Surya Gochar Lucky Zodiac: হাতে মাত্র ৫ দিন! ঘর বদলাচ্ছেন সূর্য, ৩ রাশির জীবনে তুলকালাম! টাকা-যশ উপচে পড়বে, যাতেই হাত দেবে সোনা ফলবে

Last Updated:
Surya Gochar Lucky Zodiac: মিথুন রাশিতে সেই সূর্যের গোচর হতে চলেছে এবার। সূর্যের এই গোচরে প্রভূত লাভের সম্মুখীন হবে তিন রাশি। বড় বদল আসতে চলেছে তাদের জীবনে।
1/5
বৈদিক জ্যোতিষ অনুসারে আগামী ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য। জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, পরের এক মাস এই রাশিতেই থাকবে সূর্য। সূর্যকে আত্মার কারক বলে। তাই সূর্যের গোচর সকল রাশিকেই প্রভাবিত করে। এর মধ্যে তিন রাশির জীবনে হতে চলেছে অর্থের বৃষ্টি।
বৈদিক জ্যোতিষ অনুসারে আগামী ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য। জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, পরের এক মাস এই রাশিতেই থাকবে সূর্য। সূর্যকে আত্মার কারক বলে। তাই সূর্যের গোচর সকল রাশিকেই প্রভাবিত করে। এর মধ্যে তিন রাশির জীবনে হতে চলেছে অর্থের বৃষ্টি।
advertisement
2/5
সূর্যকে সকল গ্রহের থেকে উচ্চ স্থানে দেখা হয়। মিথুন রাশিতে সেই সূর্যের গোচর হতে চলেছে এবার। সূর্যের এই গোচরে প্রভূত লাভের সম্মুখীন হবে তিন রাশি। বড় বদল আসতে চলেছে তাদের জীবনে।
সূর্যকে সকল গ্রহের থেকে উচ্চ স্থানে দেখা হয়। মিথুন রাশিতে সেই সূর্যের গোচর হতে চলেছে এবার। সূর্যের এই গোচরে প্রভূত লাভের সম্মুখীন হবে তিন রাশি। বড় বদল আসতে চলেছে তাদের জীবনে।
advertisement
3/5
মিথুন রাশি - নতুন উপার্জনের সুযোগ আসতে চলেছে কিছু দিনের জন্য। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জীবনেও সুখবর অপেক্ষা করছে। ব্যবসায়ীদের জন্য সোনার মতো লাভজনক এই সময়। বিনিয়োগ বাড়াতে পারেন নিশ্চিন্তে। অপ্রত্যাশিত লাভের সুযোগও থাকছে।
মিথুন রাশি - নতুন উপার্জনের সুযোগ আসতে চলেছে কিছু দিনের জন্য। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা, তাদের জীবনেও সুখবর অপেক্ষা করছে। ব্যবসায়ীদের জন্য সোনার মতো লাভজনক এই সময়। বিনিয়োগ বাড়াতে পারেন নিশ্চিন্তে। অপ্রত্যাশিত লাভের সুযোগও থাকছে।
advertisement
4/5
সিংহ রাশি - কেরিয়ারে বড় সুখবর আসতে চলেছে। চাকুরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে বসের তরফে বিশেষ উপকার লাভ হতে পারে। প্রোমোশন হতে চলেছে এক মাসের মধ্যেই। অন্যদিকে ব্যবসায়ীদের জন্যও দিনটি শুভ। ব্যবসায়ীরা এই সময় নতুন অংশীদারিত্বে ব্যবসা শুরু করতে পারেন। তাতে প্রচুর লাভের অংশীদার হবেন।
সিংহ রাশি - কেরিয়ারে বড় সুখবর আসতে চলেছে। চাকুরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে বসের তরফে বিশেষ উপকার লাভ হতে পারে। প্রোমোশন হতে চলেছে এক মাসের মধ্যেই। অন্যদিকে ব্যবসায়ীদের জন্যও দিনটি শুভ। ব্যবসায়ীরা এই সময় নতুন অংশীদারিত্বে ব্যবসা শুরু করতে পারেন। তাতে প্রচুর লাভের অংশীদার হবেন।
advertisement
5/5
ধনু রাশি - চাকরি জীবনের বড় বাধা কেটে যেতে চলেছে। নতুনভাবে আর্থিক লাভের সম্মুখীন হতে পারেন। পরিবারের দীর্ঘ দিনের ইচ্ছে পূরণ হবে আপনার আর্থিক সমৃদ্ধি। স্বাস্থ্যের দিক থেকেও এই রাশির জাতকরা বড় রোগ থেকে মুক্তি পাবেন।
ধনু রাশি - চাকরি জীবনের বড় বাধা কেটে যেতে চলেছে। নতুনভাবে আর্থিক লাভের সম্মুখীন হতে পারেন। পরিবারের দীর্ঘ দিনের ইচ্ছে পূরণ হবে আপনার আর্থিক সমৃদ্ধি। স্বাস্থ্যের দিক থেকেও এই রাশির জাতকরা বড় রোগ থেকে মুক্তি পাবেন।
advertisement
advertisement
advertisement