Vastu Tips: শুধু বাড়িতেই নয়, অফিসেও মেনে চলুন এই বাস্তু টিপস! সাফল্য আসবে তাড়াতাড়ি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Vastu Tips: জ্যোতিষাচর্যের মত মানলেই অফিসে চকচক করবে সকলের ভাগ্য, বস থেকে কর্মচারী সকলেই খুশ
: শুধু বাড়িতেই নয়, অফিসেও মেনে চলুন এই বাস্তু টিপস সাফল্য আসবে তাড়াতাড়ি।বাড়ির পাশাপাশি ব্যবসা কিংবা চাকরিক্ষেত্রে বিশেষ গুরুত্ব রয়েছে বাস্তুশাস্ত্রের। বাস্তুশাস্ত্র মেনে অফিসে কাজকরলে কর্মক্ষেত্রে বিশেষ সৌভাগ্য লাভ হবে। বাস্তুশাস্ত্র বিশারদ পৌষালী গুহ জানান,বাস্তুশাস্ত্র অনুসারে, কর্মস্থলে বাস্তু খারাপ হলে আর্থিক সংকট, সহকর্মীদের সঙ্গে বিবাদ এবং আদালতে মামলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। জানুন সাফল্যে পেতে অফিসের কোন বাস্তু নিয়ম মেনে চলা উচিত।অফিসের শুরুতেই প্রবেশদ্বারের কাছে এমন কর্মচারীদের বসার ঘর থাকা উচিত, যিনি সমস্ত তথ্য দিতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement



