Mars Transit 2023: মঙ্গলের গোচরে রাশিচক্রে বড়সড় পরিবর্তন! আপনার দুঃসময় কীভাবে কাটবে দেখে নিন রাশি মিলিয়ে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Mangal Gochar: মঙ্গলের এই রাশি পরিবর্তনে ১২টি রাশিই প্রভাবিত হবে। এর জন্য কী কী সম্ভাব্য প্রতিকার হতে পারে আজ আমরা তা নিয়েই আলোচনা করব।
মঙ্গলকে আমাদের জ্যোতিষশাস্ত্রে সেনাপতির মর্যাদা দেওয়া হয়েছে। মঙ্গলকে ব্যবসা, সম্পত্তি, সাহস ও বীরত্ব ইত্যাদির কারক বলে মনে করা হয়। মঙ্গল শারীরিক শক্তি, আত্মবিশ্বাস, অহঙ্কার, রাগ, সাহসিকতার মতো গুণাবলীর প্রতিনিধিত্ব করেন। সাধারণত ব্যক্তির রাশিতে মঙ্গল খারাপ অবস্থানে থাকলে ব্যক্তি প্রতারিত হতে পারেন।
advertisement
এবারে মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবেন আজ অর্থাৎ ১৮ অগাস্ট, ২০২৩ তারিখে বেলা ৩টে বেজে ৫৫ মিনিটে এবং আগামী ৩ অক্টোবর, ২০২৩ তারিখ ৫টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করবেন। মঙ্গলের এই রাশি পরিবর্তনে ১২টি রাশিই প্রভাবিত হবে। এর জন্য কী কী সম্ভাব্য প্রতিকার হতে পারে আজ আমরা তা নিয়েই আলোচনা করব।
advertisement
advertisement
advertisement
মিথুন রাশি- হনুমান মন্দির বা যে কোনও অশ্বত্থ গাছে লাল পতাকা লাগাতে হবে। প্রতিদিন সকালে স্নানের পর সূর্যকে জল অর্পণ করতে হবে। এর পর সূর্যের সামনে একবার হনুমান চালিসা পাঠ করতে হবে। এই সময় সাত্ত্বিক খাদ্য গ্রহণ এবং মাটিতে ঘুমানো উচিত। কর্কট রাশি গম, গুড়, প্রবাল, মুসুর ডাল, তামা, সোনা, লাল কাপড়, জাফরান-কস্তুরী, লাল ফুল, লাল চন্দন, ঘি ইত্যাদি হলুদ রঙের গরুকে দান করতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement