Surya Gochar: রাত পোহালেই সূর্যের গোচর, একাধিক রাশির জাতক-জাতিকার জীবনে তোলপাড়

Last Updated:
Astrological Tips: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের রাজা সূর্য কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছেন ১৭ অগাস্ট।
1/7
#কলকাতা: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের রাজা সূর্য কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছেন ১৭ অগাস্ট। অর্থাৎ রাত পোহালেই সূর্যের গোচর হয়ে যাচ্ছে৷ পঞ্জিকা অনুযায়ি  সূর্যদেব রাত্রি ০১:০৫ মিনিটে কর্কট থেকে সিংহ রাশিতে গমন করবে। এরপর সূর্য ফের ১৭ সেপ্টেম্বর, ২০২২ তারিখে শুক্রবার গভীর রাতে ০১:০২ মিনিটের জন্য এই রাশিতে অবস্থান করবে এবং তারপরে পুনরায় সান ট্রানজিট হবে  করে কন্যা রাশিতে অবস্থান করবে সূর্য৷
#কলকাতা: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের রাজা সূর্য কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছেন ১৭ অগাস্ট। অর্থাৎ রাত পোহালেই সূর্যের গোচর হয়ে যাচ্ছে৷ পঞ্জিকা অনুযায়ি  সূর্যদেব রাত্রি ০১:০৫ মিনিটে কর্কট থেকে সিংহ রাশিতে গমন করবে। এরপর সূর্য ফের ১৭ সেপ্টেম্বর, ২০২২ তারিখে শুক্রবার গভীর রাতে ০১:০২ মিনিটের জন্য এই রাশিতে অবস্থান করবে এবং তারপরে পুনরায় সান ট্রানজিট হবে  করে কন্যা রাশিতে অবস্থান করবে সূর্য৷
advertisement
2/7
সূর্য গোচরের ফলে প্রতিটি রাশির মানুষের জীবনেই প্রভাব ফেলবে, তবে ৫ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে এর প্রভাব সবচেয়ে বেশি কার্যকারী হবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের রাজা সূর্য কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছেন ১৭ অগাস্ট। তোলপাড় হবে জীবন৷
সূর্য গোচরের ফলে প্রতিটি রাশির মানুষের জীবনেই প্রভাব ফেলবে, তবে ৫ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে এর প্রভাব সবচেয়ে বেশি কার্যকারী হবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের রাজা সূর্য কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছেন ১৭ অগাস্ট। তোলপাড় হবে জীবন৷
advertisement
3/7
মেষ রাশি এই রাশির জাতক-জাতিকাদের সূর্য পঞ্চম ঘরে গমন করছে। তাই এই রাশির জাতক জাতিকাদের জন্য এটি খুবই উপকারী হবে। চাকরিতে পদোন্নতির সম্ভবনা রয়েছে যার থেকে হতে পারে আর্থিক উন্নতি৷  এই সময়ে স্বাস্থ্যের উন্নতি হবে৷  ব্যবসায় দ্বিগুণ লাভ পাবেন। সেই সঙ্গে যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁদের জন্য এই সময়টা দারুণ পয়া হতে চলেছে৷
মেষ রাশি এই রাশির জাতক-জাতিকাদের সূর্য পঞ্চম ঘরে গমন করছে। তাই এই রাশির জাতক জাতিকাদের জন্য এটি খুবই উপকারী হবে। চাকরিতে পদোন্নতির সম্ভবনা রয়েছে যার থেকে হতে পারে আর্থিক উন্নতি৷  এই সময়ে স্বাস্থ্যের উন্নতি হবে৷  ব্যবসায় দ্বিগুণ লাভ পাবেন। সেই সঙ্গে যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁদের জন্য এই সময়টা দারুণ পয়া হতে চলেছে৷
advertisement
4/7
মিথুনরাশি এই রাশিতে সূর্যদেব তৃতীয় ঘরে প্রবেশ করছে। এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পরিবর্তন হবে। এই সূর্যগোচরের ফলে প্রতিটি কাজে সাফল্য পাবেন জাতক-জাতিকা। পাশাপাশি পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা পাবেন নিজের কাজের জন্য। ভ্রমণের যোগ উজ্জ্বল৷  চাকরি থেকে  ব্যবসা সর্বত্র অভূতপূর্ব সাফল্য আসবে।
