টি-২০ বিশ্বকাপের প্রতিপক্ষকে উড়িয়ে দিতে মাস্টার প্ল্যান তৈরি করছেন মর্কেল! বুমরাহকে নিয়ে বড় মন্তব্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2026: ভারতের বোলিং আক্রমণ অনেকটাই জসপ্রীত বুমরাহের ওপর নির্ভরশীল—এ কথা নতুন নয়। বুমরাহ দলে না থাকলে বা বিশ্রামে থাকলে ভারতের বোলিং যে তুলনামূলকভাবে দুর্বল দেখায়, সেটাও বারবার প্রমাণিত হয়েছে।
ভারতের বোলিং আক্রমণ অনেকটাই জসপ্রীত বুমরাহের ওপর নির্ভরশীল—এ কথা নতুন নয়। বুমরাহ দলে না থাকলে বা বিশ্রামে থাকলে ভারতের বোলিং যে তুলনামূলকভাবে দুর্বল দেখায়, সেটাও বারবার প্রমাণিত হয়েছে। চোট-আঘাতের সঙ্গে লড়াই করেও দীর্ঘদিন ধরে তিনি ভারতীয় বোলিং ইউনিটের মূল ভরসা হয়ে আছেন। ভারতের বোলিং কোচ মরনে মরকেলও মানছেন, বুমরাহ এই মুহূর্তে বিশ্বের সেরা পেস বোলার।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত চতুর্থ টি-টোয়েন্টির আগে মরকেল বুমরাহর প্রশংসা করলেও, তাঁর ওপর থাকা মানসিক চাপের দিকটিও তুলে ধরেন। মরকেল বলেন, প্রতিটি ম্যাচেই বুমরাহর কাছ থেকে প্রত্যাশা থাকে ম্যাচ জেতানো একটি স্পেল। এই বাড়তি প্রত্যাশা দীর্ঘদিন ধরে একজন বোলারের ওপর চাপ তৈরি করে। যদিও বুমরাহ মাঠে এসব মুহূর্তকে খুব স্বাভাবিকভাবে সামাল দেন, তবুও চাপ যে থাকে, তা অস্বীকার করা যায় না।
advertisement
টি-টোয়েন্টি ক্রিকেটে পেস বোলারদের দায়িত্ব আরও কঠিন। শেষের ওভার, গুরুত্বপূর্ণ উইকেট বা একটি ভুল—সবকিছুই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আধুনিক ক্রিকেটে দলগুলো কয়েকটি নির্ভরযোগ্য ওভারের ওপর ভরসা করে, আর ভারতের ক্ষেত্রে সেই জায়গায় বুমরাহই সবচেয়ে নিরাপদ নাম। তবে মরকেল সতর্ক করে বলেছেন, একজন বোলারের ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে।
advertisement
advertisement
এই কারণেই নিউজিল্যান্ড সিরিজে ভারত বিভিন্ন বোলিং কম্বিনেশন পরীক্ষা করছে। বুমরাহ ছাড়াও অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তীসহ একাধিক বোলারকে পর্যায়ক্রমে বিশ্রাম দেওয়া হয়েছে। মরকেলের মতে, এটি শুধু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য নয়, বরং অন্য বোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকায় অভ্যস্ত করে তোলারও অংশ।
advertisement
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করছে ভারতীয় দল। মরকেল বলেন, প্রতিপক্ষ দলগুলো যাতে ভারতের বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা করতে না পারে, সেটাই মূল লক্ষ্য। বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন বোলার ব্যবহার করলে দল আরও শক্তিশালী হবে। তাঁর মতে, একাধিক বোলার যদি দায়িত্ব নিতে শেখে, তাহলে বুমরাহর ওপর চাপও কমবে এবং ভারত বিশ্বকাপে আরও ভারসাম্যপূর্ণ দল হিসেবে নামতে পারবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 28, 2026 9:54 AM IST











