Married Life Problem: রোজকার কলহে নষ্ট হচ্ছে বিবাহিত জীবন? পৌষে এই একটি কাজ করুন, সম্পর্ক হবে রসগোল্লার মতো মিষ্টি
- Reported by:Trending Desk
- local18
- Published by:Raima Chakraborty
Last Updated:
Married Life Problem: আর এই মাসে ধর্মীয় রীতি-আচার পালন করে আরাধ্য দেবতার উদ্দেশ্যে কী নিবেদন করলে জীবন পুরো মিষ্টি প্রেমে ভরে যাবে জেনে নিন জ্যোতিষীর কাছে।
advertisement
advertisement
পৌষ মাস গুরুত্বপূর্ণ কেন? পণ্ডিত ঘনশ্যাম শর্মার কথায়, পুরাণে বর্ণিত রয়েছে যে, পৌষ পূর্ণিমা আর অমাবস্যায় কাশী, প্রয়াগ এবং হরিদ্বারে স্নান করলে তার বিশেষ তাৎপর্য রয়েছে। আসলে এই মাস ভগবান সূর্যের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তাই এই সময়ে সূর্য পূজা করলে তা রাশিফলের নয়টি গ্রহের ত্রুটিকে প্রশমিত করে। এই পৌষ মাসে জাঁকিয়ে পড়ে ঠান্ডা। তাই এই সময় রোদ পোহালে এবং সূর্যের পূজা করলে শরীর স্বাস্থ্যও ভাল থাকে।
advertisement
advertisement
advertisement
এই উপবাস এবং উৎসবগুলি পালিত হবে পৌষ মাসে: পৌষ মাসে ২৫ ডিসেম্বর পড়েছে মদনমোহন মালব্য জয়ন্তী, তুলসী পূজা দিবস এবং ক্রিসমাস বা বড়দিন। আগামী ২৬ ডিসেম্বর সফলা একাদশী, আগামী ২৮ ডিসেম্বর প্রদোষ ব্রত, আগামী ২৯ ডিসেম্বর মাসিক শিবরাত্রি, আগামী ৩০ ডিসেম্বর সোমবতী অমাবস্যা, আগামী ৩ জানুয়ারি বরাদ চতুর্থী, আগামী ৫ জানুয়ারি ষষ্ঠী, আগামী ৬ জানুয়ারি গুরু গোবিন্দ সিং জয়ন্তী, আগামী ৭ জানুয়ারি দুর্গাষ্টমী ব্রত, বৈকুন্ঠ পালিত হবে।
advertisement