মিথুনরাশি এই রাশিতে সূর্যদেব তৃতীয় ঘরে প্রবেশ করছে। এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পরিবর্তন হবে। এই সূর্যগোচরের ফলে প্রতিটি কাজে সাফল্য পাবেন জাতক-জাতিকা। পাশাপাশি পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা পাবেন নিজের কাজের জন্য। ভ্রমণের যোগ উজ্জ্বল৷  চাকরি থেকে  ব্যবসা সর্বত্র অভূতপূর্ব সাফল্য আসবে।
advertisement
5/7
কর্কট এই রাশিতে সূর্য দ্বিতীয় ঘরে প্রবেশ করছে। এমন পরিস্থিতিতে এই রাশির জাতকদের আর্থিক অবস্থা হবে মজবুত। সূর্যগোচরে শিক্ষার্থীদের জন্য এই  সময়টা ভাল প্রমাণিত হবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাঁরা সাফল্য পাবেন। ব্যবসায় দেদার লাভের সম্ভবনা উজ্জ্বল৷
কর্কট এই রাশিতে সূর্য দ্বিতীয় ঘরে প্রবেশ করছে। এমন পরিস্থিতিতে এই রাশির জাতকদের আর্থিক অবস্থা হবে মজবুত। সূর্যগোচরে শিক্ষার্থীদের জন্য এই  সময়টা ভাল প্রমাণিত হবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাঁরা সাফল্য পাবেন। ব্যবসায় দেদার লাভের সম্ভবনা উজ্জ্বল৷
advertisement
6/7
তুলা রাশি এই রাশিতে সূর্য একাদশ ঘরে প্রবেশ করছে। এই অবস্থায় এই রাশির জাতক জাতিকারা সমাজে সম্মান ও প্রতিষ্ঠা পাবেন। জাতক-জাতিকাদের সন্তানের দিক থেকে এই সময়টা দারুণ যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছেন যাঁরা, তাঁরা কঠোর পরিশ্রমের ফল পাবেন৷
তুলা রাশি এই রাশিতে সূর্য একাদশ ঘরে প্রবেশ করছে। এই অবস্থায় এই রাশির জাতক জাতিকারা সমাজে সম্মান ও প্রতিষ্ঠা পাবেন। জাতক-জাতিকাদের সন্তানের দিক থেকে এই সময়টা দারুণ যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছেন যাঁরা, তাঁরা কঠোর পরিশ্রমের ফল পাবেন৷
advertisement
7/7
মীন এই রাশিতে সূর্য ষষ্ঠ ঘরে প্রবেশ করছে।  এই রাশির জাতক জাতিকাদের আধিপত্য এই  যোগের কারণে সুপ্রতিষ্ঠিত হবে। কর্মক্ষেত্রে আপনার কাজে প্রশংসিত হবে। চাকরি ক্ষেত্রেও ভাল ফল পাওয়ার সম্ভবনা উজ্জ্বল। (Disclaimer- এই প্রতিবেদন NNews 18 Bangla-র নিজস্ব মতামত নয়, প্রচলিত জ্যোতিষ মতের ভিত্তিতে লেখা, সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷ )মীন এই রাশিতে সূর্য ষষ্ঠ ঘরে প্রবেশ করছে।  এই রাশির জাতক জাতিকাদের আধিপত্য এই  যোগের কারণে সুপ্রতিষ্ঠিত হবে। কর্মক্ষেত্রে আপনার কাজে প্রশংসিত হবে। চাকরি ক্ষেত্রেও ভাল ফল পাওয়ার সম্ভবনা উজ্জ্বল। (Disclaimer- এই প্রতিবেদন NNews 18 Bangla-র নিজস্ব মতামত নয়, প্রচলিত জ্যোতিষ মতের ভিত্তিতে লেখা, সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷ )
মীন এই রাশিতে সূর্য ষষ্ঠ ঘরে প্রবেশ করছে।  এই রাশির জাতক জাতিকাদের আধিপত্য এই  যোগের কারণে সুপ্রতিষ্ঠিত হবে। কর্মক্ষেত্রে আপনার কাজে প্রশংসিত হবে। চাকরি ক্ষেত্রেও ভাল ফল পাওয়ার সম্ভবনা উজ্জ্বল। (Disclaimer- এই প্রতিবেদন NNews 18 Bangla-র নিজস্ব মতামত নয়, প্রচলিত জ্যোতিষ মতের ভিত্তিতে লেখা, সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷ )মীন এই রাশিতে সূর্য ষষ্ঠ ঘরে প্রবেশ করছে।  এই রাশির জাতক জাতিকাদের আধিপত্য এই  যোগের কারণে সুপ্রতিষ্ঠিত হবে। কর্মক্ষেত্রে আপনার কাজে প্রশংসিত হবে। চাকরি ক্ষেত্রেও ভাল ফল পাওয়ার সম্ভবনা উজ্জ্বল। (Disclaimer- এই প্রতিবেদন NNews 18 Bangla-র নিজস্ব মতামত নয়, প্রচলিত জ্যোতিষ মতের ভিত্তিতে লেখা, সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷ )
advertisement
advertisement
advertisement