Surya Gochar: রাত পোহালেই সূর্যের গোচর, একাধিক রাশির জাতক-জাতিকার জীবনে তোলপাড়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Astrological Tips: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের রাজা সূর্য কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছেন ১৭ অগাস্ট।
#কলকাতা: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের রাজা সূর্য কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছেন ১৭ অগাস্ট। অর্থাৎ রাত পোহালেই সূর্যের গোচর হয়ে যাচ্ছে৷ পঞ্জিকা অনুযায়ি সূর্যদেব রাত্রি ০১:০৫ মিনিটে কর্কট থেকে সিংহ রাশিতে গমন করবে। এরপর সূর্য ফের ১৭ সেপ্টেম্বর, ২০২২ তারিখে শুক্রবার গভীর রাতে ০১:০২ মিনিটের জন্য এই রাশিতে অবস্থান করবে এবং তারপরে পুনরায় সান ট্রানজিট হবে করে কন্যা রাশিতে অবস্থান করবে সূর্য৷
advertisement
advertisement
মেষ রাশি এই রাশির জাতক-জাতিকাদের সূর্য পঞ্চম ঘরে গমন করছে। তাই এই রাশির জাতক জাতিকাদের জন্য এটি খুবই উপকারী হবে। চাকরিতে পদোন্নতির সম্ভবনা রয়েছে যার থেকে হতে পারে আর্থিক উন্নতি৷ এই সময়ে স্বাস্থ্যের উন্নতি হবে৷ ব্যবসায় দ্বিগুণ লাভ পাবেন। সেই সঙ্গে যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁদের জন্য এই সময়টা দারুণ পয়া হতে চলেছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
মীন এই রাশিতে সূর্য ষষ্ঠ ঘরে প্রবেশ করছে। এই রাশির জাতক জাতিকাদের আধিপত্য এই যোগের কারণে সুপ্রতিষ্ঠিত হবে। কর্মক্ষেত্রে আপনার কাজে প্রশংসিত হবে। চাকরি ক্ষেত্রেও ভাল ফল পাওয়ার সম্ভবনা উজ্জ্বল। (Disclaimer- এই প্রতিবেদন NNews 18 Bangla-র নিজস্ব মতামত নয়, প্রচলিত জ্যোতিষ মতের ভিত্তিতে লেখা, সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷ )মীন এই রাশিতে সূর্য ষষ্ঠ ঘরে প্রবেশ করছে। এই রাশির জাতক জাতিকাদের আধিপত্য এই যোগের কারণে সুপ্রতিষ্ঠিত হবে। কর্মক্ষেত্রে আপনার কাজে প্রশংসিত হবে। চাকরি ক্ষেত্রেও ভাল ফল পাওয়ার সম্ভবনা উজ্জ্বল। (Disclaimer- এই প্রতিবেদন NNews 18 Bangla-র নিজস্ব মতামত নয়, প্রচলিত জ্যোতিষ মতের ভিত্তিতে লেখা, সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷ )