Manipulative Zodiac: নিজের স্বার্থে অন্যদের পরিচালনা করতে পারে এই সব রাশির জাতক-জাতিকারা, দাবি জ্যোতিষীদের!

Last Updated:
কেউ যদি পরিস্থিতি বুঝে অন্যকে দিয়ে কোনও কাজ করিয়ে নেন, তা হলে বুঝতে হবে, সেই মানুষটির এটা দারুণ ক্ষমতা। (Manipulative Zodiac)
1/6
কোনও কাজ সুষ্ঠু ভাবে পরিচালনা করা আর সেই কাজের জন্য অন্যকে পরিচালনা করা- এই দুই বিষয়ের মধ্যে কিন্তু আকাশ-পাতাল ফারাক রয়েছে (Manipulative Zodiac)। তবে কেউ যদি পরিস্থিতি বুঝে অন্যকে দিয়ে কোনও কাজ করিয়ে নেন, তা হলে বুঝতে হবে, সেই মানুষটির এটা দারুণ ক্ষমতা (Manipulative Zodiac)। কিন্তু কখনও কখনও মানুষ নিজের স্বার্থে অন্যদের অত্যন্ত নিপুণ ভাবে ব্যবহার করে থাকে। সেটা আবার অসততার পরিচায়ক। আসলে কোন মানুষ এই তালিকায় পড়ে, সেটা বোঝা যাবে তার রাশি (Zodiac Sign) দেখলেই, এমনটাই দাবি করেন জ্যোতিষীরা। আসুন জেনে নেব, কোন ধরনের মানুষেরা নিজেদের প্রয়োজনে অন্যদের পরিচালনা করে (Manipulative Zodiac)।
কোনও কাজ সুষ্ঠু ভাবে পরিচালনা করা আর সেই কাজের জন্য অন্যকে পরিচালনা করা- এই দুই বিষয়ের মধ্যে কিন্তু আকাশ-পাতাল ফারাক রয়েছে (Manipulative Zodiac)। তবে কেউ যদি পরিস্থিতি বুঝে অন্যকে দিয়ে কোনও কাজ করিয়ে নেন, তা হলে বুঝতে হবে, সেই মানুষটির এটা দারুণ ক্ষমতা (Manipulative Zodiac)। কিন্তু কখনও কখনও মানুষ নিজের স্বার্থে অন্যদের অত্যন্ত নিপুণ ভাবে ব্যবহার করে থাকে। সেটা আবার অসততার পরিচায়ক। আসলে কোন মানুষ এই তালিকায় পড়ে, সেটা বোঝা যাবে তার রাশি (Zodiac Sign) দেখলেই, এমনটাই দাবি করেন জ্যোতিষীরা। আসুন জেনে নেব, কোন ধরনের মানুষেরা নিজেদের প্রয়োজনে অন্যদের পরিচালনা করে (Manipulative Zodiac)।
advertisement
2/6
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২  সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর সূর্যের প্রভাব থাকে। ফলে এরা মনে করে, সকলে এদের মতো করেই চলুক। মানুষের দৃষ্টি আকর্ষণ করতেও এরা খুবই পছন্দ করে। এই রাশির জাতক-জাতিকারা যেটা চায়, সেটা পেয়ে তবেই ছাড়ে। তার জন্য যে কোনও সীমা এরা অতিক্রম করতে প্রস্তুত থাকে। কারণ সিংহ রাশির জাতক-জাতিকারা নিজেদেরকে সকলের থেকে উপরের আসনে বসায়।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২ সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর সূর্যের প্রভাব থাকে। ফলে এরা মনে করে, সকলে এদের মতো করেই চলুক। মানুষের দৃষ্টি আকর্ষণ করতেও এরা খুবই পছন্দ করে। এই রাশির জাতক-জাতিকারা যেটা চায়, সেটা পেয়ে তবেই ছাড়ে। তার জন্য যে কোনও সীমা এরা অতিক্রম করতে প্রস্তুত থাকে। কারণ সিংহ রাশির জাতক-জাতিকারা নিজেদেরকে সকলের থেকে উপরের আসনে বসায়।
advertisement
3/6
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০  প্রয়োজনে নিজেদের স্থান বদলে ফেলতে পারে মিথুন রাশির জাতক-জাতিকারা। কোনও কাজ সম্পূর্ণ করার থাকলে এদের ব্যক্তিত্বই বদলে যায়। পাশাপাশি, এরা অন্যের উপর নিজেদের দোষ চাপিয়ে দিতেও পিছ-পা হয় না। ফলে বোঝাই যাচ্ছে, এই রাশির জাতক-জাতিকারাই নিজেদের স্বার্থে অন্যদের যথেচ্ছ ভাবে ব্যবহার করতে পারে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০ প্রয়োজনে নিজেদের স্থান বদলে ফেলতে পারে মিথুন রাশির জাতক-জাতিকারা। কোনও কাজ সম্পূর্ণ করার থাকলে এদের ব্যক্তিত্বই বদলে যায়। পাশাপাশি, এরা অন্যের উপর নিজেদের দোষ চাপিয়ে দিতেও পিছ-পা হয় না। ফলে বোঝাই যাচ্ছে, এই রাশির জাতক-জাতিকারাই নিজেদের স্বার্থে অন্যদের যথেচ্ছ ভাবে ব্যবহার করতে পারে।
