Ram Navami 2025: আর কিছুদিন বাদেই রাম নবমী, বিশেষ দিনে নিজের ইচ্ছাপূরণ করতে মেনে চলুন কয়েকটি সহজ টোটকা!

Last Updated:
চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে রাম নবমী পালন করা হয়। এই তিথি ৫ এপ্রিল রাত ৭টা বেজে ২৭ মিনিটে শুরু হবে এবং পরের দিন ৬ এপ্রিল সন্ধ্যে ৭টা বেজে ২৪ মিনিট পর্যন্ত চলবে।
1/6
ramnavami
চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে রাম নবমী পালন করা হয়। এই তিথি ৫ এপ্রিল রাত ৭টা বেজে ২৭ মিনিটে শুরু হবে এবং পরের দিন ৬ এপ্রিল সন্ধ্যে ৭টা বেজে ২৪ মিনিট পর্যন্ত চলবে।
advertisement
2/6
২ এপ্রিল চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। অ‍ন‍্যদিকে, এই রাশিতেই প্রবেশ করবে বৃহস্পতি। ফলে চন্দ্র এবং বৃহস্পতির মিলনে তৈরি হবে গজকেশরী রাজযোগ।
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, রাম নবমীর দিন রামের পুজো করা হয়। অন্ন এবং ধনের পাওয়ার আশায় অনেকে এইদিন ভগবান রামের পুজো করে থাকেন। প্রাচীন জ্যোতিষ শাস্ত্র অনুসারে এইদিন বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এইদিন পুষ্য নক্ষত্রের শুভ সংযোগ তৈরি হতে চলেছে। এই সময় সোনা কেনাও শুভ বলে মনে করা হয়।
advertisement
3/6
তারিখ অনুযায়ী, ১লা বৈশাখ হল ১৫ এপ্রিল। নববর্ষের ঠিক একদিন আগে ১৪ এপ্রিল রাশি পরিবর্তন করবেন সূর্যদেব। এর প্রভাব ১২ রাশির জাতক জাতিকাদের উপরেই পড়বে। তবে ৩ রাশির জাতক জাতিকারা বিশেষভাবে লাভবান হবেন।
এছাড়াও, মান্যতা অনুসারে এই সময় ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করা শুভ বলে মনে করা হয়।রাম নবমীর দিন বেশ কিছু টোটকা রয়েছে যার ফলে আপনি আপনার মনস্কামনা পূরণ করতে পারেন।
advertisement
4/6
 রাম নবমীর দিন সকালে স্নান করে রামায়ণের বাল্যকাণ্ড পাঠ করুন। এরফলে আপনার মনস্কামনা পূরণ হবে।
রাম নবমীর দিন সকালে স্নান করে রামায়ণের বাল্যকাণ্ড পাঠ করুন। এরফলে আপনার মনস্কামনা পূরণ হবে।
advertisement
5/6
মীন রাশিতে ইতিমধ্যেই শুক্র, বুধ, সূর্য এবং রাহু অবস্থান করছে এবং তারা একসঙ্গে যোগ তৈরি করছে। ২৯ মার্চ শনির এই গোচরের ফলে শুক্র ও রাহুর সঙ্গে তিনটি গ্রহ মিলে ত্রিগ্রহী যোগ গঠন করবে।
রামনবমীর দিন ১০৮টি পৃষ্ঠার উপর 'শ্রী রাম' লিখে তার মালা বানিয়ে ভগবান রামের উদ্দেশে অর্পণ করুন।রাম নবমীর দিন রাম মন্দিরে সওয়া কিলো ছোলার ডাল এবং গুড় দান করুন। এরফলে জীবনে সফলতা পাবেন।
advertisement
6/6
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement