Vastu Tips for Shoe Stand: ঘরে ঢুকতেই জুতোর স্ট্যান্ড? আজই বদল করুন স্থান, ফিরে আসবে বাড়ির সুখ শান্তি!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Vastu Tips for Shoe Stand: বাড়ির সদর দরজার সামনে বেশিরভাগ মানুষ জুতোর স্ট্যান্ড রেখে থাকেন। তবে, শাস্ত্র মতে, বাড়ির প্রধান দরজার বাইরে জুতোর স্ট্যান্ড রাখা উচিত নয়।
advertisement
বাড়ির কোন দিকে কাপড় মেলবেন, কোন দিকে জুতো রাখা উচিত, এমন ছোটখাটো বিষয়ের উপরেও নির্ভর করে বাড়ির সুখ শান্তি। আমরা অনেকেই ঝুছি না যে বাড়িতে জুতোর স্ট্যান্ড কোথায় রাখা উচিত। আমরা প্রায়ই বাড়ির বড়দের বলতে শুনেছি জুতো কখনও উল্টে রাখা উচিত নয়, এটাও কিন্তু বাস্তুশাস্ত্রের অন্যতম নিয়ম৷ তাই আজ জেনে নেওয়া যাক জুতোর স্ট্যান্ড কোথায় রাখা উচিত।
advertisement
advertisement
advertisement
বাস্তুশাস্ত্র অনুসারে, বাইরে থেকে ঘরে প্রবেশ করার সময় শুধুমাত্র দক্ষিণ পশ্চিম, উত্তরে বা পশ্চিম দিকে জুতো ও স্যান্ডেল খুলে রাখুন। এটাও মনে রাখতে হবে ঘরের প্রধান দরজার সামনে কখনও জুতোর স্ট্যান্ড রাখা যাবে না।বাস্তুশাস্ত্র অনুসারে, বাইরে থেকে ঘরে প্রবেশ করার সময় শুধুমাত্র দক্ষিণ পশ্চিম, উত্তরে বা পশ্চিম দিকে জুতো ও স্যান্ডেল খুলে রাখুন। এটাও মনে রাখতে হবে ঘরের প্রধান দরজার সামনে কখনও জুতোর স্ট্যান্ড রাখা যাবে না।
advertisement
জুতোর স্ট্যান্ড ভুল দিকে রাখলে পারিবারিক দ্বন্দ্ব, আর্থিক ক্ষতি কিংবা উন্নতিতে বাধা হতে পারে। তাই, শাস্ত্র মেনে ঘর সাজালে নেতিবাচক এনার্জি তৈরি হবে না। তাই এবার থেকে সঠিক দিকে রাখুন জুতোর তাক। Disclaimer- উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