Shani Upay: শনিদেবের প্রকোপ থেকে বাঁচার সহজ উপায়, শত রাগলেও খারাপ করবেন না কখনই
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কলকাতা: জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে নিষ্ঠুর গ্রহ বলা হয় একথা সকলেই জানেন। সূর্যের পুত্র শনি হলেন কর্মের ফলদাতা, অর্থাৎ তিনি মানুষকে তাঁদের কর্ম অনুসারে ভাল বা খারাপ ফল দেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে শনির সাড়ে সাতি বা ঢাইয়া থাকে তাহলে তার জীবনে নানা ধরণের সমস্যা আসে।
advertisement
advertisement
হনুমান চালিশা পাঠ হনুমান চালিশা পাঠ করা হল শনিদেবের কুদৃষ্টি থেকে বাঁচার সবচেয়ে নিশ্চিত উপায়। যদি জাতক-জাতিকারা কুণ্ডলীতে ঢাইয়া বা সাড়ে সাতি থাকে বা আপনি শনির ক্রোধের শিকার হতে থাকেন৷ আর এই খারাপ অবস্থার থেকে উদ্ধার পেতে হনুমান চালিশা পাঠ করুন। শ্রী হনুমান চালিশার পাঠ শনি গ্রহের সমস্ত ক্রোধের প্রকোপ থেকে মুক্তি দেয়৷
advertisement
advertisement
তেল এবং ছায়া প্রদান শনিদেবের কাছে তিল, তেল ও ছায়ার দান অত্যন্ত প্রিয়। এমনটাই প্রচলিত মতে বিশ্বাস করা হয় যে এই জিনিসগুলি দান করলে শনি গ্রহ শান্ত হয় এবং শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়। শাস্ত্র মতে এগুলো দান করলে শনিদেবের দেওয়া কষ্ট দূর হয়। ছায়াপাত্র দান করার নির্ধারিত এক পদ্ধতি রয়েছে৷ একটি মাটির পাত্রে সরিষার তেল নিন এবং এতে আপনার প্রতিফলন দেখে দান করুন।
advertisement
advertisement


