Shivalinga Puja Riti: শিবলিঙ্গে ভুল করেও অর্পণ করবেন না এই সব জিনিস! আছে নির্দিষ্ট কারণ, বিফলে যাবে পুজো...ফল হতে পারে উল্টো
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এখন প্রশ্ন হল, সেই জিনিসগুলি কী কী, যা শিবলিঙ্গে নিবেদন করা একেবারেই উচিত নয়? উন্নাওয়ের জ্যোতিষী পণ্ডিত ঋষিকান্ত মিশ্র আমাদের জানিয়েছেন এই বিষয়ে৷
advertisement
advertisement
advertisement
হলুদ: জ্যোতিষীর মতে শিবলিঙ্গে হলুদ দেওয়া উচিত নয়। প্রকৃতপক্ষে, শিবলিঙ্গকে ভগবান শিবের শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবং হলুদকে স্ত্রীলিঙ্গ হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ, তা মহিলাদের সাথে সম্পর্কিত। তাই ভগবান শিবকে হলুদ নিবেদন করা এড়িয়ে চলা উচিত। তবে অন্যান্য দেবতার পূজায় হলুদ দেওয়া যেতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement