Navratri Rituals and Puja: নবরাত্রিতে দেবী পুজোয় একটা ছোট্ট ভুল আপনাকে নিয়ে যাবে অন্ধকারে, আলোয় ফিরতে মানুন সহজ এই উপায়, নিষ্ঠাভরে করুন পুজো
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Navratri Rituals and Puja: নবরাত্রিতে এই ছোট ছোট নিয়ম মানুন, জীবনের পথের কাঁটা সরে যাবে সহজেই...
advertisement
দশমী অর্থাৎ দশেরা পালিত হবে ১৩ অক্টোবর। নবরাত্রির এই সময়ে, মানুষজন ভক্তি সহকারে দেবী দুর্গার নয়টি রূপের পূজা করেন। নবরাত্রির সময় অখণ্ড জ্যোতি জ্বালানোর বিশেষ তাৎপর্য রয়েছে। এটি ছাড়া পূজার সূচনা অসম্পূর্ণ বলে মনে করা হয়। কলস স্থাপনের পর প্রথম দিন অখন্ড জ্যোতি জ্বালিয়ে নিতে হবে। যেরকম খুশিভাবে অখন্ড জ্যোতি জ্বালালে কিন্তু কাজ হবে না৷ ফলে নিয়ম মেনেই এই অখন্ড জ্যোতি জ্বালাতে হবে৷ Photo- Representative
advertisement
advertisement
বাড়িতে মা দুর্গার মূর্তি স্থাপন করে পূজা করতে গেলে অবশ্যই অখন্ড জ্যোতি জ্বালান এবং এই শিখাটি পুরো নয় দিন জ্বলতে থাকবে। মাঝখানে নিভে গেলে তা সংসারের জন্য অশুভ বলে বিবেচিত হয়। যাদের বাড়িতে এই অবারিত শিখা ৯ দিন জ্বালিয়ে রাখে, তাদের ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। মা দুর্গার আশীর্বাদ ধন্য হন৷ Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মা দুর্গা প্রসন্ন হন যদি ভক্ত আচারবিধি মেনে মন থেকে ভক্তিভরে পুজো করেন৷ ভক্তের মনের ভক্তিই পুজোর সবচেয়ে বড় উপাচার৷ তাহলে সর্বদা আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করবেন। ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়। সমস্যা ও বাধা থেকে মুক্তি পায়। অখন্ড প্রদীপ জ্বালালে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। Photo- Representative