Lucky Zodiac 24th August: আজ ২৪ আগস্ট শিব যোগের প্রভাবে সুসময় শুরু এই ৫ রাশির! হবে বিপুল অর্থলাভ, সূর্য- নারায়ণ দূর করবেন সঙ্কট...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Lucky Zodiac 24th August: আজ ২৪ আগস্টের শিব যোগ সিংহসহ পাঁচ রাশির জন্য বিশেষ শুভ হবে। সূর্য নারায়ণের কৃপায় কর্মক্ষেত্রে উন্নতি, অর্থলাভ ও পারিবারিক সুখ-সমৃদ্ধির সুযোগ মিলবে। সঠিক উপায় মেনে চললে সৌভাগ্য বহুগুণে বৃদ্ধি পাবে। বিস্তারিত জানুন...
আজ ২৪ আগস্ট রবিবার এবং আজ ভাদ্র মাসের শুক্ল পক্ষের প্রতিপদা তিথি। এই দিনে দেবতা হবেন ভগবান সূর্যদেব। আজ চন্দ্রের গোচর সিংহ রাশিতে সূর্যের সঙ্গে থাকবে যা এক শুভ যোগ। এর সঙ্গে উভয়চরী ও দুরুধরা যোগেরও সৃষ্টি হয়েছে। পূর্বাফাল্গুনী নক্ষত্রের সঙ্গে মিলিত হয়ে আজ শিব যোগ, সর্বার্থ সিদ্ধি এবং দ্বিপুষ্কর যোগ গঠিত হয়েছে। ফলে সিংহসহ পাঁচ রাশির জন্য দিনটি হবে অত্যন্ত শুভ।
advertisement
আজ রবিবার চন্দ্র সিংহ রাশিতে থাকবে। দিনের অধিপতি সূর্য হওয়ায় এই যোগগুলির প্রভাব আরও শক্তিশালী হবে। পূর্বাফাল্গুনী নক্ষত্রে শিব যোগ এবং সঙ্গে সর্বার্থ সিদ্ধি ও দ্বিপুষ্কর যোগ দিনটির মাহাত্ম্য বাড়িয়ে তুলবে। ভাদ্র মাসের প্রতিপদা তিথি হওয়ায় আজ সূর্য নারায়ণ ও শিব যোগের কৃপায় সিংহসহ পাঁচ রাশির জন্য সৌভাগ্যের বার্তা আসবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement