Saraswati Puja Vastu Tips 2025: রাত পোহালেই সরস্বতী পুজো! কোন ফুল ও ফল দিলে সেরা পুণ্যফল পাবেন? পুজোর ভোগপ্রসাদে কী কী রাখবেন? জানুন

Last Updated:
Saraswati Puja Vastu Tips 2025:প্রচলিত বিশ্বাস, বীণাপাণির পুজোয় এই ফুল ও ফল নিবেদন করলে তিনি সবথেকে বেশি সন্তুষ্ট হন। লাভ করা যায় তাঁর কৃপা।
1/8
রবি ও সোমবার পালিত হবে এ বছরের সরস্বতী পুজো। মনে করা হয় বাগদেবী বা সারদার আরাধনা করলে বিদ্যাস্থানে সকল সঙ্কট কেটে যায়। জীবনে উন্নতির পথ মসৃণ ও সুগম হয়ে ওঠে।
রবি ও সোমবার পালিত হবে এ বছরের সরস্বতী পুজো। মনে করা হয় বাগদেবী বা সারদার আরাধনা করলে বিদ্যাস্থানে সকল সঙ্কট কেটে যায়। জীবনে উন্নতির পথ মসৃণ ও সুগম হয়ে ওঠে।
advertisement
2/8
সরস্বতী পুজোয় কোন ফুল এবং কোন ফল নিবেদন করবেন, জেনে নিন। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট। প্রচলিত বিশ্বাস, বীণাপাণির পুজোয় এই ফুল ও ফল নিবেদন করলে তিনি সবথেকে বেশি সন্তুষ্ট হন। লাভ করা যায় তাঁর কৃপা।
সরস্বতী পুজোয় কোন ফুল এবং কোন ফল নিবেদন করবেন, জেনে নিন। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট। প্রচলিত বিশ্বাস, বীণাপাণির পুজোয় এই ফুল ও ফল নিবেদন করলে তিনি সবথেকে বেশি সন্তুষ্ট হন। লাভ করা যায় তাঁর কৃপা।
advertisement
3/8
সরস্বতী পুজোয় যে ফুল সবার আগে দরকার, সেটা হল পলাশফুল। দেবীর আর এক নাম পলাশপ্রিয়া। তাই তাঁর পুজোয় দিতেই হবে এই ফুল।
সরস্বতী পুজোয় যে ফুল সবার আগে দরকার, সেটা হল পলাশফুল। দেবীর আর এক নাম পলাশপ্রিয়া। তাই তাঁর পুজোয় দিতেই হবে এই ফুল।
advertisement
4/8
হলুদ গাঁদা বা হলুদ রঙের যে কোনও ফুল নিবেদন করুন তাঁর পুজোয়। এই রহের ফুল তাঁর আরাধনায় খুবই পবিত্র ও শুভ বলে মনে করা হয়।
হলুদ গাঁদা বা হলুদ রঙের যে কোনও ফুল নিবেদন করুন তাঁর পুজোয়। এই রহের ফুল তাঁর আরাধনায় খুবই পবিত্র ও শুভ বলে মনে করা হয়।
advertisement
5/8
সাদা ফুল বা সাদা রং অত্যন্ত প্রিয় মা সরস্বতীর। তাই তাঁর পুজোয় দিন সাদা কুন্দ এবং জুঁই ফুল।
সাদা ফুল বা সাদা রং অত্যন্ত প্রিয় মা সরস্বতীর। তাই তাঁর পুজোয় দিন সাদা কুন্দ এবং জুঁই ফুল।
advertisement
6/8
দেবী সরস্বতীর আরও একটি প্রিয় ফুল হল শ্বেতপদ্ম। চেষ্টা করুন তাঁর পুজোয় শ্বেতপদ্মের অর্ঘ্য নিবেদন করতে।
দেবী সরস্বতীর আরও একটি প্রিয় ফুল হল শ্বেতপদ্ম। চেষ্টা করুন তাঁর পুজোয় শ্বেতপদ্মের অর্ঘ্য নিবেদন করতে।
advertisement
7/8
ফলের মধ্যে কুল দিতেই হবে মা সরস্বতীর পুজোয়। এছাড়াও শাঁখালু, কলা সাজিয়ে দিন নৈবেদ্যে।
ফলের মধ্যে কুল দিতেই হবে মা সরস্বতীর পুজোয়। এছাড়াও শাঁখালু, কলা সাজিয়ে দিন নৈবেদ্যে।
advertisement
8/8
খিচুড়ি, পায়েস সাজিয়ে দিন মা সরস্বতীর পুজোর ভোগপ্রসাদে। পাশাপাশি রাখতে ভুলবেন না রাজভোগ, বোঁদে, বাসন্তী পোলাও এবং কেশরমিশ্রিত পায়েস। কারণ সরস্বতী পুজো ও বসন্তকালের দুই গুরুত্বপূর্ণ রং হল সাদা এবং হলুদ। তাই পোশাকের পাশাপাশি পুজোর উপাচারেও রাখুন এই রঙের প্রাধান্য।
খিচুড়ি, পায়েস সাজিয়ে দিন মা সরস্বতীর পুজোর ভোগপ্রসাদে। পাশাপাশি রাখতে ভুলবেন না রাজভোগ, বোঁদে, বাসন্তী পোলাও এবং কেশরমিশ্রিত পায়েস। কারণ সরস্বতী পুজো ও বসন্তকালের দুই গুরুত্বপূর্ণ রং হল সাদা এবং হলুদ। তাই পোশাকের পাশাপাশি পুজোর উপাচারেও রাখুন এই রঙের প্রাধান্য।
advertisement
advertisement
advertisement