ঘুরবে ভাগ্যের চাকা! পাল্টাবে কপালের খেলা! শুধু আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার সন্ধ্যায় ভোলানাথকে নিবেদন করুন এই কালো শস্য এবং সবুজ ডাল!

Last Updated:
Shraban Second Monday RItuals: কথিত, মহাদেব অতি সামান্য উপাচারেই সন্তুষ্ট হন৷ তবে নিয়ম মেনে নিষ্ঠা ভরে তাঁর অভিষেক করলে অভীষ্ট ফল লাভ করা যায়৷ শ্রাবণের প্রতি সোমবার বিশেষ জিনিসে তাঁর পুজো করেন ভক্তরা
1/7
 শ্রাবণ মাস শিবভক্তদের কাছে খুবই পবিত্র ও গুরুত্বপূর্ণ৷ এই মাসের প্রতি সোমবার তাঁরা নিষ্ঠা ভরে মহাদেবের অভিষেক করেন৷ দেবাদিদেবের পুজো করেন৷ ২৮ জুলাই শ্রাবণের দ্বিতীয় সোমবার৷ জানুন এই দিনে কী দিয়ে শিবপুজো করবেন৷
শ্রাবণ মাস শিবভক্তদের কাছে খুবই পবিত্র ও গুরুত্বপূর্ণ৷ এই মাসের প্রতি সোমবার তাঁরা নিষ্ঠা ভরে মহাদেবের অভিষেক করেন৷ দেবাদিদেবের পুজো করেন৷ ২৮ জুলাই শ্রাবণের দ্বিতীয় সোমবার৷ জানুন এই দিনে কী দিয়ে শিবপুজো করবেন৷
advertisement
2/7
কথিত, মহাদেব অতি সামান্য উপাচারেই সন্তুষ্ট হন৷ তবে নিয়ম মেনে নিষ্ঠা ভরে তাঁর অভিষেক করলে অভীষ্ট ফল লাভ করা যায়৷ শ্রাবণের প্রতি সোমবার বিশেষ জিনিসে তাঁর পুজো করেন ভক্তরা৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
কথিত, মহাদেব অতি সামান্য উপাচারেই সন্তুষ্ট হন৷ তবে নিয়ম মেনে নিষ্ঠা ভরে তাঁর অভিষেক করলে অভীষ্ট ফল লাভ করা যায়৷ শ্রাবণের প্রতি সোমবার বিশেষ জিনিসে তাঁর পুজো করেন ভক্তরা৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
3/7
শ্রাবণের দ্বিতীয় সোমবার প্রথমে গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন৷ এর পর একে একে কাঁচা দুধ, দই, ঘি, মধু দিয়ে মহাদেবের অভিষেক করুন৷ এই দিন আখের রস দিয়েও করতে পারেন মহাদেবের স্নানাভিষেক৷ এর পর চন্দন লেপন করে বেলপাতা অর্পণ করুন৷
শ্রাবণের দ্বিতীয় সোমবার প্রথমে গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন৷ এর পর একে একে কাঁচা দুধ, দই, ঘি, মধু দিয়ে মহাদেবের অভিষেক করুন৷ এই দিন আখের রস দিয়েও করতে পারেন মহাদেবের স্নানাভিষেক৷ এর পর চন্দন লেপন করে বেলপাতা অর্পণ করুন৷
advertisement
4/7
শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুল, অপরাজিতা ও আকন্দ ফুল নিবেদন করুন৷ দিতে পারেন কলকে ফুলও৷ নিবেদন করুন অক্ষত আতপ চাল৷ ভাঙা আতপ চাল কখনওই দেবেন না শিবপুজোয়৷ প্রসাদে সাজিয়ে দিন বিজোর সংখ্যক গোটা ফল এবং মিষ্টান্ন ও পায়েস৷
শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুল, অপরাজিতা ও আকন্দ ফুল নিবেদন করুন৷ দিতে পারেন কলকে ফুলও৷ নিবেদন করুন অক্ষত আতপ চাল৷ ভাঙা আতপ চাল কখনওই দেবেন না শিবপুজোয়৷ প্রসাদে সাজিয়ে দিন বিজোর সংখ্যক গোটা ফল এবং মিষ্টান্ন ও পায়েস৷
advertisement
5/7
সারা দিন পর সন্ধ্যায় সাত্ত্বিক আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন ব্রতীরা৷ সে সময় আরও একবার এভাবেই অভিষেক করুন শিবলিঙ্গের৷ ধূপ দীপ সহযোগে তাঁর আরতি করুন৷ সন্ধ্যায় নিবেদন করুন ঘিয়ের প্রদীপ৷
সারা দিন পর সন্ধ্যায় সাত্ত্বিক আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন ব্রতীরা৷ সে সময় আরও একবার এভাবেই অভিষেক করুন শিবলিঙ্গের৷ ধূপ দীপ সহযোগে তাঁর আরতি করুন৷ সন্ধ্যায় নিবেদন করুন ঘিয়ের প্রদীপ৷
advertisement
6/7
শ্রাবণের দ্বিতীয় সোমবার মহাদেবকে কালো তিল নিবেদন বিশেষ গুরুত্বপূর্ণ৷ মনে করা হয় এতে আর্থিক সঙ্কট কেটে যায়৷ দূর হয় ভাগ্যের কালসর্প দোষ৷
শ্রাবণের দ্বিতীয় সোমবার মহাদেবকে কালো তিল নিবেদন বিশেষ গুরুত্বপূর্ণ৷ মনে করা হয় এতে আর্থিক সঙ্কট কেটে যায়৷ দূর হয় ভাগ্যের কালসর্প দোষ৷
advertisement
7/7
এই দিন দেবাদিদেব মহাদেবকে নিবেদন করুন সবুজ মুগ ডাল৷ এতে সব দুঃখ দুর্দশা কেটে পরিবারে সুখ সমৃদ্ধি ও সম্পদ আসে৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-AI Generated)
এই দিন দেবাদিদেব মহাদেবকে নিবেদন করুন সবুজ মুগ ডাল৷ এতে সব দুঃখ দুর্দশা কেটে পরিবারে সুখ সমৃদ্ধি ও সম্পদ আসে৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-AI Generated)
advertisement
advertisement
advertisement