্পণ, কোথাও আবার মুকুর৷ এ বার জেনে নিন আয়না নিয়ে জড়িয়ে আছে কী কী বাস্তু টিপস৷
শোওয়ার ঘর, বাথরুম ছাড়াও আয়না রাখুন খাওয়ার ঘরে৷ যাতে ডাইনিং টেবলে সপরিবারে সকলে যখন খেতে বসবেন, সেই আয়নায় প্রতিফলিত হয়৷ এতে সংসারে সুখ ও সমৃদ্ধি প্রবাহিত হয়৷