হিন্দু শাস্ত্রে এবং জ্যোতিষে শ্রাবণ মাস অতীব গুরুত্বপূর্ণ। কিংবদন্তি অনুযায়ী এই মাসেই দেবাসুরের সমুদ্র মন্থন থেকে উঠে আসা কালকূট বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন ভগবান শিব। ঠিক একই ভাবে যখন দুর্ভাগ্য বিষের ধোঁওয়ার মতো জীবনকে আচ্ছন্ন করে তোলে, তার হাত থেকেও পরিত্রাণ মেলে ভূতভাবন ভূতনাথের কৃপাতেই। এই লক্ষ্যে শ্রাবণ মাসের সোমবারে শিবের বিশেষ পূজাভিষেক কর্তব্য। পাশাপাশি ভাগ্যদোষ থেকে মুক্তির জন্য সারা শ্রাবণ মাস জুড়ে জ্যোতিষমতে আরও কী কর্তব্য তা দেখে নেওয়া যাক!