Married Life Problem: রোজকার কলহে নষ্ট হচ্ছে বিবাহিত জীবন? পৌষে এই একটি কাজ করুন, সম্পর্ক হবে রসগোল্লার মতো মিষ্টি

Last Updated:
Married Life Problem: আর এই মাসে ধর্মীয় রীতি-আচার পালন করে আরাধ্য দেবতার উদ্দেশ্যে কী নিবেদন করলে জীবন পুরো মিষ্টি প্রেমে ভরে যাবে জেনে নিন জ্যোতিষীর কাছে।
1/7
পবিত্র পৌষ মাস শুরু হয়ে গিয়েছে। আর এই মাসে ধর্মীয় রীতি-আচার পালন করার পাশাপাশি আরাধ্য দেবতার উদ্দেশ্যে গরম-গরম হালুয়া এবং বড়া নিবেদন করেন ভক্তরা। এরপর সকলের মধ্যে সেই প্রসাদ বিতরণ করা হয়।
পবিত্র পৌষ মাস শুরু হয়ে গিয়েছে। আর এই মাসে ধর্মীয় রীতি-আচার পালন করার পাশাপাশি আরাধ্য দেবতার উদ্দেশ্যে গরম-গরম হালুয়া এবং বড়া নিবেদন করেন ভক্তরা। এরপর সকলের মধ্যে সেই প্রসাদ বিতরণ করা হয়।
advertisement
2/7
আর আগামী ১৩ জানুয়ারি পৌষ পূর্ণিমার সঙ্গে পৌষ মাসের সমাপ্তি ঘটতে চলেছে। এই সময় সূর্যের উপাসনার পাশাপাশি গরম জামাকাপড় এবং ঘি দান করলে তা ফলদায়ক বলে গণ্য করা হয়। পণ্ডিত ঘনশ্যাম শর্মা বলেন যে, পৌষ মাসে সূর্যের পূজা করা হলে সারা বছর দ্বিগুণ ফল পাওয়া যায়।
আর আগামী ১৩ জানুয়ারি পৌষ পূর্ণিমার সঙ্গে পৌষ মাসের সমাপ্তি ঘটতে চলেছে। এই সময় সূর্যের উপাসনার পাশাপাশি গরম জামাকাপড় এবং ঘি দান করলে তা ফলদায়ক বলে গণ্য করা হয়। পণ্ডিত ঘনশ্যাম শর্মা বলেন যে, পৌষ মাসে সূর্যের পূজা করা হলে সারা বছর দ্বিগুণ ফল পাওয়া যায়।
advertisement
3/7
পৌষ মাস গুরুত্বপূর্ণ কেন? পণ্ডিত ঘনশ্যাম শর্মার কথায়, পুরাণে বর্ণিত রয়েছে যে, পৌষ পূর্ণিমা আর অমাবস্যায় কাশী, প্রয়াগ এবং হরিদ্বারে স্নান করলে তার বিশেষ তাৎপর্য রয়েছে। আসলে এই মাস ভগবান সূর্যের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তাই এই সময়ে সূর্য পূজা করলে তা রাশিফলের নয়টি গ্রহের ত্রুটিকে প্রশমিত করে। এই পৌষ মাসে জাঁকিয়ে পড়ে ঠান্ডা। তাই এই সময় রোদ পোহালে এবং সূর্যের পূজা করলে শরীর স্বাস্থ্যও ভাল থাকে।
পৌষ মাস গুরুত্বপূর্ণ কেন? পণ্ডিত ঘনশ্যাম শর্মার কথায়, পুরাণে বর্ণিত রয়েছে যে, পৌষ পূর্ণিমা আর অমাবস্যায় কাশী, প্রয়াগ এবং হরিদ্বারে স্নান করলে তার বিশেষ তাৎপর্য রয়েছে। আসলে এই মাস ভগবান সূর্যের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তাই এই সময়ে সূর্য পূজা করলে তা রাশিফলের নয়টি গ্রহের ত্রুটিকে প্রশমিত করে। এই পৌষ মাসে জাঁকিয়ে পড়ে ঠান্ডা। তাই এই সময় রোদ পোহালে এবং সূর্যের পূজা করলে শরীর স্বাস্থ্যও ভাল থাকে।
advertisement
4/7
পৌষ মাসে এই কায়দায় করতে হবে সূর্যের পূজা: পৌষ মাসের রবিবারগুলিতে উপবাস রাখা শুভ বলে গণ্য হয়। যাঁরা উপোস করতে পারবেন না, তাঁদের সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দান করা উচিত এবং রোদে বসে সূর্য চালিসা পাঠ করা আবশ্যক।
