Mahashivratri 2024: মহাশিবরাত্রির দিন রাত ১২ টায় করুন এই কাজ! চাই শুধু একটি বিশেষ ফুল, ব্যবসা হোক বা চাকরি, কেটে যাবে সব বাধা

Last Updated:
জ‍্যোতিষাচার্য জানালেন ওইদিন মধ‍্যরাতে একটি নিয়ম পালন করলে জীবনের সমস্ত বাধা কেটে যায়।
1/10
শিবরাত্রির দিনটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এইবছর ৮ মার্চ মহাশিবরাত্রি। জ‍্যোতিষশাস্ত্র মতে ওইদিন কিছু নিয়ম পালন করলে শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যেতে পারে। কিন্তু সঠিকভাবে নিয়ম পালন করা জরুরি। জ‍্যোতিষাচার্য জানালেন ওইদিন মধ‍্যরাতে একটি নিয়ম পালন করলে জীবনের সমস্ত বাধা কেটে যায়।
শিবরাত্রির দিনটি অত‍্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এইবছর ৮ মার্চ মহাশিবরাত্রি। জ‍্যোতিষশাস্ত্র মতে ওইদিন কিছু নিয়ম পালন করলে শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যেতে পারে। কিন্তু সঠিকভাবে নিয়ম পালন করা জরুরি। জ‍্যোতিষাচার্য জানালেন ওইদিন মধ‍্যরাতে একটি নিয়ম পালন করলে জীবনের সমস্ত বাধা কেটে যায়।
advertisement
2/10
মহা শিবরাত্রির দিনে রাত ১২.০০ টার সময় একটি বিশেষ নিয়ম পালনের কথা জানালেন জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা। তিনি জানালেন ওই দিন এই নিয়ম পালন করা অত‍্যন্ত শুভ। কী সেই প্রতিকার? কীভাবে করতে হবে? সমস্ত বিশদে জানালেন জ‍্যোতিষী।
মহা শিবরাত্রির দিনে রাত ১২.০০ টার সময় একটি বিশেষ নিয়ম পালনের কথা জানালেন জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা। তিনি জানালেন ওই দিন এই নিয়ম পালন করা অত‍্যন্ত শুভ। কী সেই প্রতিকার? কীভাবে করতে হবে? সমস্ত বিশদে জানালেন জ‍্যোতিষী।
advertisement
3/10
advertisement
4/10
তিনি জানালেন, রাত ১২.০০ টায় বাড়ির কাছের কোনও শিব মন্দিরে যান৷ এবং রাত ১২.০০ টায় শিবকে ধুতরা ফুল অর্পণ করুন।
তিনি জানালেন, রাত ১২.০০ টায় বাড়ির কাছের কোনও শিব মন্দিরে যান৷ এবং রাত ১২.০০ টায় শিবকে ধুতরা ফুল অর্পণ করুন।
advertisement
5/10
শিবলিঙ্গে ধুতরা ফুল আধ ঘন্টা ধরে রেখে দিন৷ সেই সঙ্গে মন্ত্র জপ করারও নিদান দিলেন তিনি৷
শিবলিঙ্গে ধুতরা ফুল আধ ঘন্টা ধরে রেখে দিন৷ সেই সঙ্গে মন্ত্র জপ করারও নিদান দিলেন তিনি৷
advertisement
6/10
আধঘণ্টা এই পুজো করার পর, ধুতরা ফুল তুলে রাত ১২.৩০ টায় বাড়িতে নিয়ে আসুন।
আধঘণ্টা এই পুজো করার পর, ধুতরা ফুল তুলে রাত ১২.৩০ টায় বাড়িতে নিয়ে আসুন।
advertisement
7/10
এবার এই ধুতরা ফুল লাল কাপড়ে বেঁধে টাকাপয়সা যেখানে রাখা থাকে সেখানে রাখুন৷ পাশাপাশি আরও ব্যবসার জিনিসপত্র রাখার স্থান, খেতেও রেখে দিতে পারেন৷
এবার এই ধুতরা ফুল লাল কাপড়ে বেঁধে টাকাপয়সা যেখানে রাখা থাকে সেখানে রাখুন৷ পাশাপাশি আরও ব্যবসার জিনিসপত্র রাখার স্থান, খেতেও রেখে দিতে পারেন৷
advertisement
8/10
পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে, যে কোনও মাসিক শিবরাত্রিতে এই প্রতিকার করা যেতে পারে৷ তবে মহাশিবরাত্রিতে এটি করলে দ্রুত ফল পাওয়া যাবে। এই নিয়ম রাত ১২ টা থেকে এই প্রতিকার শুরু করে ভোর ৪ টার আগে ধুতরাকে ধন-সম্পদ, চাকরি বা ব্যবসার জায়গায় বা মাঠে রাখতে পারেন৷
পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে, যে কোনও মাসিক শিবরাত্রিতে এই প্রতিকার করা যেতে পারে৷ তবে মহাশিবরাত্রিতে এটি করলে দ্রুত ফল পাওয়া যাবে। এই নিয়ম রাত ১২ টা থেকে এই প্রতিকার শুরু করে ভোর ৪ টার আগে ধুতরাকে ধন-সম্পদ, চাকরি বা ব্যবসার জায়গায় বা মাঠে রাখতে পারেন৷
advertisement
9/10
যদি কোনও ব্যক্তি ব্যবসা বা চাকরি নিয়ে খুব সমস্যায় পড়েন এবং কোনও উপায় খুঁজে না পান তবে তিনি এই সমাধানটি ব্যবহার করতে পারেন।
যদি কোনও ব্যক্তি ব্যবসা বা চাকরি নিয়ে খুব সমস্যায় পড়েন এবং কোনও উপায় খুঁজে না পান তবে তিনি এই সমাধানটি ব্যবহার করতে পারেন।
advertisement
10/10
কৃষকরাও এই কাজ করতে পারেন৷ যদি কোনও ব্যক্তির ক্ষেতে আশানুরূপ ফসল না হয়, তাহলে তারাও এই ব্যবস্থা নিতে পারেন।
কৃষকরাও এই কাজ করতে পারেন৷ যদি কোনও ব্যক্তির ক্ষেতে আশানুরূপ ফসল না হয়, তাহলে তারাও এই ব্যবস্থা নিতে পারেন।
advertisement
advertisement
advertisement