Maghi Purnima Rituals 2026: রবিবার মাঘী পূর্ণিমা! একটু হলেও মুখে দিন ১ সবজি! সুস্থ থাকবে শরীর! সংসারে উপচে পড়বে অর্থ সুখ শান্তি সমৃদ্ধি
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Maghi Purnima Rituals 2026: এই পুণ্যতিথিতে আহারবিধি আছে৷ একইসঙ্গে আছে পালনীয় আচরণবিধি৷ মনে করা হয় এই বিশেষ দিনে কিছু নিয়মনীতি পালন করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে৷ আয়ুর্বেদ ও কবিরাজ বিশ্বাস মতে এই আহারবিধি তৈরি করা হয়৷
advertisement
এই পুণ্যতিথিতে আহারবিধি আছে৷ একইসঙ্গে আছে পালনীয় আচরণবিধি৷ মনে করা হয় এই বিশেষ দিনে কিছু নিয়মনীতি পালন করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে৷ আয়ুর্বেদ ও কবিরাজ বিশ্বাস মতে এই আহারবিধি তৈরি করা হয়৷ পরবর্তীতে এর সঙ্গে মেশে জ্যোতিষ অনুষঙ্গ৷ মনে করা হয় এতে শারীরিক সুস্থতা বিঘ্নিত হয়৷ অসুস্থতায় বাড়ে খরচ৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
advertisement
advertisement
মাঘী পূর্ণিমায় রাঙা আলু বা মিষ্টি আলু গ্রহণ করা শুভ বলে মনে করা হয়৷ শীতের বিদায়বেলায় এই সময় ঠান্ডা বা গরম কোনওটাই তীব্র থাকে না৷ সেরকম গরম পড়ে না৷ আবার ঠান্ডার রেশ থাকে আবহাওয়ায়৷ এই সময় রাঙা আলুর পুষ্টিগুণ শরীরের জন্য উপকারী বলে মনে করা হয়৷ (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)








