Mauni Amavasya Vastu Tips: আজ মৌনী অমাবস্যার সন্ধ্যায় বাড়ির এখানে ও এক পবিত্র গাছের নীচে জ্বালুন ঘিয়ের প্রদীপ, শনিদেবের কুদৃষ্টি কেটে ভাগ্যে হবে অর্থবৃষ্টি

Last Updated:
Mauni Amavasya Vastu Tips: পবিত্র ও গুরুত্বপূর্ণ এই তিথিতে পালনীয় কিছু নিয়ম আছে। মনে করা হয় এই রীতিগুলি পালন করলে সংসার থেকে দুঃখ কষ্ট দূর হয়। পরিবারে আসে অর্থ সৌভাগ্য ও সম্পদ।
1/5
 বুধবার দেশ জুড়ে পালিত হচ্ছে মাঘী অমাবস্যা বা মৌনী অমাবস্যা। পবিত্র ও গুরুত্বপূর্ণ এই তিথিতে পালনীয় কিছু নিয়ম আছে। মনে করা হয় এই রীতিগুলি পালন করলে সংসার থেকে দুঃখ কষ্ট দূর হয়। পরিবারে আসে অর্থ সৌভাগ্য ও সম্পদ। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।
বুধবার দেশ জুড়ে পালিত হচ্ছে মাঘী অমাবস্যা বা মৌনী অমাবস্যা। পবিত্র ও গুরুত্বপূর্ণ এই তিথিতে পালনীয় কিছু নিয়ম আছে। মনে করা হয় এই রীতিগুলি পালন করলে সংসার থেকে দুঃখ কষ্ট দূর হয়। পরিবারে আসে অর্থ সৌভাগ্য ও সম্পদ। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।
advertisement
2/5
এই পুণ্যতিথিতে পুণ্যনদীতে স্নান খুবই শুভ। যদি গঙ্গা বা অন্য কোনও পবিত্র নদীতে স্নান সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নানের জলে মিশিয়ে নিন গঙ্গাজল এবং কালো তিল। তার পর গঙ্গানাম জপ করতে করতে স্নান করুন। পুণ্যসঞ্চয় হবে অপার।
এই পুণ্যতিথিতে পুণ্যনদীতে স্নান খুবই শুভ। যদি গঙ্গা বা অন্য কোনও পবিত্র নদীতে স্নান সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নানের জলে মিশিয়ে নিন গঙ্গাজল এবং কালো তিল। তার পর গঙ্গানাম জপ করতে করতে স্নান করুন। পুণ্যসঞ্চয় হবে অপার।
advertisement
3/5
মৌনী অমাবস্যায় স্নানের পর ভগবান বিষ্ণুকে হলুদফুল, শিবকে সাদা ফুল এবং দেবীলক্ষ্মীকে নিবেদন করুন লাল ফুল। দক্ষিণাবর্তী শঙ্খে গুঁড়ো হলুদ এবং কেশর রেখে নিবেদন করুন মা লক্ষ্মীকে।
মৌনী অমাবস্যায় স্নানের পর ভগবান বিষ্ণুকে হলুদফুল, শিবকে সাদা ফুল এবং দেবীলক্ষ্মীকে নিবেদন করুন লাল ফুল। দক্ষিণাবর্তী শঙ্খে গুঁড়ো হলুদ এবং কেশর রেখে নিবেদন করুন মা লক্ষ্মীকে।
advertisement
4/5
মৌনী অমাবস্যার সন্ধ্যায় সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করে বাড়ির মূল দরজার বাইরে রাখুন উত্তর দিকে মুখ করে। আরও একটি প্রদীর প্রজ্বলন করুন বাড়ির ঈশান কোণে। ঘিয়ে প্রজ্বলিত একটি প্রদীপ রাখুন তুলসিমঞ্চে।
মৌনী অমাবস্যার সন্ধ্যায় সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করে বাড়ির মূল দরজার বাইরে রাখুন উত্তর দিকে মুখ করে। আরও একটি প্রদীর প্রজ্বলন করুন বাড়ির ঈশান কোণে। ঘিয়ে প্রজ্বলিত একটি প্রদীপ রাখুন তুলসিমঞ্চে।
advertisement
5/5
শনিদেবকে সন্তুষ্ট করতে অশ্বত্থ গাছের নীচে প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ। পাঠ করুন বা শ্রবণ করুন ‘শনি-চালিশা’। দান করুন কালো তিল।
শনিদেবকে সন্তুষ্ট করতে অশ্বত্থ গাছের নীচে প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ। পাঠ করুন বা শ্রবণ করুন ‘শনি-চালিশা’। দান করুন কালো তিল।
advertisement
advertisement
advertisement