Vastu Tips for Money Purse: মানি পার্সে কয়েকটা জিনিস রাখুন, টাকার বন্যা হবে, অভাব দূর দূর পালাবে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Vaastu Tips: নতুন বছরে এমন কিছু করুন যাতে সারা বছর ভাগ্য সহায় থাকে৷ অর্থের কোনও কষ্ট না থাকে জীবনে৷
নতুন বছরে সম্পদের নতুন পথ খুলে যাবে। এই জিনিসগুলির মধ্যে আপনার পার্সে রাখুন যে কোনও একটি যা আপনাকে ধনী করে তুলতে পারে৷ নতুন বছরে এমন কিছু করুন যাতে সারা বছর ভাগ্য সহায় থাকে৷ অর্থের কোনও কষ্ট না থাকে জীবনে৷ বাস্তু শাস্ত্রে এমন কিছু উপদেশ বা টিপস রয়েছে যাতে জীবন ইতিবাচক হয় এবং ভাগ্য উজ্জ্বল হয়৷ বাস্তুশাস্ত্রে এমন অনেক জিনিসের কথা বলা হয়েছে যা জীবনে সুখ আনতে অবলম্বন করা যেতে পারে। এমন কিছু জিনিসের রয়েছে পার্সে রাখলে আপনার পার্স কখনই খালি হবে না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জ্যোতিষশাস্ত্রে কিছু জিনিস পার্সে রাখা অশুভ বলে মনে করা হয়। এগুলো আর্থিক ক্ষতির প্রতীক। বলা হয় যে পুরানো বিল, টিকিট ইত্যাদি কখনই পার্সে রাখা উচিত নয়৷ এর ফলে টাকা তো আসেই না, উল্টে ঋণ বাড়ে৷ কারণ সেই সঙ্গে গুটখা, তামাক, বিড়ি, সিগারেটের মতো জিনিস পার্সে রাখা উচিত নয়, এটা দেবী লক্ষ্মীর অসম্মান বলে মনে করা হয়।