advertisement
4/6
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১  বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা একটু চাপা স্বভাবের হয়। সেই সঙ্গে এরা মনের মধ্যে রাগও পুষে রাখতে পারে। যদি কেউ এদের সঙ্গে ঝামেলায় জড়ায়, তা হলে তার অবস্থা খারাপ হয়ে যায়। কারণ বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা পিছন দিক থেকে আক্রমণ করতেও পিছ-পা হয় না। আর এর থেকেই বোঝা যায়, এরা নিজেদের স্বার্থে পরিস্থিতি এ-দিক ও-দিক করে দিতে পারে। কখনও কখনও সকলকে নিজেদের পক্ষে আনতে এই রাশির জাতক-জাতিকারা সর্বসমক্ষে দাবি করে যে, এরা কোনও পরিস্থিতির শিকার হয়েছে। এ ভাবে খেলা ঘুরিয়ে তারা মানুষের সহানুভূতি টানতে সক্ষম।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১ বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা একটু চাপা স্বভাবের হয়। সেই সঙ্গে এরা মনের মধ্যে রাগও পুষে রাখতে পারে। যদি কেউ এদের সঙ্গে ঝামেলায় জড়ায়, তা হলে তার অবস্থা খারাপ হয়ে যায়। কারণ বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা পিছন দিক থেকে আক্রমণ করতেও পিছ-পা হয় না। আর এর থেকেই বোঝা যায়, এরা নিজেদের স্বার্থে পরিস্থিতি এ-দিক ও-দিক করে দিতে পারে। কখনও কখনও সকলকে নিজেদের পক্ষে আনতে এই রাশির জাতক-জাতিকারা সর্বসমক্ষে দাবি করে যে, এরা কোনও পরিস্থিতির শিকার হয়েছে। এ ভাবে খেলা ঘুরিয়ে তারা মানুষের সহানুভূতি টানতে সক্ষম।
advertisement
5/6
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২  কর্কট রাশির উপর সব থেকে বেশি প্রভাব রয়েছে চন্দ্রের। ফলে এরা অত্যন্ত সংবেদনশীল এবং আবেগপ্রবণ প্রকৃতির হয়ে থাকে। আর এই স্বভাবের মাধ্যমেই তারা পরিস্থিতি নিজেদের পক্ষে টেনে আনতে পারে। অর্থাৎ এরা আবেগ-অনুভূতি নিয়ে এমন খেলবে যে, উল্টো দিকে থাকা মানুষটা চরম অপরাধবোধে ভুগতে থাকবে। আর এ ভাবেই কর্কট রাশির জাতক-জাতিকারা সহজেই অন্যদের দিয়ে নিজেদের কাজ করিয়ে নিতে পারে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২ কর্কট রাশির উপর সব থেকে বেশি প্রভাব রয়েছে চন্দ্রের। ফলে এরা অত্যন্ত সংবেদনশীল এবং আবেগপ্রবণ প্রকৃতির হয়ে থাকে। আর এই স্বভাবের মাধ্যমেই তারা পরিস্থিতি নিজেদের পক্ষে টেনে আনতে পারে। অর্থাৎ এরা আবেগ-অনুভূতি নিয়ে এমন খেলবে যে, উল্টো দিকে থাকা মানুষটা চরম অপরাধবোধে ভুগতে থাকবে। আর এ ভাবেই কর্কট রাশির জাতক-জাতিকারা সহজেই অন্যদের দিয়ে নিজেদের কাজ করিয়ে নিতে পারে।
advertisement
6/6
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২  এই রাশির জাতক-জাতিকারা সিদ্ধান্তহীনতায় ভোগে এবং সকলের চোখে ভালো সাজার চেষ্টা করে। উল্টো দিকের মানুষটা কোন ফুলে সন্তুষ্ট, সেটা তুলা রাশির জাতক-জাতিকারা ভালোই জানে। ফলে সেটাকে কাজে লাগিয়ে অন্যকে দিয়ে নিজেদের মনের মতো কাজ করিয়ে নিতে এদের জুড়ি মেলা ভার!
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২ এই রাশির জাতক-জাতিকারা সিদ্ধান্তহীনতায় ভোগে এবং সকলের চোখে ভালো সাজার চেষ্টা করে। উল্টো দিকের মানুষটা কোন ফুলে সন্তুষ্ট, সেটা তুলা রাশির জাতক-জাতিকারা ভালোই জানে। ফলে সেটাকে কাজে লাগিয়ে অন্যকে দিয়ে নিজেদের মনের মতো কাজ করিয়ে নিতে এদের জুড়ি মেলা ভার!
advertisement
advertisement
advertisement