Poush Purnima Date Time Rituals: আসছে পৌষ পূর্ণিমা! বছরের প্রথম এই পূর্ণিমায় প্রয়াগরাজে শুরু মহাকুম্ভ! পান ও কড়ি দিয়ে ছোট্ট কাজেই বছরভর ভাসবেন টাকার সাগরে

Last Updated:
Poush Purnima Date Time Rituals: এই পবিত্র পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান ও সাধ্যমতো দানধ্যানে পাপক্ষয় হয়ে পুণ্য লাভ করা যায় বলেই বিশ্বাস৷ এই পূর্ণিমায় ছোট্ট কিছু কাজে বছরভর থাকবেন মা লক্ষ্মীর আশীর্বাদে
1/8
আসছে পৌষ পূর্ণিমা তিথি৷ এই পবিত্র তিথি পরিচিত শাকম্ভরী তিথি বা ধান্যপূর্ণিমা নামেও৷ এ বছর পৌষ পূর্ণিমা পড়েছে আগামী ১৩ জানুয়ারি৷ এটা এ বছরের প্রথম পূর্ণিমা৷
আসছে পৌষ পূর্ণিমা তিথি৷ এই পবিত্র তিথি পরিচিত শাকম্ভরী তিথি বা ধান্যপূর্ণিমা নামেও৷ এ বছর পৌষ পূর্ণিমা পড়েছে আগামী ১৩ জানুয়ারি৷ এটা এ বছরের প্রথম পূর্ণিমা৷
advertisement
2/8
১৩ জানুয়ারি সোমবার ভোর ৫.০৩ মিনিটে শুরু হবে পৌষ পূর্ণিমা৷ পরদিন অর্থাৎ ১৪ জানুয়ারি মঙ্গলবার এবং ১৩ জানুয়ারি সোমবারের সন্ধিস্থলে কাকভোর ৩.৫৬ মিনিট পর্যন্ত থাকবে এই পুণ্যতিথি৷
১৩ জানুয়ারি সোমবার ভোর ৫.০৩ মিনিটে শুরু হবে পৌষ পূর্ণিমা৷ পরদিন অর্থাৎ ১৪ জানুয়ারি মঙ্গলবার এবং ১৩ জানুয়ারি সোমবারের সন্ধিস্থলে কাকভোর ৩.৫৬ মিনিট পর্যন্ত থাকবে এই পুণ্যতিথি৷
advertisement
3/8
এই পবিত্র পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান ও সাধ্যমতো দানধ্যানে পাপক্ষয় হয়ে পুণ্য লাভ করা যায় বলেই বিশ্বাস৷ এই পূর্ণিমায় ছোট্ট কিছু কাজে বছরভর থাকবেন মা লক্ষ্মীর আশীর্বাদে৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ চক্রপাণি ভাট৷
এই পবিত্র পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান ও সাধ্যমতো দানধ্যানে পাপক্ষয় হয়ে পুণ্য লাভ করা যায় বলেই বিশ্বাস৷ এই পূর্ণিমায় ছোট্ট কিছু কাজে বছরভর থাকবেন মা লক্ষ্মীর আশীর্বাদে৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ চক্রপাণি ভাট৷
advertisement
4/8
এ বছর পৌষ পূর্ণিমায় প্রয়াগরাজে শুরু মহাকুম্ভ স্নান৷ এই পূর্ণিমা তিথির সন্ধ্যায় মা লক্ষ্মীর পুজোয় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন৷ তাতে তুলোর সলতে দেবেন৷
এ বছর পৌষ পূর্ণিমায় প্রয়াগরাজে শুরু মহাকুম্ভ স্নান৷ এই পূর্ণিমা তিথির সন্ধ্যায় মা লক্ষ্মীর পুজোয় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন৷ তাতে তুলোর সলতে দেবেন৷
advertisement
5/8
এই তিথিতে নিষ্ঠা ভরে লক্ষ্মী-নারায়ণের পুজো করুন৷ লক্ষ্মীদেবীকে পৌষপূর্ণিমায় নিবেদন করুন পদ্মফুল বা রক্তজবা এবং নতুন আলতা সিঁদুর৷
এই তিথিতে নিষ্ঠা ভরে লক্ষ্মী-নারায়ণের পুজো করুন৷ লক্ষ্মীদেবীকে পৌষপূর্ণিমায় নিবেদন করুন পদ্মফুল বা রক্তজবা এবং নতুন আলতা সিঁদুর৷
advertisement
6/8
একটি পানপাতা নিন৷ তাতে রাখুন ১১ টি বা ৫ টি কড়ি৷ তাতে দিন সামান্য কাঁচা হলুদ এবং নতুন ধানের চাল বা নতুন ধান৷
একটি পানপাতা নিন৷ তাতে রাখুন ১১ টি বা ৫ টি কড়ি৷ তাতে দিন সামান্য কাঁচা হলুদ এবং নতুন ধানের চাল বা নতুন ধান৷
advertisement
7/8
এ বার ওই হলুদ, চাল-সহ পানপাতা অর্পণ করুন মা লক্ষ্মীর পুজোয়৷
এ বার ওই হলুদ, চাল-সহ পানপাতা অর্পণ করুন মা লক্ষ্মীর পুজোয়৷
advertisement
8/8
পর দিন ওই পানপাতা দেবী লক্ষ্মীর চরণতল থেকে তুলে নিয়ে রাখুন আলমারি লকারে বা ক্যাশবাক্সে৷ তাহলে কোনওদিন অভাব স্পর্শ করতে পারবে না আপনাকে৷ বছরভর ভাসবেন টাকার সাগরে৷
পর দিন ওই পানপাতা দেবী লক্ষ্মীর চরণতল থেকে তুলে নিয়ে রাখুন আলমারি লকারে বা ক্যাশবাক্সে৷ তাহলে কোনওদিন অভাব স্পর্শ করতে পারবে না আপনাকে৷ বছরভর ভাসবেন টাকার সাগরে৷
advertisement
advertisement
advertisement