পৌষ মাসে এই কায়দায় করতে হবে সূর্যের পূজা: পৌষ মাসের রবিবারগুলিতে উপবাস রাখা শুভ বলে গণ্য হয়। যাঁরা উপোস করতে পারবেন না, তাঁদের সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দান করা উচিত এবং রোদে বসে সূর্য চালিসা পাঠ করা আবশ্যক।
advertisement
5/7
আর এর ফলে সারা মাস জুড়ে বৈবাহিক জীবনে শান্তি এবং সুখ বজায় রাখবে। সেই সঙ্গে জীবনে আসবে মান-সম্মান আর সাফল্যও। সকালে উঠে ভগবান সূর্যের নাম জপ করলে তা জীবনে ইতিবাচকতা বয়ে আনে। সেই সঙ্গে আসন্ন দুর্যোগ থেকেও স্বস্তি দিতে পারে।
আর এর ফলে সারা মাস জুড়ে বৈবাহিক জীবনে শান্তি এবং সুখ বজায় রাখবে। সেই সঙ্গে জীবনে আসবে মান-সম্মান আর সাফল্যও। সকালে উঠে ভগবান সূর্যের নাম জপ করলে তা জীবনে ইতিবাচকতা বয়ে আনে। সেই সঙ্গে আসন্ন দুর্যোগ থেকেও স্বস্তি দিতে পারে।
advertisement
6/7
এই উপবাস এবং উৎসবগুলি পালিত হবে পৌষ মাসে: পৌষ মাসে ২৫ ডিসেম্বর পড়েছে মদনমোহন মালব্য জয়ন্তী, তুলসী পূজা দিবস এবং ক্রিসমাস বা বড়দিন। আগামী ২৬ ডিসেম্বর সফলা একাদশী, আগামী ২৮ ডিসেম্বর প্রদোষ ব্রত, আগামী ২৯ ডিসেম্বর মাসিক শিবরাত্রি, আগামী ৩০ ডিসেম্বর সোমবতী অমাবস্যা, আগামী ৩ জানুয়ারি বরাদ চতুর্থী, আগামী ৫ জানুয়ারি ষষ্ঠী, আগামী ৬ জানুয়ারি গুরু গোবিন্দ সিং জয়ন্তী, আগামী ৭ জানুয়ারি দুর্গাষ্টমী ব্রত, বৈকুন্ঠ পালিত হবে।
এই উপবাস এবং উৎসবগুলি পালিত হবে পৌষ মাসে: পৌষ মাসে ২৫ ডিসেম্বর পড়েছে মদনমোহন মালব্য জয়ন্তী, তুলসী পূজা দিবস এবং ক্রিসমাস বা বড়দিন। আগামী ২৬ ডিসেম্বর সফলা একাদশী, আগামী ২৮ ডিসেম্বর প্রদোষ ব্রত, আগামী ২৯ ডিসেম্বর মাসিক শিবরাত্রি, আগামী ৩০ ডিসেম্বর সোমবতী অমাবস্যা, আগামী ৩ জানুয়ারি বরাদ চতুর্থী, আগামী ৫ জানুয়ারি ষষ্ঠী, আগামী ৬ জানুয়ারি গুরু গোবিন্দ সিং জয়ন্তী, আগামী ৭ জানুয়ারি দুর্গাষ্টমী ব্রত, বৈকুন্ঠ পালিত হবে।
advertisement
7/7
আগামী ১০ জানুয়ারি পৌষ পুত্রদা একাদশী, আগামী ১১ জানুয়ারি দ্বাদশী উপবাস ও প্রদোষ উপবাস, আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দ জয়ন্তী ও জাতীয় যুব দিবস, আগামী ১৩ জানুয়ারি পূর্ণিমা দিবস, সত্য ব্রত, পৌষ পূর্ণিমা, মাঘ স্নানের সূচনা, লোহরি উৎসব উদযাপিত হবে।
আগামী ১০ জানুয়ারি পৌষ পুত্রদা একাদশী, আগামী ১১ জানুয়ারি দ্বাদশী উপবাস ও প্রদোষ উপবাস, আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দ জয়ন্তী ও জাতীয় যুব দিবস, আগামী ১৩ জানুয়ারি পূর্ণিমা দিবস, সত্য ব্রত, পৌষ পূর্ণিমা, মাঘ স্নানের সূচনা, লোহরি উৎসব উদযাপিত হবে।
advertisement
advertisement
advertisement